The news is by your side.

নিরাপত্তাকর্মী পদে চাকরি দিবে, আড়ং

আড়ং নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | সিকিউরিটি গার্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

সিকিউরিটি গার্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ : আড়ং নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রতিদিনের গেইট পাশ , চালান চেক করা ও রেজিষ্টারে লিপিবদ্ধ করা সহ ব্যক্তি ও বস্তুর জন্য প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ ও আদান প্রদান নিশ্চিত করতে নিরাপত্তাকর্মী পদে চাকরি দিবে, আড়ং। আড়ংয়ের প্রকাশিত সিকিউরিটি গার্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ – এর বিস্তারিত নিয়োগ তথ্য দেখে আবেদন করুন আজই ।

আড়ং নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | সিকিউরিটি গার্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

প্রতিষ্ঠানের নাম: আড়ং
পদের নাম: নিরাপত্তাকর্মী/সিকিউরিটি গার্ড
পদের সংখ্যা: নির্দিষ্ট না

চাকরির দায়িত্বসমূহ
  • প্রতিদিনের গেইট পাশ , চালান চেক করা ও রেজিষ্টারে লিপিবদ্ধ করা সহ ব্যক্তি ও বস্তুর জন্য প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ ও আদান প্রদান নিশ্চিত করা।
  • আড়ং সেন্টারে কর্মরত এবং বহিরাগতদের পরিচয় নিশ্চিত করে প্রবেশের অনুমতি দেয়া।
  • আড়ং সেন্টারের চারপাশে পর্যবেক্ষনের জন্য পরিদর্শন করা এবং সীমানা প্রাচীর গভীরভাবে লক্ষ্য রাখা ।
  • যানবাহন রাখার স্থান পর্যবেক্ষন করা এবং পার্কিং স্থান পরিদর্শন সহ পার্কিং ডিউটি পালন করা।
  • প্রবেশ গেইটে প্রডিউসারদের সিরিয়াল চেক করা এবং সেই অনুযায়ী তাদেরকে সিরিয়াল দেওয়া।
  • জরুরী বর্হিগমন দরজা, সিড়ি চেক করা, কোন অস্বাভাবিক এবং সন্দেহজনক চলাফেরা পরিলক্ষিত হলে সাথে সাথে ডিউটি অফিসারকে জানানো ।
  • রাত্রিকালীন ডিউটিতে সীমানা প্রাচীর , সকল পোষ্টে অতিরিক্ত সতর্কতার সাথে ডিউটি নিশ্চিত করা।
  • দিনে এবং রাতে সিফটিং ডিউটি কার্যকর করা।

আড়ং জব সার্কুলার ২০২২

আবেদন যোগ্যতা: অষ্টম শ্রেণী/ এস.এস সি আনসার/ ভিডিপি ট্রেনিং প্রাপ্তদের অগ্রাধিকার দেয়া হবে ।
অভিজ্ঞতা/দক্ষতা: সংশ্লিষ্ট  ক্ষেত্রে ০২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে ।
চাকরির ধরন: ফুল টাইম

প্রার্থীর বয়স: সর্বোচ্চ /নির্ধারিত নয়
প্রার্থীর ধরন: নারী/পুরুষ
কর্মস্থল : ঢাকা

বেতন: আড়ং বেতন ক্রম অনুযায়ী ।
সুযোগ সুবিধা : প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, ফেস্টিভেল বোনাস, স্বাস্থ্য বীমা ইত্যাদি ।

See also  How to Make a Successful Career in Banking?

career.aarong@brac.net

আবেদন পদ্ধতি: আড়ং নিয়োগ বিজ্ঞপ্তিতে  আবেদনে আগ্রহী ও যোগ্য চাকরিপ্রত্যাশীদের এই ওয়েবলিংকে প্রবেশ করে পূর্ণাঙ্গ আড়ং নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ ভালো ভাবে জেনে Apply বাটনে ক্লিক করে সঠিক নিয়মে আবেদন করতে হবে । অথবা এর career.aarong@brac.net মাধ্যমে সিভি পাঠাতে পারবেন । Follow Google News to get latest job news

APPLY BUTTON

আবেদনের শেষ তারিখ:  ৩১ অক্টোবর ২০২২ তারিখ ।

চাকরির খবর ২০২২ | নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২বিকাশে প্রোডাক্ট ম্যানেজার পদে চাকরি