খাদ্য মন্ত্রণালয়ের ১৩, ১৬ ও ২০তম গ্রেডের লিখিত পরীক্ষার সূচি
The Ministry of Food is the government ministry of Bangladesh responsible for National Food Policy.
খাদ্য মন্ত্রণালয়ের লিখিত পরীক্ষার তারিখ : খাদ্য মন্ত্রণালয়ের ১৩, ১৬ ও ২০তম গ্রেডের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে । খাদ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে । (কম্পিউটার অপারেটর, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও অফিস সহায়ক) পদসমূহের লিখিত পরীক্ষা আগামী ২৫ ফেব্রুয়ারি ২০২২ তারিখ নিম্নেক্ত শিক্ষা প্রতিষ্ঠানে বর্ণিত সময়ে অনুষ্ঠিত হবে।
খাদ্য মন্ত্রণালয়ের লিখিত পরীক্ষার তারিখ
কেন্দ্রের নাম ও ঠিকানা: সরকারি তিতুমীর কলেজ, বীর উত্তম এ কে খন্দকার রােড, মহাখালী, ঢাকা-১২১৩
তারিখ ও সময়: ১০.০০ টা হতে ১১.৩০ ঘটিকা পর্যন্ত। অফিস সহায়ক পদে পরিক্ষা শুরু হবে ১০.০০ টা হতে ১১.০০ ঘটিকা পর্যন্ত ।
উল্লেখ্য যে, ইতােমধ্যে টেলিটকের মাধ্যমে লিখিত পরীক্ষার প্রবেশপত্র উত্তোলনের জন্য আবেদনকারীদের নিকট এসএমএস প্রেরণ করা হয়েছে।
খাদ্য মন্ত্রণালয়ের লিখিত পরীক্ষা
যদি কোন প্রার্থী এসএমএস না পেয়ে থাকেন অথবা প্রাপ্ত এসএমএস এর সংশ্লিষ্ট লিংক থেকে প্রবেশপত্র প্রিন্ট করতে সমস্যা হয় তাহলে টেলিটকের যেকোন নাম্বার থেকে ১২১ এ কল করে অথবা Helplinemail address: vas.query@teletalk.com.bd এ যােগাযােগ জন্য অনুরােধ করা হলাে।