ড্রাইভার নিয়োগ ২০২২ : ড্রাইভার পদে চাকরি দিবে Lub-rref (Bangladesh) Ltd । যদি আপনি ড্রাইভার পদে চাকরি প্রত্যাশী হন এবং ড্রাইভার চাকরির সংশ্লিষ্ট যোগ্যতা ও অভিজ্ঞতা আপনার থাকে তবে আজই আবেদনের প্রস্তুতি নিন ।
প্রতিষ্ঠানের নাম: Lub-rref (Bangladesh) Ltd
পদের নাম: ড্রাইভার
পদের সংখ্যা: ০২ জন
ড্রাইভার চাকরির কাজের দায়িত্ব
- প্রতিদিন যাত্রার পূর্বে অব্যশই গাড়ির তেল, মবিল, গ্যাস চেক ও পানি/কুলেস্ট নিশ্চিত করতে হবে।
- ড্রাইভিং লাইসেন্স, রোড পারমিট, ফিটনেস সার্টিফিকেট, ইন্সুরেন্সসহ অন্যান্য প্রয়োজনীয় সকল ডকুমেন্টস নিয়মিত পর্যবেক্ষন করা।
- কোন ডকুমেন্টস এর মেয়াদ শেষ হওয়ার নুন্যতম ১ মাস আগে সংশ্লিষ্ট বিভাগকে অবহিত করা।
- গাড়িতে লগবুক নিয়মিত ব্যবহার করতে হবে। প্রতি ৫০০০ কিঃমিঃ চলার পর গাড়ি সার্ভিসিং করার জন্য সংশ্লিষ্ট বিভাগকে অবহিত করতে হবে।
- পার্কিং অবস্থায় কোন কর্মকর্তা গাড়িতে ওঠার সময় গাড়ির দরজা খুলে দিতে হবে।
- লগ বুকে অবশ্যই প্রতিদিন মোট ব্যবহৃত কিঃমিঃ, গ্যাস ও টাকার পরিমান উল্লেখ করতে হবে।
শিক্ষাগত যোগ্যতা: SSC, HSC
অভিজ্ঞতা/দক্ষতা: চাকূরীর প্রার্থীকে অবশ্যই অটো এবং ম্যানুয়াল গাড়ি চালনায় বিশেষ পারদর্শী হতে হবে। গাড়ি চালনার পাশাপাশি গাড়ির রক্ষনাবেক্ষন কাজেও পারদর্শী হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ০৫ থেকে ০৮ বছর।
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর বয়স: ৩০ থেকে ৪৫ বছর ।
কর্মস্থল : Chattogram
বেতন: আলোচনা সাপেক্ষে ।
আবেদন পদ্ধতি: নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনে আগ্রহী ও যোগ্য চাকরিপ্রত্যাশীদের এই ওয়েবলিংকে প্রবেশ করে পূর্ণাঙ্গ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ ভালো ভাবে জেনে Apply বাটনে ক্লিক করে সঠিক নিয়মে আবেদন করতে হবে । Follow Google News to get latest job news ।
আবেদনের শেষ তারিখ: ২৪ অক্টোবর ২০২২ তারিখ ।