এসিআই প্রিমিও প্লাস্টিকসে ‘সেলস্ অফিসার’ পদে চাকরি
এসিআই প্রিমিও প্লাস্টিক নিয়োগ ২০২২ | ACI Premio Plastics Job 2022
এসিআই প্রিমিও প্লাস্টিক নিয়োগ 2022 : এসিআই প্রিমিও প্লাস্টিকসে সেলস্ বিভাগে আপনার ভবিষ্যৎ বিকশিত ও সাফল্যমন্ডিত করার সুবর্ণ সুযােগ রয়েছে। ক্রমবর্ধমান বাজার চাহিদা পূরণে সারাদেশে সুষ্ঠুভাবে এসিআই প্রিমিও প্লাস্টিকস এর পণ্য বিক্রয় ও বাজারজাত করণের জন্য আকর্ষণীয় বেতন কাঠামােয় কিছু সংখ্যক উদ্যমী ও পরিশ্রমী সেলস্ অফিসার নিয়ােগ দেয়া হবে।
এসিআই প্রিমিও প্লাস্টিক নিয়োগ 2022
পদের নাম: সেলস্ অফিসার
শিক্ষাগত যােগ্যতা: ন্যূনতম এইচ এস সি পাস।
অভিজ্ঞতা: সেলস্-এ কমপক্ষে ৬ মাসের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
বয়স: ১৮ থেকে ৩২ বছর।
কাজের স্থান: বাংলাদেশের যে কোন জেলায়
অন্যান্য যােগ্যতা: উচ্চতা ও শারীরিক গঠন ন্যূনতম ৫ ফুট ২ ইঞ্চি, সুঠাম দেহ ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
বেতন-ভাতা ও অন্যান্য সুযােগ-সুবিধা: মাসিক বেতন, যাতায়াত ভাতা, বিক্রয়ের উপর ইনসেন্টিভ, কর্মদক্ষতার ভিত্তিতে পদোন্নতি, বছরান্তে বেতন বৃদ্ধিসহ আরাে অন্যান্য সুবিধা রয়েছে।
ACI Premio Plastics Job Circular 2022
আবেদন পদ্ধতি: বাংলাদেশের যে কোন জেলায় কাজ করার মানসিকতাসম্পন্ন আগ্রহী ও যােগ্য প্রার্থীদের নির্ধারিত দিনে উপস্থিত থাকার জন্যে অনুরােধ করা হয়েছে। আগ্রহী প্রার্থীগণকে সদ্য তােলা পাসপাের্ট সাইজ ছবি, জাতীয় পরিচয়পত্র এবং জীবন বৃত্তান্তসহ নিম্ন বর্ণিত সময়ের মধ্যে উপস্থিত থাকার জন্যে আহ্বান জানানাে যাচ্ছে।
চাকরির খবর ২০২২ | Chakrir Khobor 2022 Today
উপস্থিতির সময়: ১০টা -১২টা (শুক্রবার, ৮ এপ্রিল ২০২২)।
উপস্থিতির ঠিকানা: এসিআই সেন্টার, ২৪৫ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮। এসিআই প্রিমিও প্লাস্টিকস সম্পর্কিত আরও তথ্যের জন্য ভিজিট করুন http://www.acipremioplastics.com
চাকরির খবর ২০২২, Chakrir Khobor 2022, সরকারি চাকরির খবর ২০২২, সর্বশেষ চাকরির খবর ২০২২ : পানি সম্পদ মন্ত্রণালয়ে দুই পদে ২১ জনের চাকরি