The news is by your side.

কর অঞ্চল ১২ এর অধীনে ১১ থেকে ২০ তম গ্রেডে চাকরি

কর অঞ্চল ১২ ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ : অর্থ মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, শাখা-৩(আয়কর) এর স্মারক অনুযায়ী প্রাপ্ত ছাড়পত্রের ভিত্তিতে কর কমিশনার, কর অঞ্চল ১২ ঢাকা এর অধীনে গ্রেড-১১ হতে গ্রেড-২০ পর্যন্ত বিভিন্ন শূণ্য পদে সরাসরি কোটায় অস্থায়ী জনবল নিয়োগের লক্ষ্যে ঢাকা বিভাগের অন্তর্গত নিম্নে বর্ণিত জেলাসমূহের প্রকৃত স্থায়ী বাসিন্দাদের নিকট হতে পদের পার্শ্বে বর্ণিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের শর্ত সাপেক্ষে অনলাইনে দরখাস্তর আহ্বান জানিয়ে কর অঞ্চল ১২ ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশ করেছে ।

কর অঞ্চল ১২ ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

আরও পড়ুনপ্রবাসী কর্মীর সন্তানদের শিক্ষাবৃত্তির আবেদন শুরু

পদের নাম : কম্পিউটার অপারেটর গ্রেড-১১
পদের সংখ্যা: ০১টি
আবেদন যোগ্যতা : কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা ও ইংরেজীতে যথাক্রমে ২৫ ও ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে ।
বেতন-স্কেল: ১২,৫০০-৩০,২৩০/-

পদের নাম : ব্যক্তিগত সহকারী গ্রেড-১৩ 
পদের সংখ্যা: ০১টি
আবেদন যোগ্যতা : কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; কম্পিউটারে বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ; এবং সাঁটলিপি লিখনে গতি প্রতি মিনিটে বাংলায় ৫০ ও ইংরেজীতে ৮০ শব্দ এবং কম্পিউটার টাইপিং গতি মিনিটে বাংলায় ২৫ ইংরেজীতে ৩০ শব্দ ।
বেতন-স্কেল: ১১,০০০-২৬,৫৯০/-

পদের নাম : উচ্চমান সহকারী গ্রেড-১৪ 
পদের সংখ্যা: ০২ জন
আবেদন যোগ্যতা : কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; কম্পিউটারে বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ (কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার চালনা সম্পর্কিত কোর্স)।
বেতন-স্কেল: ১০,২০০-২৪,৬৮০/-

See also  ব্র্যাক লিমিটেডে ০৩পদে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

পদের নাম : সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড-১৪
পদের সংখ্যা: ০৫ টি
আবেদন যোগ্যতা : কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি; কম্পিউটার ব্যবহারে দক্ষতা; এবং সাঁটলিপি লিখনে গতি প্রতি মিনিটে বাংলায় ৪৫ ও ইংরেজীতে ৭০ শব্দ এবং কম্পিউটার টাইপিং গতি মিনিটে বাংলায় ২৫ ইংরেজীতে ৩০ শব্দ ।
বেতন-স্কেল: ১০,২০০-২৪,৬৮০/-

পদের নাম : অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড-১৬
পদের সংখ্যা: ০৪ টি
আবেদন যোগ্যতা : কোন স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; কম্পিউটার ব্যবহারে দক্ষতা; এবং কম্পিউটারে বাংলা ও ইংরেজী টাইপিং গতি যথাক্রমে ২০ ও ২০ শব্দ।
বেতন-স্কেল: ৯,৩০০ – ২২,৪৯০/-

আরও পড়ুনSenior Monitoring and Advocacy Officer

পদের নাম : গাড়ী চালক গ্রেড-১৬
পদের সংখ্যা: ০৫ টি
আবেদন যোগ্যতা : কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; হালকা গাড়ী চালনার বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে; অভিজ্ঞতাসম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন।
বেতন-স্কেল: ৯,৩০০-২২,৪৯০/-

পদের নাম : নোটিশ সার্ভার গ্রেড-২০
পদের সংখ্যা: ০৫ টি
আবেদন যোগ্যতা : কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বেতন-স্কেল: ৮,২৫০-২০,০১০/-

পদের নাম : অফিস সহায়ক গ্রেড-২০
পদের সংখ্যা: ০৯ টি
আবেদন যোগ্যতা : কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বেতন-স্কেল: ৮,২৫০-২০,০১০/-

পদের নাম : নিরাপত্তা প্রহরী গ্রেড-২০
পদের সংখ্যা: ০২ টি
আবেদন যোগ্যতা : কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বেতন-স্কেল: ৮,২৫০-২০,০১০/-

কর অঞ্চল ১২ এর অধীনে আবেদনের বয়সসীমা

বয়সসীমা : ১ জানুয়ারি ২০২৩ খ্রি. তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮-৩০ বৎসর এবং বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাগণের পুত্র-কন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের বয়সসীমা ১৮-৩২ বৎসর। ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের’ বিধি-১ শাখা এর ২২ সেপ্টেম্বর, ২০২২ তারিখের নথি অনুযায়ী’ ২৫-০৩-২০২০ খ্রি. তারিখে সর্বোচ্চ বয়সসীমার মধ্যে থাকলে উক্ত প্রার্থীগণ আবেদন করার সুযোগ পাবেন ।

See also  আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজে 'সিনিয়র প্রোডাক্ট ইঞ্জিনিয়ার' পদে চকরি

কর অঞ্চল-১২ ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের বিপরীতে কর বিভাগে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বৎসর পর্যন্ত শিথিলযোগ্য।

সরকারী, আধা-সরকারী ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে নিয়োজিত প্রার্থীগণ যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করবেন এবং মৌখিক পরীক্ষার সময় অনাপত্তিপত্র দাখিল করবেন। এক্ষেত্রে কোন অগ্রিম কপি গ্রহণযোগ্য হবে না।

প্রার্থী বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা বা পুত্র-কন্যার পুত্র-কন্যা হলে আবেদনপত্রে তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

www.taxeszone12dhaka.gov.bd

লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার তারিখ ও সময়সূচি কর অঞ্চল ১২, ঢাকার নোটিশ বোর্ড ও ওয়েবসাইটের www.taxeszone12dhaka.gov.bd মাধ্যমে জানানো হবে এবং প্রার্থীদের ব্যক্তিগত মুঠোফোনে SMS এর মাধ্যমে জানানো হবে।

লিখিত/ব্যবাহারিক/মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ ও বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।নিয়োগের ক্ষেত্রে সরকার কর্তৃক জারীকৃত বিধি-বিধান প্রযোজ্য হবে।

কর অঞ্চল ১২ ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত শূন্য পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি হতে পারে। কর অঞ্চল ১২ ঢাকা বিজ্ঞপ্তি আংশিক বা সম্পূর্ণ সংশোধন/বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে ।

কর অঞ্চল ১২ ঢাকা নিয়োগ পরীক্ষা

আবেদন পদ্ধতি : কর অঞ্চল ১২ ঢাকা নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণ http://tax12.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনপত্র Submit -এর সময় থেকে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে এ SMS-এ মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন ।

আবেদনের সময়সীমা : শুরুর তারিখ ও সময় ০১ মার্চ ২০২৩ খ্রিষ্টাব্দ সকাল-১০:০০ ঘটিকা। আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ২৫ মার্চ ২০২৩ খ্রিষ্টাব্দ বিকাল ০৫:০০ ঘটিকা।

আরও পড়ুনবাংলাদেশ পুলিশের হেডকোয়ার্টার্সে ৩ পদে ১৯ জনের চাকরি