টিএমএসএস নিয়োগ ২০২২ | TMSS Job Circular 2022 www.tmss-bd.org
TMSS Job Circular 2022 www.tmss-bd.org
টিএমএসএস নিয়োগ ২০২২ : আপনি কি TMSS job Circular 2022 খুঁজছেন? যদি খুঁজে থাকেন তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। আমরা এই লেখাটিতে টিএমএসএস নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি। এবং আপনারা কিভাবে চাকরির জন্য আবেদন করবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করে থাকি। তাই আপনি যদি এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করে ফেলুন।
টিএমএসএস নিয়োগ ২০২২
টিএমএসএস জাতীয় পর্যায়ের একটি বেসরকারী উন্নয়ন সংস্থা। অত্র সংস্থা কর্তৃক পরিচালিত এইচআর-এম এ্যান্ড এ্যাডমিন বিভাগ ও মম ইন বিনােদন জগৎ-এ নিম্ন বর্ণিত পদে জনবল নিয়ােগের উদ্দেশ্যে উপযুক্ত প্রার্থীদের নিকট থেকে শর্তপূরণ| সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
TMSS job Circular 2022
পদের নাম: অফিসার (এইচআর-এম এ্যান্ড এ্যাডমিন)
পদের সংখ্যা: ১০ জন
আবেদন যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে হিউম্যান রিসাের্স ম্যানেজমেন্ট অথবা পাবলিক এ্যাডমিনিস্ট্রেশন-এ ০৪ বছর মেয়াদী সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রী থাকতে হবে। প্রার্থীকে সুন্দর বাচনভঙ্গি ও উপস্থাপনাসহ কম্পিউটার চালুনায় এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ও ইন্টারনেট ব্রাউজিং কাজে দক্ষতা থাকতে হবে।
কর্মস্থল: বগুড়া।
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর
বেতন-ভাতা: ২০,০০০/- টাকা।
পদের নাম: ইঞ্জিনিয়ার
পদের সংখ্যা: ০৩ জন
আবেদন যোগ্যতা: বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং। প্রার্থীকে ইলেকট্রিক কাজে ৭০% ও সিভিল কাজে ৩০% বিশেষ দক্ষতা থাকতে হবে । এবং মম ইন বিনােদন জগতের বৈদ্যুতিক/সােলার এবং প্রকৌশল রিলেটেড দায়িত্বপালন করতে হবে।
কর্মস্থল: মম ইন বিনােদন জগৎ, বগুড়া।
বয়স: সর্বোচ্চ ৪০ বছর।
বেতন ভাতা: আলােচনা সাপেক্ষে।
পদের নাম: ইলেকট্রিক টেকনিশিয়ান
পদের সংখ্যা: ০৩ জন
আবেদন যোগ্যতা: অষ্টম শ্রেণি পাশসহ ইলেকট্রিক বিষয়ে ট্রেড কোর্স সার্টিফিকেট থাকতে হবে; তবে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রীধারী প্রার্থীগণ আবেদন করতে পারবেন। সার্বক্ষনিকভাবে সুপারভাইজার এর তত্ত্ববধানে বিনােদন জগতের লাইট, ফ্যান, এসি, জেনারেটর, সাবস্টেশন, ট্রান্সফরমার, সার্কিট ব্রেকার ইত্যাদির বৈদ্যুতিক লাইন যথাযথ কাজ করছে কিনা তাহা চেকিং, মনিটরিং ও আপডেট করা এবং নিজ ক্ষমতার বাহিরে যে কোন বিষয় পরিলক্ষিত হইলে দ্রুত রিপােটিং অর্থরিটিকে অবহিত করা।
বয়স: ১৮-৩৫ বছর।
কর্মস্থল: মম ইন বিনােদন জগৎ, বগুড়া।
বেতন ভাতা: আলােচনা সাপেক্ষে।
www.tmss-bd.org ngo jobs
পদের নাম: জেনারেটর অপারেটর
পদের সংখ্যা: ০৪ জন
আবেদন যোগ্যতা: অষ্টম শ্রেণি পাশ। ডিজেল জেনারেটর মেশিন পরিচালনায় কমপক্ষে ০৪ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: ১৮-৪০ বছর।
কর্মস্থল: মম ইন বিনােদন জগৎ, বগুড়া।
বেতন ভাতা: আলােচনা সাপেক্ষে।
সুযোগ সুবিধা: সংস্থার বিধি অনুসারে ০৩টি উৎসব ভাতা, সিটি কর্পোরেশনের ক্ষেত্রে সিটি ভাতা, জীবন বীমা, মােবাইল ভাতা, নিজস্ব হাসপাতালে চিকিৎসা সেবা ও অন্যান্য সুযােগ-সুবিধাসহ স্টাফ প্রিভিলেজ প্রদান করা হবে।
আবেদন ফি: পরীক্ষার ফি বাবদ ১ ও ০২ নং পদের জন্য ২০০/- টাকার মানি রশিদ/পে-অর্ডার(অফেরৎযােগ্য) আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। সংস্থার যে কোন শাখা, অঞ্চল, জোন, ডােমেইন অফিস, ফাউন্ডেশন অফিস ও প্রধান কার্যালয় হতে ১০/- টাকা সার্ভিস চার্জ দিয়ে পরীক্ষার ফি বাবদ মানি রশিদ সগ্রহু করতে হবে। অথবা যে কোন তফসীলভুক্ত ব্যাংক হতে শুধুমাত্র“টিএমএসএস” শিরােনামে পে-অর্ডার করতে হবে, অন্যথায় আবেদন বাতিল বলে গণ্য হবে।
TMSS NGO Job Circular 2022- www.tmss-bd.org
যেভাবে আবেদন: আগ্রহী প্রার্থীগণকে সদ্য তােলা ০৩ (তিন) কপি রঙিন পাসপাের্ট সাইজের সত্যায়িত ছবি, মােবাইল নম্বর, পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, সকল শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপিসহ আবেদন পরিচালক (এইচআর-এম এ্যান্ড এ্যাডমিন) বরাবর করতে হবে এবং আবেদনপত্র আগামী ১৬ আগষ্ট ২০২২ইং তারিখে অফিস চলাকালীন সময়ের মধ্যে টিএমএসএস ফাউন্ডেশন অফিস, ঠেঙ্গামারা, রংপুর রােড, বগুড়া-৫৮০০ ঠিকানায় পৌছাতে হবে।
most popular NGO Job Circular
বি: দ্র: টিএমএসএস নিজস্ব অফিস ব্যতীত অন্য কোন মাধ্যমে (বিকাশ, রকেট ও নগদ ইত্যাদি) আর্থিক লেনদেন করেনা। নিয়ােগ প্রত্যাশী |প্রার্থী থেকে কোন প্রতারক চক্র টাকা দাবী করলে না দেওয়ার জন্য অনুরােধ করা হল। পরিচালক ফোন: ০৫১-৫৭১৯, ০২-৫৮৯৯০৪৪৭৭ web: www.tms-bd.org।এইচআর-এম এ্যান্ড এ্যাডমিন
টিএমএসএস নিয়োগ ২০২২, TMSS Job Circular 2022 www.tmss-bd.org, টিএমএসএস নিয়োগ ২০২২, TMSS Job Circular 2022, www.tmss-bd.org, টিএমএসএস নিয়োগ ২০২২, টিএমএসএস নিয়োগ ২০২২
NGO Job Circular 2022 : ব্র্যাকে ‘Deputy Manager’ পদে চাকরি, আবেদন অনলাইনে