রিজিওনাল ম্যানেজার পদে চাকরি দিবে, বেসরকারি উন্নয়ন সংস্থা সোপিরেট
সোপিরেট এনজিও নিয়োগ ২০২২ : SOPIRET NGO Job Circular 2022
সোপিরেট এনজিও নিয়োগ ২০২২ : SOPIRET NGO Job Circular 2022 সোসাইটি ফর প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন রিসার্চ ইভ্যালুয়েশন এন্ড ট্রেনিং (সোপিরেট) একটি জাতীয় পর্যায়ের ক্রম অগ্রসরমান বেসরকারি উন্নয়ন সংস্থা যা বিগত ১৯৮৫ সাল হতে শিক্ষা, স্বাস্থ্য , প্রবীণ হিতৈষী, কৈশোর এবং দারিদ্র বিমোচনে ক্ষুদ্রঋণ কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।
সর্বশেষ প্রকাশিত সোপিরেট এনজিও নিয়োগ তথ্য পেতে এই লিংকে ক্লিক করুন ।
SOPIRET – Lakshmipur sopiret, lakshmipur, bangladesh
পিকেএসএফ এর সহযোগী প্রতিষ্ঠান হিসাবে পরিচালিত সংস্থার চলমান ক্ষুদ্রঋণ কর্মসূচীর (মাইক্রোক্রেডিট) এবং নতুন কর্মএলাকা সম্প্রসারনের জন্য পদে সংস্থার কর্মএলাকায় গ্রামীণ জনগোষ্টির সাথে কাজ করতে আগ্রহী প্রার্থীদের জরুরী ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্য সোপিরেট এনজিও নিয়োগ ২০২২ প্রকাশ করেছে ।
SOPIRET NGO Job Circular 2022
সোসাইটি ফর প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন রিসার্চ ইভ্যালুয়েশন এন্ড ট্রেনিং (সোপিরেট) এর প্রকাশিত এনজিও পদগুলোয় আবেদন করার আগে সোপিরেট এনজিও নিয়োগ ২০২২ ভালোভাবে পড়ুন । এরপর সোপিরেট এনজিও নিয়োগ বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট পদে আবেদনের যেসকল যোগ্যতা চেয়েছে তা আপনার একাডেমিক যোগ্যতার সাথে মিল আছে কিনা যাচাই করে। SOPIRET NGO Job Circular 2022 -এর পদের নাম, পদের সংখ্যাসহ আবেদন পদ্ধতি ও প্রয়োজনীয় নিয়োগ তথ্য জেনে নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন পদ্ধতি অনুসরন করে সঠিক নিয়মে পরামর্শ দেয়া হলো ।
সোপিরেট এনজিও নিয়োগ ২০২২
প্রতিষ্ঠানের নাম: সোপিরেট
চাকরির ধরন: এনজিও চাকরি
পদের নাম: রিজিওনাল ম্যানেজার
পদের সংখ্যা: ০৫ জন
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/ স্নাতকোত্তর।
অভিজ্ঞতা: ক্ষুদ্রঋণ কর্মসূচীতে PKSF-এর সহযোগী সংস্থায় ০৫-০৬ টি শাখা পরিচালনায় নূ্ন্যতম ১০ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরির ধরন: ফুল টাইম
অন্যান্য দক্ষতা: প্রার্থীদের কম্পিউটার বিষয়ে (MS Word, MS Excel, Internet, E-mail etc.) জানতে হবে। মোটর সাইকেল চালানোয় দক্ষ ও বৈধড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। নিজস্ব মোটরসাইকেল ও ল্যাপটপ থাকতে হবে।
প্রার্থীর ধরন: নারী/পুরুষ
কাজের স্থান: কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর ।
বেতন: ৩৫,০০০/- – ৪৩০০০/- টাকা । শিক্ষানবীশ কাল (৬) মাস ৩৫,০০০ টাকা, স্থায়ী করনের পর ৩৮,০০০ টাকা (স্নাতক পাশ)। শিক্ষানবীশ কাল (৬) মাস ৪০,০০০ টাকা, স্থায়ী করনের পর ৪৩,০০০ টাকা (স্নাতকোত্তর পাশ)।
সোপিরেট এনজিও নিয়োগ 2022
সুযোগ সুবিধা : মোবাইল বিল প্রদান করা হবে। কিলোমিটার প্রতি ৩.২৫ টাকা হারে মোটর সাইকেল ফুয়েল বিল প্রদান। কর্ম এলাকায় স্বল্প খরচে একক আবাসন সুবিধা । নিজ ও পরিবারের সদস্য (২ জন) গ্রুপ ইন্স্যুরেন্স সুবিধা। উৎসাহ ভাতা, বৈশাখী ভাতা, ডিসেম্বর ক্লোজিং-য়ে পারফরম্যান্স অনুযায়ী বেসিক সমপরিমান বোনাস ও সংস্থার নিয়মানুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে। শিক্ষানবীশ কাল শেষে মূল্যায়নের ভিত্তিতে সংস্থার নির্ধারিত বেতন কাঠামো অনুযায়ী সকল সুবিধা (বাৎসরিক ইনক্রিমেন্ট, বাৎসরিক ২টি উৎসবভাতা, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, এবং গ্রাচ্যুইটি) প্রদান করা হবে। এবং দুই সন্তান প্রর্যন্ত এক হাজার করে দুই হাজার টাকা শিক্ষা ভাতা পাবেন।
সোপিরেট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীগণকে খামের উপরে পদের নাম উল্লেখ করে আগামী ০৯ই অক্টোবর ২০২২ ইং তারিখ বিকাল ৫টার মধ্যে নির্বাহী পরিচালক বরাবর স্বহস্তে লিখিত আবেদনপত্রের সঙ্গে পূর্ণ জীবনবৃত্তান্ত, সদ্যতোলা ২কপি পাসপোর্ট সাইজ ছবি ও প্রয়োজনীয় কাগজপত্রাদিসহ (সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি) সোপিরেট-এর প্রকল্প প্রধান কার্যালয়; শেখ রাসেল সড়ক,সমসেরাবাদ, লক্ষ্মীপুর-৩৭০০. এই ঠিকানায় সরাসরি/ডাক/কুরিয়ার যোগে প্রেরণ করতে হবে ।
SOPIRET NGO Job Circular
আবেদনে ইচ্ছুক যোগ্য ও আগ্রহী চাকরিপ্রত্যাশীদের এই ওয়েবলিংকে প্রবেশ করে পূর্ণাঙ্গ নিয়োগ বিজ্ঞপ্তি ভালো ভাবে জেনে সঠিক নিয়মে পরামর্শ দেয়া হলো। বাছাইকৃত প্রার্থীদেরকে মোবাইল/এসএমএস/ইমেইলের মাধ্যমে পরীক্ষার জন্য ডাকা হবে।
আবেদনের শেষ তারিখ: ০৯ অক্টোবর ২০২২ তারিখ ।