আকিজ কলেজিয়েট স্কুল নিয়োগ ২০২২
Akij Collegiate School Job Circular 2022
আকিজ কলেজিয়েট স্কুল নিয়োগ ২০২২ আকিজ কলেজিয়েট স্কুল যশোর জেলার ঝিকরগাছা থানার নাভারনে অবস্থিত একটি বিদ্যালয়। এটি বাংলাদেশের বিখ্যাত আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা সেখ আকিজ উদ্দিন ১৯৯১ সালে প্রতিষ্ঠা করেন আকিজ কলেজিয়েট স্কুল ২০০৩ সালে এখানে বাংলার পাশাপাশি ইংরেজি মাধ্যম চালু করা হয় সকাল ৮:৩০ মিনিটে প্রাতঃ সামবেশের মাধ্যমে প্রতি দিনের কার্যক্রম শুরু হয়ে থাকে। বিভিন্ন দিবস উৎযাপন উপলক্ষে প্রতিষ্ঠান থেকে ছাত্র/ছাত্রীদের লেখা সংবলিত ‘দেয়ালপত্রিকা’ ও মসিক ‘ক্যাম্পাস বুলেটিন’ প্রকাশ করা হয় ।
আকিজ কলেজিয়েট স্কুল নিয়োগ ২০২২
আকিজ কলেজিয়েট স্কুল নিয়োগ ২০২২ : আকিজ কলেজিয়েট স্কুলে জনবল নিয়োগের লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আকিজ কলেজিয়েট স্কুল নিয়োগ ২০২২ অনুসারে আগ্রহী প্রার্থীরা যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন ।
শিক্ষাগত যোগ্যতা: প্রভাষক (পদার্থবিজ্ঞান/ ইংরেজি/ আইসিটি/ জীববিজ্ঞান): সংশ্লিষ্ট বিষয়ে অনার্সসহ মাস্টার্স। এসএসসি ও এইচএসসি উভয় মিলে জিপিএ-৯ এবং অনার্স ও মাস্টার্সে সর্বনিম্ন সিজিপিএ-৩ থাকতে হবে। যোগ্যতা ও অভিজ্ঞতা: ক্রীড়া শিক্ষক: শারীরিক শিক্ষা বিষয়ে অনার্স/মাস্টার্স। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে ।
আকিজ কলেজিয়েট স্কুল নিয়োগ 2022
বেতন স্কেল: মাসিক বেতন ও অন্যান্য সুবিধা: শিক্ষানবিশ প্রথম তিন মাসে ২০ হাজার টাকা এবং পরবর্তী মাস থেকে ২৩ হাজার টাকা প্রদান করা হবে। মাসিক বেতন: আলোচনা সাপেক্ষে। গ্রন্থাগারিক: গ্রন্থাগার বিজ্ঞানে অনার্সসহ মাস্টার্স পাশ। কম্পিউটারে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
প্রভাষক পদে পূর্বে আবেদনকারীদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।
কর্মস্থল: নাভারণ, যশোর
সুযোগ সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুয়িটি ও উৎসব ভাতা সুবিধা রয়েছে।
Akij Collegiate School Job Circular 2022
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের সভাপতি বরাবর আবেদনপত্র এবং জীবনবৃত্তান্ত (ফোন নম্বর ও কভারলেটারসহ) ১০ মে, ২০২২ তারিখের মধ্যে hrd@akijgroup.org– এই ঠিকানায় মেইল করতে হবে। মেইলের বিষয় ঘরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। অন্যথায় আবেদন বাতিল বলে গণ্য হবে।