বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে একাধিক পদে চাকরির সুযোগ
Bangladesh University of Engineering and Technology (BUET)
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমােদিত Institutional Quality Assurance Cell (QAC) কর্তৃক বাস্তাবায়নাধীন “Implementation of Outcome Based Education (OBE) Curriculum and External Accreditation of Undergraduate Program of BUET” শীর্ষক প্রকল্পে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে এক বছরের জন্য নিম্নবর্ণিত জনবল নিয়ােগ করা হবে।
নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ থেকে: পেট্রোলিয়াম কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | BPC Job Circular 2022
আবেদনের ঠিকানা: প্রার্থীকে সাদা কাগজে নাম, পিতার নাম, মাতার নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, শিক্ষাগত যােগ্যতা, অভিজ্ঞতা, জাতীয়তা, জন্ম তারিখ, NID-এর কপি, সদ্য তােলা পাসপাের্ট সাইজের ২ কপি ছবি, মােবাইল নম্বর, ইত্যাদি উল্লেখ পূর্বক সকল প্রকার সনদের সত্যায়িত কপি এবং নিজ ঠিকানা সম্বলিত ফেরত খামসহ পদের নাম উল্লেখপূর্বক প্রতি পদের জন্য আলাদা আলাদাভাবে আবেদনপত্র রেজিস্ট্রার, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা বরাবর পৌছাতে হবে।
[wp-embedder-pack width=”100%” height=”400px” download=”all” download-text=”” attachment_id=”10361″ /]
নিয়ােগ পরীক্ষায়/সাক্ষাৎকারে উপস্থিত হওয়ার জন্য কোন প্রকার যাতায়াত বা দৈনিক ভাতা প্রদান করা হবে না। কর্তৃপক্ষ কোন কারণ ব্যতিরেকে এই নিয়ােগ প্রক্রিয়া গ্রহণ/বাতিল/পদ সংখ্যা হ্রাস-বৃদ্ধির ক্ষমতা সংরক্ষণ করেন।
নিয়ােগ প্রক্রিয়ায় কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।চাকরিরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনপত্র জমাদানের শেষ তারিখ: ০৭ ফেব্রুয়ারি ২০২২।
নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ থেকে: পানি সম্পদ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | MOWR Job Circular 2022