চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাধিক পদে চাকরি
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
চুয়েট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ : চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় সরকারী প্রকৌশল বিশ্ববিদ্যালয়। এটি দক্ষিণ-পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম জেলায় অবস্থিত। সম্প্রতি এই বিশ্ববিদ্যালয়টি ২০২২ সালের একাধিক পদের নিয়োগ সার্কুলার প্রকাশ করেছে। এখান থেকে আপনি চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় নিয়োগ ২০২২ তথ্য ও অফিসিয়াল নিয়োগ চিত্র ডাউনলোড করতে পারবেন।
চুয়েট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২২ : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর নিম্নবর্ণিত স্থায়ী/অস্থায়ী পদসমূহ পূরণের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্তের আহ্বান জানিয়েছে।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পদের নাম, পদ সংখ্যা, বয়সসীমা ও বেতন স্কেলে-এর বিবরন দিচে দেখুন-
সহযােগী অধ্যাপক
ক) সিএসই বিভাগ-১টি
খ) পুরকৌশল বিভাগ-২টি
গ) যন্ত্রকৌশল বিভাগ-১টি
ঘ) ইটিই বিভাগ-১টি পদ।।
বয়সসীমা: ৪৮ বছর
বেতন স্কেলঃ ৫০০০০-৭১২০০/ টাকা
তত্ত্বাবধায়ক প্রকৌশলী-
পদ সংখ্যা: ১টি
বয়সসীমা: ৪৮ বছর
বেতন স্কেলঃ ৫০০০০-৭১২০০/ টাকা
সহকারী অধ্যাপক
ক) যন্ত্রকৌশল বিভাগ-১টি
খ) পানিসম্পদ কৌশল বিভাগ-১টি
গ) রসায়ন বিভাগ-১টি।
ঘ) পুরকৌশল বিভাগ-১টি (সহযােগী অধ্যাপক পদের বিপরীতে)।
বয়সসীমা: ৪০ বছর
বেতন স্কেলঃ ৩৫৫০০-৬৭০১০/ টাকা
চুয়েট নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২২
ক) সহকারী লাইব্রেরীয়ান-১টি
খ) সহকারী কম্পট্রোলার-১টি
গ) সহকারী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন)-১টি
ঘ) সহকারী পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ)-১টি
বয়সসীমা: ৩৫ বছর
বেতন স্কেলঃ ২৯০০০-৬৩৪১০/ টাকা
প্রভাষক
ক) পুরকৌশল বিভাগ-১টি
খ) যন্ত্রকৌশল বিভাগ-১টি
গ) পানিসম্পদ কৌশল বিভাগ-১টি
ঘ) নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগ-১টি
ঙ) মেকাট্রনিক্স এন্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগ-২টি
চ) ইটিই বিভাগ-২টি (১টি স্থায়ী এবং ১টি অধ্যাপক পদের বিপরীতে)।
ছ) রসায়ন বিভাগ-১টি
জ) সিএসই বিভাগ-২টি (১টি স্থায়ী এবং ১টি সহযােগী অধ্যাপক পদের বিপরীতে)।
ঝ) পদার্থ বিজ্ঞান বিভাগ২টি (১টি স্থায়ী এবং ১টি সহকারী অধ্যাপক পদের বিপরীতে)।
ঞ) গবেষণা প্রভাষকঃ Center for Environmental Science and Engineering Research (CESER)-STG 46
বয়সসীমা: ১৮ থেকে ৩২ বছর
বেতন স্কেলঃ ২২০০০-৫৩০৬০/
চুয়েট নিয়ােগ 2022
ক) একাউন্টস অফিসার -২টি
খ) সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার (ICT)-১টি
