The news is by your side.

আনসার ভিডিপি নিয়োগ ২০২২ | Ansar Job Circular 2022

Bangladesh Ansar VDP Job Circular 2022 www.ansarvdp.gov

আনসার ভিডিপি নিয়োগ ২০২২ : সাধারণ আনসারে যােগ দিন, নিরাপত্তা সেবায় অংশ নিন । বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অন্যতম অনুষঙ্গ সাধারণ আনসার। ৫২৯৮০ জন প্রশিক্ষিত সাধারণ আনসার সদস্য বর্তমানে ৪৯৮৩টি সংস্থায় অঙ্গীভূত রয়েছেন । উক্ত সদস্যবৃন্দ বিমানবন্দর, সমুদ্রবন্দর, পাওয়ার স্টেশন এর মত গুরুত্বপূর্ণ কেপিআই, শিল্প ও রেঞ্জের নাম জেলার নাম প্রাথমিক বাছাইয়ের স্থান, তারিখ ও সময় মন্তব্য বাণিজ্যিক প্রতিষ্ঠান, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, মহানগরীতে ট্রাফিক কন্ট্রোল, নৌ ও অন্যান্য গণ-পরিবহন, রেল স্টেশন এবং অন্যান্য সরকারী ও বেসরকারী স্থাপনার নিরাপত্তা বিধান করছেন। সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করে আপনি হতে পারেন আনসার বাহিনীর একজন গর্বিত সদস্য

আনসার ভিডিপি নিয়োগ ২০২২

আপনি অঙ্গীভূত আনসার হিসেবে নিরাপত্তা সেবায় অংশগ্রহণের সুযােগ পেতে পারেন। আপনি আগ্রহী ও যােগ্য প্রার্থী হলে অনলাইনে আবেদন করবেন এবং আপনাকে বাছাইয়ের জন্য নির্ধারিত স্থান ও তারিখের সময়সূচি অনুযায়ী বাছাই কমিটির নিকট উপস্থিত হতে হবে । চুড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের ১০ সপ্তাহ মেয়াদী সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।

আনসার ভিডিপি নিয়োগ 2022

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম JSC/ সমমান
শারীরিক যােগ্যতা: উচ্চতা – সর্বনিম্ন ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের মাপ – ৩০/৩২ ইঞ্চি, দৃষ্টি শক্তি – ৬/৬ । কোন দুরারােগ্য ব্যাধি থাকলে প্রার্থীকে প্রাথমিক বাছাইয়ে নির্বাচন করা হবে না ।
বয়স: ১৮ হতে ৩০ বছর । ১৫ মে ২০২২ খ্রিষ্টাব্দে ন্যূনতম বয়স ১৮ বছর এবং ২১ মে ২০২২ খ্রিষ্টাব্দে সর্বোচ্চ বয়স ৩০ বছর হতে হবে ।
অগ্রাধিকার: অধিক উচ্চতা, শহীদ পরিবার, ক্রীড়া ও সংস্কৃতি ক্ষেত্রে অধিক যােগ্যতা সম্পন্ন, (ভিডিপি/টিডিপি) মৌলিক প্রশিক্ষণ প্রাপ্ত প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে ।
জাতীয়তা: বাংলাদেশী

See also  বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড ২০২১

আবেদন ফি: রেজিষ্ট্রেশন ফি বাবদ অফেরতযােগ্য ২০০ (দুইশত) টাকা অনলাইনে প্রদর্শিত বিকাশ/রকেট/মােবিক্যাশ ইত্যাদির মাধ্যমে জমা দিতে হবে। ২১ মে ২০২২ তারিখ সন্ধ্যা ০৬.০০ ঘটিকার মধ্যে জমা দিতে হবে ।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি 2022

যাচাই-বাছাইয়ে অংশগ্রহণের জন্য প্রয়ােজনীয় কাগজপত্র:
(ক) শিক্ষাগত যােগ্যতার মূল সনদপত্র
(খ) জাতীয় পরিচয়পত্রের মূল কপি
(গ) চারিত্রিক সনদপত্রের মূল কপি।
(ঘ) নাগরিকত্ব সনদপত্রের মূল কপি
(ঙ) অনলাইন রেজিষ্ট্রেশনের কনফারমেশন প্রবেশপত্র মূল কপি।
(চ) ক থেকে ঙ পর্যন্ত সকল ডকুমেন্টের গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত ফটোকপি
(ছ) গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত সদ্যতােলা ০৪(চার) কপি পাসপাের্ট সাইজের রঙ্গিন ছবি
(জ) প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের জন্য কলম, পেন্সিল, স্কেল ও ক্লিপবাের্ড সঙ্গে আনতে হবে।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নিয়োগ

