The news is by your side.

বিটাক ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ | SEIP Free Training 2023

Skills for Employment Investment Program (SEIP)- Tranche-3

0

বিটাক ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ : SEIP Free Training 2023 বাংলাদেশে প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ জনবলের অভাব এবং ব্যাপক চাহিদার কথা বিবেচনা করে অর্থ মন্ত্রণালয়ের Skills for Employment Investment Program (SEIP) Tranche-3 এর আওতায় শিল্প মন্ত্রাণালয়ের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক)- ঢাকা কেন্দ্রে দরিদ্র, নারী, উপজাতি ও প্রতিবন্ধীদের অগ্রাধিকার প্রদান করে মেশিনসপ, ওয়েল্ডিং ও ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্যান্স ট্রেডে কর্মসংস্থান উপযোগী প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বিটাক ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩

সফলভাবে প্রশিক্ষণ সমাপনান্তে প্রশিক্ষণার্থীগণকে শিল্প কারখানায় কর্মসংস্থানের সার্বিক সহযোগিতা প্রদান করা হবে। এই পোষ্টে বিটাক ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ সংক্রান্ত তথ্য ও অফিসিয়াল বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিটাক ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ সংযুক্ত করা হয়েছেে ।

বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩

প্রশিক্ষণ সংক্রান্ত তথ্যাদি

প্রশিক্ষণের মেয়াদ : ৩ (তিন) মাস (০১/০৬/২০১৩ খ্রিঃ হতে ৩১/০৮/২০২৩ খ্রিঃ তারিখ পর্যন্ত)।
ব্যাচ নং : ৭ম
ক্লাসের সময় : প্রতিদিন সকাল ৯:০০ থেকে বিকাল ৪:০০ ঘটিকা পর্যন্ত (সাপ্তাহিক ও সরকারী ছুটির দিন ব্যতিত)।
আসন সংখ্যা : প্রতি ট্রেডে ৩০ জন ।
শিক্ষাগত যোগ্যতা : ন্যূনতম ৮ম শ্রেণী পাশ / জেএসসি পাশ / অথবা সমমানের পাশ।
বয়সসীমা : ১৮ থেকে ৪৫ বছর পর্যন্ত।

কোর্স ফি : ফ্রি
বৃত্তি : উপস্থিতি সাপেক্ষে সফলভাবে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের প্রত্যেককে প্রতি প্রশিক্ষণ দিবসের জন্য ১৫০/- টাকা হারে ০৩ মাসে সর্বমোট ৬০ দিনের প্রাপ্য টাকা এককালীন বৃত্তি হিসেবে প্রদান করা হবে।

SEIP Free Training 2023, বিটাক ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ সংক্রান্ত আরও তথ্য পেতে অফিসিাল বিটাক ভর্তি বিজ্ঞপ্তি 2023 দেখুন ।

Bangladesh Industrial and Technical Assistance Center

বিটাক ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩

SEIP Free Training 2023

আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীগনকে ভর্তি ফরম সংগ্রহের জন্যে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক)- ঢাকা কেন্দ্রের প্রশিক্ষণ শাখায় যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে অথবা ভর্তি ফরম ফেসবুক: https://www.facebook.com/bitachq এবং ওয়েব সাইট: www.bitac.gov.bd থেকে ডাউনলোড করা যাবে (আবেদনপত্র ডাকযোগে পাঠানো যাবে) এবং এ ব্যতিত আগ্রহী প্রার্থীগণ অনলাইনে আবেদন করতে পারবেন ।

See also  পল্লী বিকাশ কেন্দ্রে একাধিক পদে চাকরির সুযোগ

বিটাক ভর্তি ফরম ডাউনলোড

অনলাইন আবেদন লিংক bitae.nise.gov.bd/courses। উল্লেখ্য যে, ইতিপূর্বে যারা SEIP প্রকল্পের যে কোন প্রশিক্ষণ গ্রহণ করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই।

সূত্র : দৈনিক বাংলাদেশ প্রতিদিন

আরও পড়ুনখুলনা মিলিটারি কলেজিয়েট স্কুল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ – mcsk.edu.bd

Source দৈনিক বাংলাদেশ প্রতিদিন
Leave A Reply

Your email address will not be published.