গণযোগাযোগ অধিদপ্তর নিয়োগ ২০২২ : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অন্যান্য মন্ত্রণালয়ের মতো একটি হলো তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় । বাংলাদেশ সরকারের অন্যতম এই সংস্থাটি দেশের তথ্যসম্পদ উন্নয়ন, তথ্যের নিরাপদ সঞ্চালন, তথ্য সংরক্ষণ, তথ্য অধিকার সংরক্ষণ, অবাধ তথ্য প্রবাহ নিশ্চিতকরণসহ তথ্যসংশ্লিষ্ট বিবিধ আইন, বিধি-বিধান, প্রবিধান প্রণয়ন এবং বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে থাকে। সারা বছরই সরকারের এই মন্ত্রনালয় বিভিন্ন পদে জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে। সম্প্রতি গণযােগাযােগ অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত গ্রেড-১৩ থেকে গ্রেড-২০ পর্যন্ত (৩য় ও ৪র্থ শ্রেণি) নিম্নোক্ত স্থায়ী পদে অস্থায়ীভিত্তিতে সরাসরি জনবল নিয়ােগের নিমিত্ত নিম্নের বর্ণনানুযায়ী শুধু বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান জানিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2022 প্রকাশ করেছে ।
গণযোগাযোগ অধিদপ্তর নিয়োগ ২০২২
সম্প্রতি গণযোগাযোগ অধিদপ্তর নিয়োগ ২০২২ প্রকাশ করেছে । নতুন প্রকাশিত নিয়োগের পদগুলোয় বাংলাদেশের স্থায়ী নাগরিকগণ আবেদন করতে পারবেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নিয়োগ
গণযোগাযোগ অধিদপ্তর নিয়োগ ২০২২ চাকরির সংক্ষিপ্ত তথ্য | |
সংস্থার নাম | গণযোগাযোগ অধিদপ্তর নিয়োগ ২০২২ |
চাকরির ধরন | Government Job |
পদসংখ্যা | ১৬ পদে ৩৯৭ জন |
যোগ্যতা | নিয়োগ চিত্রে দেখুন |
আবেদন শুরু | ০১ আগস্ট ২০২২ |
আবেদনের সময়সীমা | ২৫ আগস্ট ২০২২ |
আবেদনের মাধ্যম | http://mcd.teletalk.com.bd/ |
গণযোগাযোগ অধিদপ্তর নিয়োগ ২০২২-গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
গণযোগাযোগ অধিদপ্তর নিয়োগ ২০২২ পদভেদে ,আবেদনযোগ্যতা ভিন্ন ভিন্ন । নিয়োগ বিষয়ক বিস্তারিত জানা যাবে অফিসিয়াল এই নিয়োগ চিত্রে
[wp-embedder-pack width=”100%” height=”400px” download=”all” download-text=”” attachment_id=”23127″ /]
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নিয়োগ 2022
বয়সসীমা: সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ০১/০৭/২০২২ তারিখে বয়স ১৮ থেকে ৩০ বছর। বীর মুক্তিযােদ্ধা/শহীদ বীর মুক্তিযােদ্ধাদের পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮-৩২ বছর। তবে বীর। মুক্তিযােদ্ধা/শহীদ বীর মুক্তিযােদ্ধাদের পুত্র-কন্যাদের পুত্র-কন্যার ক্ষেত্রে বয়সসীমা ৩০ বছর পর্যন্ত। | শুধু বাংলাদেশের স্থায়ী নাগরিকগণ আবেদন করতে পারবেন।
গণযোগাযোগ অধিদপ্তর নিয়োগ 2022
প্রবেশপত্র: প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://mcd.teletalk.com.bd অথবা গণযােগাযােগ অধিদপ্তরের ওয়েবসাইটে http:/masscommunication.gov.bd এ এবং প্রার্থীর মােবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধু যােগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানাে হবে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নিয়োগ 2022
আবেদন যেভাবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ http://mcd.teletalk.com.bd/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করবেন। আবেদন করতে কোনাে সমস্যা হলে ১২১ নম্বরে অথবা vas.query@teletalk.com.bd ইমেইল যােগাযােগ করা যাবে।
BD Govt Job Circular 2022 – Recent All Government Jobs
আবেদনের সময়সীমা:
আবেদনশুরুর তারিখ ও সময় ০১ আগষ্ট , ২০২২; সকাল ১০.০০টা।
আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ২৫ আগষ্ট ২০২২; বিকাল ৫.০০টা।