The news is by your side.

জুনিয়র কমিশন্ড অফিসার পদে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি

How to Get the Perfect Join Bangladesh Army Job: Tips That Will Land You the Gig of Your Dreams

সেনাবাহিনী নিয়োগ ২০২২ সার্কুলার : জুনিয়র কমিশন্ড অফিসার নিয়োগ ২০২২ বাংলাদেশ সেনাবাহিনীতে সেনাশিক্ষা কোর (Army Education Corps-AEC) এ জুনিয়র কমিশন্ড অফিসার (ওয়ারেন্ট অফিসার) হিসেবে সরাসরি নিয়ােগ করা হবে। এ লক্ষ্যে যােগ্য এবং আগ্রহী বাংলাদেশী পুরুষ নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান জানিয়ে বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ ২০২২ সার্কুলার প্রকাশ করেছে । জুনিয়র কমিশন্ড অফিসার হিসেবে আগ্রহী প্রার্থীদেরকে অবশ্যই সেনাবাহিনী নিয়োগ ২০২২ সার্কুলার -এর শর্তাবলী পূরণ করতে হবে।

সেনাবাহিনী নিয়োগ ২০২২ সার্কুলার

পদের নাম: জুনিয়র কমিশন্ড অফিসার (ওয়ারেন্ট অফিসার)

শিক্ষাগত যােগ্যতা
  • বিএ/বিএসসি/বিকম/স্নাতক/সমমান (শিক্ষা প্রশিক্ষণে ডিগ্রী/ডিপ্লোমা এবং শিক্ষকতার অভিজ্ঞতা অতিরিক্ত যােগ্যতা বলে বিবেচিত হবে)। স্নাতক/সমমান পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ-২.০০ (৪ এর মধ্যে) এবং এসএসসি ও এইচএসসি অথবা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৩.০০ (৫ এর মধ্যে)।

জুনিয়র কমিশন্ড অফিসার নিয়োগ ২০২২

বয়সসীমা
  • ১২ মার্চ ২০২৩ তারিখে সর্বনিম্ন ২০ বৎসর এবং সর্বোচ্চ ২৮ বৎসর। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযােগ্য নয়।
শারীরিক যােগ্যতা
  • উচ্চতা – ১.৬৮ মিটার ন্যূনতম ৫-৬ ইঞ্চি । ওজন – ৪৯.৯০ কেজি (১১০ পাউন্ড), বুক স্বাভাবিক= ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি) | স্ফীত- ০.৮১ মিটার (৩২ ইঞ্চি)।
বৈবাহিক অবস্থা
  • অবিবাহিত (বিপত্নীক/বিবাহ বিচ্ছেদকারী নয়)।
স্বাস্থ্য পরীক্ষা ও সাতার
  • স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য। সেই সাথে সাতার জানা অত্যাবশ্যক (ন্যূনতম ৫০ মিটার)।

প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে আগামী ০২ ডিসেম্বর ২০২২ (শুক্রবার) সকাল ০৯০০ ঘটিকায় বাংলা, ইংরেজী, গণিত এবং সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষার জন্য “শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা সেনানিবাসে” উপস্থিত হতে হবে।

See also  মেঘনা গ্রুপে চাকরি- আবেদন অনলাইনে

জুনিয়র কমিশন্ড অফিসার নিয়োগ পদ্ধতি

লিখিত পরীক্ষার জন্য প্রার্থীগণকে প্রয়ােজনীয় কলম, পেন্সিল, ক্যালকুলেটর, জ্যামিতি বক্স ইত্যাদি সঙ্গে আনতে হবে। প্রার্থীগণকে পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট পূর্বে (সকাল ০৮৩০ ঘটিকা) অবশ্যই পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে।

Army Education Corps-AEC

How to Get the Perfect Join Bangladesh Army Job: Tips That Will Land You the Gig of Your Dreams

Army Education Corps-AEC

আবেদন ফি

INSTRUCTION এ বর্ণিত পদ্ধতি মােতাবেক ১৬২২২ নম্বরে এসএমএস করে আবেদন ফি (৫০০/-) জমা দিতে হবে।

সেনাবাহিনীর চাকরীর সুবিধা

বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা বিনামূল্যে চিকিৎসা ও ভর্তুকি মূল্যে রেশন, বিনামূল্যে আহার, বাসস্থান ও সরকারি পােশাক-পরিচ্ছদ। সেনাবাহিনীতে প্রচলিত বিধান অনুযায়ী নির্ধারিত হবে।

army job circular 2022 pdf download

জুনিয়র কমিশন্ড অফিসার নিয়োগ ২০২২ প্রার্থীগণকে প্রাথমিক নির্বাচনী পরীক্ষার (প্রাথমিক মেডিক্যাল এবং মৌখিক পরীক্ষা) জন্য অনলাইনে পূরণকৃত আবেদনপত্রসহ এলাকা ভিত্তিক স্ব স্ব জেলার পাশে বর্ণিত নির্বাচনী পর্ষদ/এরিয়া সদর দপ্তর সমূহ (সেনানিবাস) এর সামনে উল্লেখিত তারিখে সকাল ৮ ঘটিকার মধ্যে উপস্থিত হতে হবে। বিস্তারিত জানতে অফিসিয়াল https://joinbangladesharmy.army.mil.bd/ ভিজিট করুন ।

www.army.mil.bd application form

অনলাইনের মাধ্যমে আবেদনের নিয়ম: জুনিয়র কমিশন্ড অফিসার নিয়োগ ২০২২ আগ্রহী প্রার্থীদেরকে ওয়েবসাইট http://army.teletalk.com.bd তে (www.army.mil.bd) এ প্রকাশ করা হবে। লিখিত পরীক্ষায় কৃতকার্য প্রার্থীদের মৌখিক এবং চূড়ান্ত ডাক্তারী পরীক্ষা অনুষ্ঠিত হবে। অনলাইনে আবেদনপত্রের ফরম পুরণ করতে হবে। এরপর টেলিটকের প্রি-পেইড মােবাইল হতে ওয়েবসাইটের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের সময় এ ব্যাপারে বিস্তারিত জানিয়ে দেয়া হবে।

www.army.mil.bd jobs circular 2022

জেনে রাখুন: প্রতারণা অথবা আর্থিক লেনদেনের মাধ্যমে সেনাবাহিনীতে ভর্তি হলে। ‘ চাকুরীর যে কোন পর্যায়ে চাকুরী হতে বহিষ্কার করা হবে। পার্সোনেল এ্যাডমিনিস্ট্রেশন পরিদপ্তর, এ্যাডজুটেন্ট জেনারেল শাখা ‘ সেনাবাহিনী সদর দপ্তর, ঢাকা সেনানিবাস।

লিখিত পরীক্ষার ফলাফল আগামী ০১-০৩ জানুয়ারি ২০২৩ (যে কোনদিন) তারিখে বাংলাদেশ সেনাবাহিনীর ওয়েবসাইটে জানিয়ে দেয়া হবে।

See also  সহকারী শিক্ষক নিয়ােগ দেবে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ

বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি

আবেদনের সময়সীমা: অনলাইনে SMS এর মাধ্যমে আবেদন শুরুর তারিখ ২৯ আগস্ট ২০২২ এবং আবেদনের শেষ তারিখ ২৮ সেপ্টেম্বর ২০২২।

চাকরি থেকে আরও: পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ‘সরবরাহ কর্মকর্তা’ পদে চাকরি