আবুল খায়ের টোব্যাকোতে ‘মার্কেটিং অফিসার’ পদে চাকরি
আবুল খায়ের টোব্যাকো, ক্যারিয়ার গঠনে আদর্শ প্রতিষ্ঠান
আবুল খায়ের টোব্যাকো নিয়োগ ২০২২ : আবুল খায়ের টোব্যাকো, ক্যারিয়ার গঠনে আদর্শ প্রতিষ্ঠান। আবুল খায়ের টোব্যাকো কোং লিমিটেড তাদের মার্কেটিং বিভাগে তামাকজাত পণ্য বাজারজাতকরণের উদ্দেশ্যে উপযুক্ত বেতনে ওয়াক-ইন-ইন্টারভিউ এর মাধ্যমে কিছু সংখ্যক লােকবল নিয়ােগ দিবে। পরিশ্রমী এবং সুস্বাস্থ্যের অধিকারী যে কোন বাংলাদেশী পুরুষ নাগরিক নিম্নোক্ত শর্তাবলী পূরণ সাপেক্ষে উল্লিখিত পদের জন্য আগ্রহী প্রার্থী হন তবে বিস্তারিত জেনে আবেদনের প্রস্তুতি নিন ।
পদের নাম: এ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার (AMO)
শিক্ষাগত যােগ্যতা: স্নাতক বা সমমান পাশ।
অভিজ্ঞতা ও FMCG Sales/ অন্যান্য প্রােডাক্ট সেলস এ অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: ন্যূনতম ২৪ বছর।
অন্যান্য যােগ্যতা: চটপটে, উপস্থাপনা দক্ষতা সম্পন্ন, সর্বোপরি প্রার্থীর অবশ্যই Convincing ability থাকতে হবে।
বেতন: আলােচনা সাপেক্ষে ও (২২০০০ থেকে ২৬০০০ টাকা)।
কর্মস্থল: বাংলাদেশের যে কোন এলাকা।
দায়-দায়িত্ব: ব্যবসায়ীগণের সাথে সম্পর্ক উন্নয়ন এবং প্রতিটি রিটেইল আউটলেটে নিজস্ব ব্র্যান্ড সমূহের উপস্থিতি নিশ্চিতকরণের পাশাপাশি ট্রেড বেনিফিট ও ব্র্যান্ডের গুণগতমান উপস্থাপন পূর্বক দায়িত্বপ্রাপ্ত জোনে নিজস্ব ব্র্যান্ড সমূহের বিক্রয় ও মার্কেট শেয়ার উত্তরােত্তর বৃদ্ধির জন্য সংস্থার নিয়মানুযায়ী নিষ্ঠা এবং দক্ষতার সঙ্গে কাজ করা।
আবুল খায়ের টোব্যাকো নিয়োগ ২০২২ : আবুল খায়ের টোব্যাকো নিয়োগ ২০২২ | আবুল খায়ের টোব্যাকোয় এইচএসসি পাসে চাকরি
প্রত্যেক প্রার্থীকে জীবন বৃত্তান্তর সাথে সকল শিক্ষাগত যােগ্যতার সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং দুই কপি পাসপাের্ট সাইজের রঙিন ছবি সংযুক্ত করতে হবে। সকল শিক্ষাগত যােগ্যতার মূল সার্টিফিকেট/মার্কশীট সহ এস.এস.সি পরীক্ষার রেজিষ্ট্রেশন কার্ড, অভিজ্ঞতার সনদপত্র এবং Original National ID Card ইন্টারভিউ বাের্ডে প্রদর্শনের জন্য অবশ্যই সাথে রাখতে হবে।
সাক্ষাৎতের সময়, উপস্থিতির ঠিকানা ও তারিখ
[wp-embedder-pack width=”100%” height=”400px” download=”all” download-text=”” attachment_id=”18563″ /]
সাক্ষাৎকার এর জন্য উপস্থিত প্রার্থীদের কোন প্রকার টি.এ/ডি.এ প্রদান করা হবে না। প্রাথমিকভাবে নির্বাচিত এবং ১৪ দিনের ট্রেনিং প্রােগ্রাম সম্পন্নকৃত প্রার্থীগণকে কোম্পানির বিধি মােতাবেক Training Allowance প্রদান করা হবে। অনিবার্য কারণবশত কর্তৃপক্ষ আংশিক বা সকল নিয়ােগ প্রক্রিয়া বন্ধ করার অধিকার সংরক্ষণ করেন।