জাতীয় বীমা দিবস ২০২৩ : অর্থ মন্ত্রণালয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগ www.fid.gov.bd জাতীয় বীমা দিবস ২০২৩ উপলক্ষে রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে । ক গ্রুপ (বিদ্যালয়/মহাবিদ্যালয় ও সমমান) জাতীয় বীমা দিবস ২০২৩ রচনার বিষয়: ‘জাতির পিতা ও বীমা শিল্প’ খ গ্রুপ (বিশ্ববিদ্যালয় ও সমমান) বিষয়: ‘রূপকল্প ২০৪১ এর সফল বাস্তবায়নে বীমা শিল্পের ভূমিকা ।
জাতীয় বীমা দিবস ২০২৩
উপর্যুক্ত বিষয়ের উপর ক গ্রুপের জন্য ১০০০ এবং খ গ্রুপের জন্য ১৫০০ শব্দের মধ্যে বাংলায় নিজ হস্তে লিখিত রচনা A4 সাইজের কাগজের এক পার্শ্বে লিখতে হবে (উভয় পৃষ্ঠায় নয়)। রচনা জমা দেয়ার সময় প্রত্যেক শিক্ষার্থীর নাম, পিতা- মাতার নাম, জন্ম তারিখ, জন্ম নিবন্ধন/জাতীয় পরিচয় পত্রের কপি, মোবাইল নম্বর এবং শিক্ষা প্রতিষ্ঠানের হালনাগাদ পরিচয়পত্রের অনুলিপি দাখিল করতে হবে।
আগামী ১৫ ফেব্রুয়ারী ২০২৩ খ্রি. বেলা ৩:০০ টার মধ্যে কক্ষ নম্বর ৩১৬, ভবন নম্বর ৭, বাংলাদেশ সচিবালয়, ঢাকা-১০০০ ঠিকানায় রচনা সরাসরি বা ডাকযোগে কিংবা স্ক্যান করে ই-মেইলে ([email protected]) প্রেরণ করতে হবে। খামের উপরে/ই-মেইলের Subject এ গ্রুপ ও রচনার শিরোনাম উল্লেখ করতে হবে। নির্ধারিত সময়ের পর কোনো রচনা গ্রহণ করা হবে না।
রচনা প্রতিযোগীতা ২০২৩
‘ক’ ও ‘খ’ গ্রুপ থেকে আলাদা আলাদাভাবে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারীগণকে যথাক্রমে ৩০,০০০/- ও ২৫,০০০/- টাকা মূল্যমানের প্রাইজবন্ড, সনদ, ক্রেস্ট ও বই প্রদান করা হবে। প্রতিযোগিতার বিষয়ে উপ-কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।