The news is by your side.

বাংলাদেশ তাঁত বোর্ডের মৌখিক পরীক্ষা শুরু রোববার

bangladesh handloom board exam

বাংলাদেশ তাঁত বোর্ডের মৌখিক পরীক্ষা : বাংলাদেশ টেক্সটাইল বোর্ডের রাজস্ব খাতের অধীনে একটি ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং তিনটি ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণ উপকেন্দ্রের ৫টি ক্যাটাগরির ২৫টি অস্থায়ী শূন্য পদের মৌখিক পরীক্ষা আগামী রোববার থেকে শুরু হবে। বাংলাদেশ তাঁত বোর্ডের এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ তাঁত বোর্ডের মৌখিক পরীক্ষা সংক্রান্ত এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ তাঁত বোর্ডের মৌখিক পরীক্ষা

৫টি ক্যাটাগরির ২৫টি অস্থায়ী শূন্য পদের মৌখিক পরীক্ষা  আগামী রোববার থেকে শুরু হবে –

  • হিসাব সহকারী (গ্রেড-১৩),
  • টেকনিশিয়ান (গ্রেড-১৪),
  • মাস্টার ডায়ার (গ্রেড-১৫),
  • দক্ষ তাঁতি (গ্রেড-১৬)
  • ক্রাফটসম্যান (গ্রেড-১৬)।
See also  বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনে একাধিক পদে চাকরির সুযোগ
Source prothomalo http://www.bhb.gov.bd/