The news is by your side.

সাউথ ইস্ট টেক্সটাইলে চাকরির সুযোগ

গার্মেন্টস টেক্সটাইল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ : Garments Textile job Circular 2022 বাংলাদেশের শিল্প প্রতিষ্ঠান গার্মেন্টস টেক্সটাইল সাউথ ইস্ট টেক্সটাইল (প্রা.) লিমিটেড (ইন্টারস্টফ গ্রুপ) জনবল নিয়োগের জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটিতে ০২ পদে কর্মী নেওয়া হবে গার্মেন্টস টেক্সটাইল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ অনুসারে আপনি যদি নিজেকে যোগ্য মনে করেন তাহলে আজই আবেদন করুন  গার্মেন্টস নিয়োগ ২০২২। আগ্রহী প্রার্থীরা আগামী ০৫ ডিসেম্বর ২০২২ তারিখের মধ্যে আবেদন করতে হবে।

গার্মেন্টস টেক্সটাইল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

প্রতিষ্ঠানের নাম: সাউথ ইস্ট টেক্সটাইল (প্রা.) লিমিটেড
পদের নাম: সহকারী মার্চেন্ডাইজার 
বিভাগের নাম: মার্কেটিং এবং মার্চেন্ডাইজিং
পদের সংখ্যা: ০২টি

শিক্ষাগত যোগ্যতা: (বিএসসি), টেক্সটাইল টেকনোলজি বা মার্চেন্ডাইজিং-এ মাস্টার অফ সায়েন্স (M.Sc.)
অভিজ্ঞতা/দক্ষতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ থেকে ২  বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরির ধরন: ফুল টাইম

Garments Textile job Circular 2022

প্রার্থীর বয়স: ২৫ থেকে ২৮ বছর
প্রার্থীর ধরন: নারী/পুরুষ
কর্মস্থল : Tangail (Mirzapur)

বেতন: আলোচনা সাপেক্ষে ।
সুযোগ সুবিধা : কোম্পানির নীতি অনুযায়ী প্রদান করা হবে ।

গার্মেন্টস  নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

আবেদন পদ্ধতি: গার্মেন্টস টেক্সটাইল নিয়োগ বিজ্ঞপ্তিতে  আবেদনে আগ্রহী ও যোগ্য চাকরিপ্রত্যাশীদের এই ওয়েবলিংকে প্রবেশ করে পূর্ণাঙ্গ গার্মেন্টস টেক্সটাইল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ ভালো ভাবে জেনে Apply বাটনে ক্লিক করে সঠিক নিয়মে আবেদন করতে হবে । Follow Google News to get latest job news

CLICK HERE TO APPLY

আবেদনের শেষ তারিখ: ০৫ ডিসেম্বর ২০২২ তারিখ ।

সেরা চাকরির খবররাউজান উপজেলায় ‘গ্রাম পুলিশ’ পদে চাকরির সুযোগ

See also  আকিজ ফুড এন্ড বেভারেজে 'সেলস্ অফিসার' পদে চাকরি