গ) সহকারী প্রােগ্রামার-১টি
বয়সসীমা: ১৮ থেকে ৩২ বছর
বেতন স্কেলঃ ২২০০০-৫৩০৬০/
ক) ইন্টারনেট সার্ভিস অপারেটর (IICT)-১টি
খ) জুনিয়র একাউন্টস্ অফিসার (কম্পট্রোলার অফিস) ১টি
গ) ক্যামেরাম্যান-১টি পদ।
ঘ) উপ-সহকারী প্রকৌশলী (তড়িৎ)-১টি (ক্যাড অপারেটর পদের বিপরীতে) (প্রকৌশল দপ্তর)।
বয়সসীমা: ১৮-৩২ বছর
বেতন স্কেলঃ ১৬০০০-৩৮৬৪০/
কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ০১টি
টেকনিশিয়ান (যন্ত্রকৌশল বিভাগ)-১টি
কেয়ারটেকার-১টি পদ।
বয়স: ১৮-৩০ বৎসর
বেতন স্কেলঃ ১০,২০০-২৪,৬৮০/
ক) লাইব্রেরী সহকারী-১টি পদ।
খ) ইলেকট্রিশিয়ান -১টি পদ।
বয়স: ১৮-৩০ বৎসর
বেতন স্কেলঃ ৯৩০০-২২৪৯০/
ক) অপারেটর (পাম্প)-১টি পদ।
খ) অপারেটর (জেনারেটর)-১টি পদ।
বয়স: ১৮-৩০ বৎসর
বেতন স্কেলঃ ৯,০০০-২১,৮০০/
বুক সর্টার-১টি পদ।।
বয়স: ১৮-৩০ বৎসর
বেতন স্কেলঃ ৮৮০০-২১৩১০/
লাইব্রেরী এটেনডেন্ট-কাম গেটম্যান-১টি পদ।
বয়স: ১৮-৩০ বৎসর
বেতন স্কেলঃ ৮৫০০-২০৫৭০/
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম নিয়ােগ বিজ্ঞপ্তি 2022
ক) খাদেম -১টি পদ।
খ) নিরাপত্তা প্রহরী -১টি পদ।
গ) পরিচ্ছনতা কর্মী -১টি পদ।
ঘ) হেলপার (ইলেকট্রিশিয়ান)(প্রকৌশল দপ্তর)-১টি পদ।
ঙ) ওয়ার্ড বয়/আয়া-১টি পদ।
বয়সস: ১৮ থেকে ৩০ বছর
বেতন স্কেলঃ ৮২৫০-২০০১০/
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২২ প্রয়োজনীয় তথ্য:
১-৭ নং পদের যােগ্যতা ও অভিজ্ঞতা, শর্তাবলী এবং আবেদনপত্রের নির্ধারিত ফরমেট ওয়েব সাইট www.cuet.ac.bd থেকে সংগ্রহ করা যাবে।
৮-১৫নং পদের জন্য আবেদন সাদা কাগজে করতে হবে। সংশ্লিষ্ট পদের যােগ্যতা ও অভিজ্ঞতা এবং শর্তাবলী ওয়েব সাইট www.cuet.ac.bd থেকে সংগ্রহ করা যাবে।।
আবেদন ফি: ১-৭ নং পদের জন্য ৫০০/- টাকার এবং ৮-১৫ নং পদের জন্য ৩০০/-টাকার সােনালী ব্যাংক লিঃ এর ব্যাংক ড্রাফ্ট/পে-অর্ডার সােনালী ব্যাংক লিঃ, সি,ইউ,ই,টি, শাখা, চট্টগ্রাম-এর অনুকুলে “রেজিস্ট্রার, CUET, চট্টগ্রাম”-এর বরাবরে আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম নিয়ােগ
চুয়েট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ আবেদন প্রক্রিয়া: ১ নং পদে আবেদনকারীর ১০ (দশ) সেট দরখাস্ত, ২-৭ নং পদের জন্য ৭ (সাত) সেট দরখাস্ত এবং ৮-১৫ নং পদের আবেদনকারীর ০২ (দুই) সেট দরখাস্ত আগামী ১১/০১/২০২২খ্রিঃ তারিখের মধ্যে রেজিস্ট্রার, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিসে অফিস চলাকালীন সময়ে পৌছাতে হবে।
চুয়েট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বর্ণিত বয়সসীমা প্রযােজ্য নয়। শিক্ষক পদে নিয়ােগের ক্ষেত্রে উচ্চতর ডিগ্রিধারীদের বয়সসীমা শিথিল যােগ্য।
চুয়েট নিয়োগ সার্কুলার ২০২২ থেকে আরও: চুয়েটে ২০ পদে চাকরির সুযোগ, আবেদন ৬ সেপ্টেম্বর পর্যন্ত