তায়রুননেছা মেমােরিয়াল মেডিকেল কলেজ নিয়োগ ২০২২ | Medical College Job Circular 2022
তায়রুননেছা মেমােরিয়াল মেডিকেল কলেজ নিয়োগ ২০২২ : তায়রুননেছা মেমােরিয়াল মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে তায়রুননেছা মেমােরিয়াল মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে নিম্নবর্ণিত পদে নিয়ােগের নিমিত্তে শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন, বিএমএন্ডডিসি এবং পাবলিক সার্ভিস কমিশনের নীতিমালা অনুযায়ী বাংলাদেশী যােগ্য প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট নিয়োগ ২০২২ | সিনিয়র স্টাফ নার্স নিয়োগ বিজ্ঞপ্তি 2022
তায়রুননেছা মেমােরিয়াল মেডিকেল কলেজ নিয়োগ ২০২২
পদের নাম: অধ্যাপক
বিভাগসমূহ: অর্থোপেডিক সার্জারী
পদের নাম: সহযােগী অধ্যাপক
বিভাগসমূহ: এনাটমী, ফিজিওলজী, বায়ােকেমিস্ট্রি, প্যাথলজী, মাইক্রোবায়ােলজী, ফার্মাকোলজী, ফরেনসিক মেডিসিন, সার্জারী, ডার্মাটোলজী ও ভেনারােলজী, গাইনী এন্ড অবস, ই.এন.টি, এ্যানেস্থেসিওলজী।
পদের নাম: সহকারী অধ্যাপক
বিভাগসমূহ: ফিজিওলজী, প্যাথলজী, মাইক্রোবায়ােলজী, ফরেনসিক মেডিসিন, কমিউনিটি মেডিসিন, পেডিয়াটিক্স, রেডিওলজী এন্ড ইমেজিং, সাইকিয়াট্রিক, অর্থোপেডিক সার্জারী, কার্ডিওলজী, নিউরােলজী, এ্যানেস্থেসিওলজী।
বোয়েসেল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | কুয়েতে নার্স নিয়ােগ ২০২২
তায়রুননেছা মেমােরিয়াল মেডিকেল কলেজ নিয়োগ 2022
আগ্রহী প্রার্থীগণকে শিক্ষাগত যােগ্যতা, বিএমএন্ডডিস রেজিঃ, জাতীয় পরিচয়পত্র ও অভিজ্ঞতার সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি, কপি পাসপাের্ট সাইজের ছবি, পূর্ণ জীবন বৃত্তান্ত ও আবেদনপত্র সহ আগামী ১৩ জানুয়ারী, ২০২২ইং তারিখের মধ্যে নিম্ন স্বাক্ষরকারীর বরাবরে সরাসরি/ডাকযােগ প্রেরণ করতে অনুরােধ করা হয়েছে ।
Medical College Job Circular 2022
শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাতকারের জন্য ডাকা হবে এবং কর্তৃপক্ষের সিদ্ধান্তই চুড়ান্ত বলে গণ্য হবে। আবেদন পত্রের খামের উপর পদের নাম অবশ্যই উল্লেখ থাকতে হবে এবং অসম্পূর্ণ আবেদন পত্র গ্রহণ করা হবে না ৪। অবসর প্রাপ্ত অধ্যাপক ও সহযােগী অধ্যাপক, সহকারী অধ্যাপকগণও আবেদন করতে পারবেন।
চাকুরীরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। তায়রুননেছা মেমােরিয়াল মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল কর্তৃপক্ষ বিজ্ঞপ্তির যে কোন শর্ত বাতিল বা শিথিল করার ক্ষমতা রাখেন।