বাংলাদেশ নৌবাহিনী সরাসরি কমিশন্ড অফিসার পদে ২০২৩এ ডিইও ব্যাচের প্রার্থীগণের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ গত ১০ জুন ২০২২ বিএন কলেজ ঢাকা কেন্দ্রে অনুষ্ঠিত বর্ণিত ব্যাচের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণের রােল নম্বর নৌবাহিনীর এই ওয়েবসাইটে প্রবেশ করে যানা যাবে।
কমিশন্ড অফিসার পদে ২০২৩ এ ডিইও ব্যাচের লিখিত পরীক্ষার ফল
Inter Service Selection Board (ISSB) কর্তৃক User ID এবং Password প্রত্যেক প্রার্থীর মােবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে প্রেরণ করা হবে।
ISSB হতে এসএমএস পাওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে http://issb-bd.org/lcandidatelogin এ login করে Online-এ Bio-data পূরণ করতে হবে। পরবর্তীতে একজন প্রার্থী ISSB কর্তৃক পরীক্ষা ও সাক্ষাৎকারের জন্য নির্ধারিত তারিখসহ Call-up letter পাবে।
আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদের ওয়েবসাইট www.issb-bd.org হতে প্রার্থীগণের আইএসএসবি পরীক্ষার তারিখ জানা যাবে এবং কল-আপ লেটার ডাউনলােড করে ISSB তে নির্ধারিত তারিখ ও সময়ে হাজির হতে হবে। IssB সংক্রান্ত যে কোন তথ্য ISSB ওয়েব সাইট হতে পাওয়া যাবে।
নৌবাহিনীর কমিশন্ড অফিসার নিয়োগ ২০২২
কমিশন্ড অফিসার পদে ২০২৩এ ডিইও ব্যাচের লিখিত পরীক্ষার ফলাফল www.joinnavy.navy.mil.bd এবং www.navy.mil.bd বাংলাদেশ নৌবাহিনীর ওয়েবসাইটেও পাওয়া যাবে।