অঙ্গীভূত হওয়ার পর সুযােগ-সুবিধা:
(ক) প্রশিক্ষণ শেষে অঙ্গীভূত হলে মাসিক সমতল এলাকায় ১৬,২০০ টাকা এবং পার্বত্য এলাকায় ১৭,৪০০ টাকা ভাতা প্রাপ্য হবেন।
(খ) প্রতি বছর দুটি উৎসব ভাতা প্রাপ্য হবেন ৯৭৫০/- টাকা হারে ।
(গ) দুই ইউনিট রেশন ভর্তুকি মূল্যে প্রদান করা হবে।
(ঘ) কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণ করলে পাঁচ লক্ষ টাকা এবং স্থায়ী পঙ্গুত্ববরণ করলে দুই লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে ।

সাধারণ আনসার নিয়োগ ২০২২

অনলাইনে রেজিষ্ট্রেশন পদ্ধতি: ইউনিয়ন ডিজিটাল সেন্টার (UDC) অথবা যে কোন অন-লাইন সুবিধা সম্পন্ন কম্পিউটার থেকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এই (www.ansarvdp.gov.bd) ওয়েবসাইটে প্রবেশ করে সাধারণ আনসার (পুরুষ) মৌলিক প্রশিক্ষণের আবেদন লিংকে ক্লিক করে আবেদনপত্র পূরণ দাখিল করা যাবে । উক্ত লিংকটি ১৫ মে ২০২২ খ্রিঃ রাত ১২ ঘটিকা হতে ২১ মে ২০২২ তারিখ রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত সক্রিয় থাকবে।

Ansar VDP job circular 2022

বিঃ দ্রঃ অঙ্গীভূত আনসারদের চাকরি স্থায়ী সরকারি চাকরি নয়।
সতর্কীকরণ। বিস্তারিত তথ্যের জন্য সংশ্লিষ্ট জেলা আনসার-ভিডিপি কার্যালয়ে যােগাযােগ করুন। সাহায্য পাওয়ার আশায় কারাে সাথে কোন প্রকার আর্থিক লেনদেন করে প্রতারিত হবেন না । অথবা ভিজিট করুনঃ www.ansarvdp.gov.bd। আবেদনকারীর মধ্যে কেহ কোন তথ্য গােপন বা জালিয়াতির আশ্রয় গ্রহণ করলে তার সাধারণ আনসারে আবেদন বাতিল বলে বিবেচিত হবে।

See also  নোমান গ্রুপে 'ড্রাইভার' পদে চাকরি

Ansar VDP job circular 2022

ansar vdp job circular 2022 apply online

আপনার কাংখিত পদে আবেদনের পূর্বে দৈনিক পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালো ভাবে পড়ুন। আবেদনকারী হিসেবে আপনার যোগ্যতা, অভিজ্ঞতা, প্রয়োজনীয় ডকুমেন্টস সম্পর্কে নিশ্চিত হয়ে নিন।আবেদনের শুরুতেই আপনাকে প্রযোজ্য ফি পরিশোধ করতে হবে তাই জেনে বুঝে আবেদনের জন্য অগ্রসর হউন।আবেদন করার এক পর্যায়ে আপনার পাসপোর্ট সাইজের ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে তাই যে কম্পিউটার থেকে আবেদন করছেন সেখানে আপনার ছবিগুলো আছে কিনা নিশ্চিত হউন। আপনার প্রদত্ত মোবাইল নম্বরে এস.এম.এস এর মাধ্যমে পরীক্ষার তারিখ ও প্রবেশপত্র ডাউনলোড করার জন্য নির্দেশনা প্রদান করা হবে। প্রবেশপত্রটির একটি রঙিন কপি প্রিন্ট করে নিতে হবে। প্রবেশ পত্রে আপনার রোল নম্বর, ছবি ইত্যাদিসহ গুরুত্বপূর্ণ তথ্য থাকবে এবং প্রবেশপত্র ছাড়া আপনি লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।

নিয়োগ-বিজ্ঞপ্তি – বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী

আনসার ভিডিপি নিয়োগ ২০২২, আনসার ভিডিপি নিয়োগ 2022, আনসার ভিডিপি নিয়োগ ২০২২, Ansar Job Circular 2022, আনসার ভিডিপি নিয়োগ ২০২২, আনসার ভিডিপি নিয়োগ ২০২২, Ansar Job Circular 2022, ব্যাটালিয়ন নিয়োগ ২০২২, আনসার নিয়োগ 2022, আনসার ভিডিপি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ২০২২, আনসার বাহিনীর নতুন খবর, ভিডিপি নিয়োগ পরীক্ষার ফলাফল , আনসার ভিডিপি ফলাফল 2022, আনসার ভিডিপি কি সরকারি চাকরি, আনসার ব্যাটালিয়ন, আনসার ভিডিপি নিয়োগ ২০২২