The news is by your side.

নেপচুন ল্যাবরেটরীজ লিঃ এ নিয়োগ ২০২২। Neptune Laboratories Job Circular 2022

দ্রুত সম্প্রসারণশীল আন্তর্জাতিক মানের জিএমপি সার্টিফাইড ন্যাচারাল ঔষধ প্রস্ততকারক প্রতিষ্ঠান নেপচুন ল্যাবরেটরীজ লিঃ এর সমগ্র দেশব্যাপী বিপণন কার্যক্রমকে আরাে গতিশীল ও তুরান্বিত করার লক্ষ্যে নিম্নোক্ত পদে উদ্যমী, আত্মপ্রত্যয়ী ও পরিশ্রমী প্রার্থীদের আকর্ষণীয় বেতন ভাতাদি প্রদানের ভিত্তিতে দরখাস্ত আহবান করা হচ্ছে।

পদ ও মেডিকেল প্রতিনিধি যােগ্যতা : এইচএসসি/সমমান (যে কোন বিভাগ)। (এইচএসসি/সমমান পাশকত প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি/সমমান সার্টিফিকেট অনুযায়ী বয়স ন্যূনতম ২৪ বছর হতে হবে। অধ্যায়নরত ছাত্রদের আবেদন গ্রহণযােগ্য নয়।)। ও প্রার্থীকে বাংলাদেশের যে কোন জায়গায় কাজ করার মানসিকতা থাকতে হবে।

নেপচুন ল্যাবরেটরীজ লিঃ এ নিয়োগ ২০২২। Neptune Laboratories Job Circular 2022

* প্রার্থীকে স্মার্ট ও পরিশ্রমী হতে হবে। ও সাবলীলভাবে ইংরেজী পড়ার দক্ষতা থাকতে হবে।

বয়স : সর্বোচ্চ ৩০ বছর।

পদ ও মেডিকেল প্রমােশন অফিসার
যােগ্যতাঃ স্নাতক/পাস/সমমান (যে কোন বিভাগ)।প্রার্থীকে বাংলাদেশের যে কোন জায়গায় কাজ করার মানসিকতা থাকতে হবে।

* বয়স ঃ সর্বোচ্চ ৩০ বছর।

সুবিধা সমূহ ঃ
* ইনসেনটিভ এচিভমেন্ট পলিসি। ও বাৎসরিক বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনকারীদের বিদেশ ভ্রমনের সুযােগ।
* ভাল পারফরমারদের পদোন্নতির সুযােগ ও আনুসঙ্গিক সুবিধা কোম্পানীর নিয়মানুযায়ী।

নেপচুন ল্যাবরেটরীজ লিঃ এ নিয়োগ ২০২২। Neptune Laboratories Job Circular 2022

আগ্রহী প্রার্থীদের ব্যবস্থাপনা পরিচালক বরাবর স্ব-হস্তে লিখিত আবেদনপত্র, পূর্ণ জীবন-বৃত্তান্ত, সদ্য তােলা তিন কপি ছবি, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত গ্রহী প্রার্থীদের ব্যবস্থাপনা পরিচালক বরাবর স্ব-হস্তে লিখিত আবেদনপত্র, পূর্ণ জীবন-বৃত্তান্ত, সদ্য তােলা তিন কপি ছবি, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যােগ্যতার সনদসহ (মূল ও ফটোকপি) মেডিকেল প্রতিনিধি ও মেডিকেল প্রমােশন অফিসারগণ আগামী ২৬/০২/২০১২ইং থেকে ০৩/০৩/২০১২ইং তারিখের মধ্যে সকাল ৯টা হতে বিকাল ৫টা পর্যন্ত নিম্নলিখিত ঠিকানায় সরাসরি মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে।

See also  বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

ঢাকা ও ২৫, ব্লক-ডি, লালমাটিয়া (খেলার মাঠ সংলগ্ন), মােহাম্মদপুর, ঢাকা-১২০৭। মােবাঃ ০১৯৩৮৮৮৫২৮৮

গাজীপুর ও লুসা ভিলা, হাউজ নং- ৬৩৪, মেডিপ্যাথ হাসপাতালের পার্শ্বে), গ্রেট ওয়াট সিটি নলজানী, চান্দনা চৌরাস্তা, গাজীপুর। মােবা: ০১৯৩৮৮৮৫০১৭

ময়মনসিংহ ঃ ৫/বি, আর কে মিশন রোড, ময়মনসিংহ। মােবা: ০১৯৩৮৮৮৫০৬৫

সিলেট ও সুফিয়া ম্যানশন (নীচ তলা), তালতলা সিলেট। মােবাঃ ০১৭৬০৫৯৪৫৪২

কুমিল্লা ও মনােয়ারা মঞ্জিল,হােল্ডিং নং-২১১/৬, পশ্চিম বাগিচাগাঁও, নীলয় সােসাইটি, স্টেশন রােড, কুমিল্লা। মােবা: ০১৯৩৮৮৮৫২৭০

নেপচুন ল্যাবরেটরীজ লিঃ এ নিয়োগ ২০২২। Neptune Laboratories Job Circular 2022

বগুড়া ও নীলয় ভিলা (নীচ তলা), বনবিভাগ সংলগ্ন, গােহাইল রােড, কৈগাড়ী, বগুড়া। মােবা: ০১৯৩৮৮৮৫১৭২

রাজশাহী ও ২২৩/৩, পদ্মা আ/এ, (নীচ তলা), বােয়ালীয়া, রাজশাহী। মোবা: ০১৯৩৮৮৮৫৩৩০

রংপুর ও স্টেশন রােড, শাপলা চত্তর, রংপুর। মােবা: ০১৫১৮৯৫৪৯২৯

দিনাজপুর ঃ গণেশ তলা পেট্রোল পাম্প সংলগ্ন, দিনাজপুর। মােবা: ০১৯৩৮৮৮৫৩৩৫

খুলনা পাওয়ার হাউজ মােড়ের পূর্ব পার্শ্বে, সিটি কর্পোরেশন মার্কেটের ২য় তলা, খুলনা। মােবা: ০১৯৩৮৮৮৫০৭০

নির্বাচিত প্রার্থীদের ঢাকায় চার সপ্তাহ প্রশিক্ষণে অংশ গ্রহণ করতে হবে এবং প্রশিক্ষণ চলাকালীন সময়ে থাকা ও খাওয়ার সম্পূর্ণ ব্যয় কোম্পানী বহন করবে।

(বিঃ দ্রঃ কোন প্রকার আর্থিক জামানত নেওয়া হয় না।)

নেপচুন ল্যাবরেটরীজ লিঃ
প্রধান কার্যালয় ও নেপচুন হাব: ২/৫, ব্লক- ডি, লালমাটিয়া (খেলার মাঠ সংলগ্ন),
মােহাম্মদপুর, ঢাকা – ১২০৭।
Website: www.neptune.com.bd