The news is by your side.

প্রাণ আরএফএল গ্রুপে নিয়োগ ২০২২ | Pran-Rfl Group Career 2022

Pran-Rfl Group Career 2022

4

প্রাণ আরএফএল গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ : Pran-Rfl Group Career 2022 প্রাণ-আরএফএল গ্রুপ (PRAN-RFL Group) বাংলাদেশের একটি বৃহৎ খাদ্য সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান। রংপুর বিভাগে ১৯৮১ সালে রংপুর ফাউন্ড্রি লিমিটেডের (আরএফএল) নামে পথচলা শুরু করে PRAN-RFL Group। এই প্রাণ-আরএফএল গ্রুপটি প্রতিষ্ঠা করেন আমজাদ খান চৌধুরী। প্রাণ আরএফএল গ্রুপে রয়েছে অনেক কর্মী দেশের এই প্রতিষ্ঠত বৃহৎ খাদ্য সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠানে অনেক বেকারদের কর্মসংস্থান হয়েছে। চলতি বছরের শেষে নতুন বছরের জনবল নিয়োগের লক্ষ্যে প্রাণ-আরএফএল গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশ করেছে।

প্রাণ আরএফএল গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

প্রাণ-আরএফএল গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ : আরএফএল গ্রুপ ‘ম্যানেজমেন্ট ট্র্রেইনি অফিসার’ পদে শুধু নারী চাকরিপ্রত্যাশীদের নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অবশ্যই ‘স্কুটি’ চালানোর দক্ষতা থাকতে হবে। Management Trainee Officer ‘পদের জন্য অনলাইনে আবেদন করতে হবে।

প্রাণ আরএফএল গ্রুপে নিয়োগ ২০২২

পদের নাম: ম্যানেজমেন্ট ট্র্রেইনি অফিসার (Management Trainee Officer)
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষা যোগ্যতা: মার্কেটিং, ম্যানেজমেন্ট, অর্থনীতি বিষয়ে বিবিএ বা এমবিএ।
দক্ষতা: ভালো Communication skills এবং চাপের মধ্যেও কাজ করার মানসিকতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে।

PRAN-RFL Group Job Circular 2022

বেতন: Pran-Rfl Group Salary মাসিক ২৫,০০০ টাকা। এ ছাড়া রয়েছে মুঠোফিন বিল, ভ্রমণ ভাতা ও উৎসব বোনাস।
যেভাবে আবেদন: প্রাণ আরএফএল গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তিে আগ্রহী প্রার্থীদের অনলাইনে এই লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন।

Pran-Rfl Group Career আবেদনের শেষ সময়: ৫ জানুয়ারি ২০২২।

৪ পদে চাকরি দিবে বরিশাল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | JUST Job Circular 2022

Source bdjobs
4 Comments
  1. […] By সেরা জবস On জানু ২১, ২০২২ 0 0 Share Pran RFL Group Job Circular 2022  : RFL Group -এ মাসিক ২০,০০০ টাকা বেতনে ” শোরুম ম্যানেজার / ইনচার্জ ” নিয়োগ দিবে। তবে আরএফএল গ্রুপে চাকরির বিজ্ঞপ্তি ২০২২ -এ আবেদন করতে আপনার শিক্ষা যোগ্যতার পাশাপাশি উক্ত পদে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে । এই পোষ্টে আরএফএল গ্রুপে চাকরির বিজ্ঞপ্তি ২০২২  প্রয়োজনীয় তথ্য উপস্থাপন করা হয়েছে । আগ্রহীরা বিডিজবসের মাধ্যমে আবেদন করতে পারবেন । প্রাণ আরএফএল গ্রুপে নিয়োগ ২০২২ | Pran-Rfl Gr… […]

  2. […] আরএফএল গ্রুপে চাকরি থেকে আরও : প্রাণ আরএফএল গ্রুপে নিয়োগ ২০২২ | Pran-Rfl Gr… […]

  3. […] প্রাণ আরএফএল গ্রুপে আরও চাকরি: প্রাণ আরএফএল গ্রুপে নিয়োগ ২০২২ | Pran-Rfl Gr… […]

Leave A Reply

Your email address will not be published.