The news is by your side.

কুয়েতের বিভিন্ন সরকারি হাসপাতালে ‘নার্স’ পদে চাকরি

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বােয়েসেল) (প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়) জরুরি ভিত্তিতে বােয়েসেল-এর মাধ্যমে কুয়েতের বিভিন্ন সরকারি হাসপাতালে Advanced Technology Company, Kuwait – এর ব্যবস্থাপনায় নিম্নবর্ণিত পদে কিছু মহিলা নার্স নিয়োেগ করা হবে।

পদের নাম: ডিপ্লোমা নার্স
পদের সংখ্যা: ২৪৪ জন (মহিলা)
অভিজ্ঞতা: কমপক্ষে ০৪ বছর।
বেতন ও অন্যান্য সুবিধাদি: ৮০,০০০/- + (ওভার টাইম) বাৎসরিক ইনক্রিমেন্ট ১০ কুয়েতি দিনার।

চাকুরির শর্তাবলি:
(১) প্রার্থীকে অবশ্যই সরকার স্বীকৃত কোনাে নার্সিং ইনিস্টিটিউট হতে বিএসসি অথবা ডিপ্লোমা ডিগ্রীধারী হতে হবে।
(২) যেকোনাে সরকারি, আধা-সরকারি বা বেসরকারি মেডিকেল কলেজ/হাসপাতাল/প্রতিষ্ঠানে নার্স হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
(৩) অবশ্যই ২ বছর ৬ মাস মেয়াদসহ পাসপাের্ট থাকতে হবে।
(৪) চাকুরিতে যােগদানের পর শিক্ষানবীশকাল ০৩ (তিন) মাস।
(৫) দৈনিক ০৮ (আট) ঘণ্টা ডিউটি সপ্তাহে ৬ (ছয়) দিন এবং বাৎসরিক ছুটি ৩০ (ত্রিশ) দিন।
(৬) নার্স হিসেবে সরকারি প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের স্ব স্ব প্রতিষ্ঠান হতে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
(৭) সরকারি নার্স হিসেবে কর্মরত প্রার্থীদের লিয়েন ছুটি প্রাপ্তির যােগ্যতা অর্জিত হলেই আবেদন করতে পারবেন এবং চূড়ান্ত নির্বাচনের পরে লিয়েন ছুটি প্রার্থীকে নিজেই ব্যবস্থা করতে হবে।

অন্যান্য প্রয়ােজনীয় তথ্য: প্রয়ােজনীয় আসবাবপত্রসহ থাকা, খাওয়া এবং কর্মস্থলে যাতায়াতের পরিবহনের ব্যবস্থা নিয়ােগকারী কোম্পানি বহন করবে। (১০) চাকুরিতে যােগদানের বিমান ভাড়া এবং তিন(৩) বছর সন্তােষজনক চাকুরি শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া নিয়ােগকারী কোম্পানি বহন করবে।

আবেদন যেভাবে: নির্বাচিত প্রার্থীদের বােয়েসেলের নির্ধারিত সার্ভিস চার্জ এবং বিধি মােতাবেক অন্যান্য সরকারি ফি প্রদান করতে হবে। আগ্রহী প্রার্থীদের ইংরেজিতে দুই (০১) কপি জীবন বৃত্তান্ত, সকল শিক্ষাগত যােগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ, মার্কশিট, ট্রান্সক্রিপ্ট এবং অন্যান্য তথ্যাদি পূরণপূর্বক বােয়েসেল হতে প্রদত্ত লিংকে কুয়েত হতে প্রাপ্ত নির্দেশনা অনুযায়ী সময় বর্ধিত করে আগামী ১৪.০৭.২০২২ খ্রি. এর মধ্যে আবেদন করা জন্য বিশেষভাবে অনুরােধ করা হচ্ছে। লিখিত ও মৌখিক পরীক্ষা প্রদানের সময় প্রার্থীদের কোনাে প্রকার টিএ, ডিএ প্রদান করা হবে না।

See also  ২৬ পদে ৫৭ জনকে চাকরি দেবে বিসিএসআইআর