টিসিবির লিখিত পরীক্ষার সময়সূচি: ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ০৭ পদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে । ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ এক বিজ্ঞপ্তির মাধ্যমে লিখিত পরীক্ষার সময়সূচি জানিয়েছে।
টিসিবির লিখিত পরীক্ষার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সহকারী কার্যনির্বাহী, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, জেটি সুপারভাইজার, সংরক্ষণ ও বিক্রয় সহকারী এবং নিরাপত্তা পরিদর্শক পদের লিখিত পরীক্ষা আগামী ৯ এপ্রিল অুনষ্ঠিত হবে।
রাজধানী টিকাটুলীর সেন্ট্রাল উইমেন্স কলেজে ওই দিন বেলা আড়াইটায় এসব পদের লিখিত পরীক্ষা শুরু হবে। এসব পদে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩ হাজার ২৬৯ জন।
আবেদনকারী প্রার্থীরা এই ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। প্রবেশপত্রের রঙিন কপি প্রিন্ট করে পরীক্ষাকেন্দ্রে নিয়ে আসতে হবে।