আকিজ ফুড এন্ড বেভারেজে ‘সেলস্ অফিসার’ পদে চাকরি
Akij Food and Beverage
আকিজ ফুড এন্ড বেভারেজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ : Akij Food and Beverage Job Circular 2022 আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড এর বিক্রয় বিভাগে কিছু সংখ্যক দক্ষ ও পরিশ্রমী ‘সেলস্ অফিসার (এসও)’ পদে লোকবল নিয়ােগ দিবে । আপনি যদি আকিজ গ্রুপের আকিজ ফুড এন্ড বেভারেজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ -এর এই পদে আগ্রহী হন তাহলে নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে আবেদনের প্রস্তুতি নিন ।
আকিজ গ্রুপের চাকরি থেকে : আকিজ বিড়ি ফ্যাক্টরী লিমিটেডে চাকরি, বেতন ২৩,০০০- ২৫,০০০ টাকা
আকিজ ফুড এন্ড বেভারেজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
পদের নাম: সেলস অফিসার (এসও)
আবেদন যােগ্যতা: নূন্যতম উচ্চ মাধ্যমিক/স্নাতক পাশ (স্নাতক পাশ অগ্রাধীকার দেওয়া হবে)।
অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে । FMCG (ভােগ্য পণ্য) বিশেষতঃ জুস, কোমল পানি, দুগ্ধজাত পণ্য, কার্বোনেটেড বেভারেজ, চিপস্, ইত্যাদি পণ্য সামগ্রী বিক্রয়ে অভিজ্ঞদের অগ্রাধিকার দেয়া হবে।
আকিজ গ্রুপের চাকরি থেকে : আকিজ ফুড অ্যান্ড বেভারেজ চাকরি, পদসংখ্যা অনির্দিষ্ট
বয়স: ২২ থেকে ৩২ বছর
কর্মস্থল: বাংলাদেশের যেকোন স্থানে
মূল কাজ: রুট প্ল্যান অনুযায়ী কাজ করা। দোকানদারদের কাছ থেকে পন্যের অর্ডার নেওয়া। মাসিক সেলস রিপাের্ট তৈরী করা। মাসিক সেলস লক্ষ্যমাত্রা অর্জন করা।
প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ইন্টারভিউ-এর পরের দিন থেকে সংশ্লিষ্ট রিজিয়নে ৩ দিন ব্যাপী ফিল্ড ট্রেনিং প্রদান করা হবে। ট্রেনিং এর পর নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশের যে কোন স্থানে কোম্পানীর নিয়ম অনুযায়ী পােস্টিং দেয়া হবে। ফিল্ড ট্রেনিং চলাকালীন সময় থাকা ও খাওয়ার ব্যবস্থা নিজ দায়িত্বে করতে হবে। এ সময়ে কোম্পানী থেকে কোন প্রকার TA/DA প্রদান করা হবে না।
আকিজ ফুড এন্ড বেভারেজ লিমিটেড নিয়োগ ২০২২
যা প্রয়োজন হবে: আগ্রহী প্রার্থীদের বায়ােডাটা, দুই কপি রঙ্গিন পাসপাের্ট সাইজের ছবি, শিক্ষাগতযােগ্যতার মূল সনদপত্র ও ভােটার আইডি কার্ড এর ফটোকপিসহ পদবী অনুসারে ইন্টারভিউ-এর জন্য উল্লেখিত নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট স্থানে উপস্থিত হওয়ার জন্য অনুরােধ করা যাচ্ছে।
আবেদনের ঠিকানা: আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড ১৩/১/ক, পান্থপথ, ঢাকা।
আবেদনের সময়সীমা: ০৪ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত ।
আকিজ গ্রুপের চাকরি থেকে : আকিজ বিড়ি ফ্যাক্টরী লিমিটেডে চাকরি, বেতন ৭০,০০০ টাকা