পিটিআই ইনস্ট্রাক্টর পদের ফল : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) সাধারণ ইনস্ট্রাক্টর পদের নিয়োগ পরীক্ষা ফল প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ১৩২ জন।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৩২ প্রার্থীকে সাময়িকভাবে নিয়োগের জন্য সুপারিশ করেছে কমিশন।
প্রার্থীর সব সনদ, ডকুমেন্টস ও কাগজপত্রের সত্যতা যাচাই করে নিয়োগকারী কর্তৃপক্ষ চূড়ান্ত নিয়োগ প্রদান করবে।
২০১৮ সালের সেপ্টেম্বরে সাধারণ ইনস্ট্রাক্টর নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিলো । এরপর ২০১৯ সালের ফেব্রুয়ারিতে বাছাই পরীক্ষা এবং জুন মাসে লিখিত পরীক্ষা নেওয়া হয়।
সাধারণ ইনস্ট্রাক্টর পদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্য থেকে ৪৫৬ জনকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করে ২০১৯ সালের ডিসেম্বরে ফলাফল প্রকাশ করা হয়।
সাধারণ ইনস্ট্রাক্টর পদের লিখিত পরীক্ষা নেওয়া হলেও এ-সংক্রান্ত রিট মামলার নিষ্পত্তি না হওয়ায় মৌখিক পরীক্ষায় বিলম্ব হয়।
এবিষয়ে নিয়ে প্রথম আলোতে ‘পাঁচ বছর আটকে নিয়োগপ্রক্রিয়া’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের তিন বছর পর মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশ করে পিএসসি।
পিটিআই ইনস্ট্রাক্টর পদে সাময়িকভাবে মনোনয়ন পাওয়া প্রার্থীদের রোল নম্বর জানা যাবে এই লিংকের মাধ্যমে ।