The news is by your side.

সারাদেশের ৩৪৭টি সরকারি-বেসরকারি প্রশিক্ষণ কেন্দ্রে বিনাখরচে হাতে-কলমে প্রশিক্ষণ

Skills for Employment Investment Program

Skills for Employment Investment Program : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের সহায়তায় স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রােগ্রাম (SEIP) এর আওতায় সারাদেশের ৩৪৭টি সরকারি-বেসরকারি প্রশিক্ষণ কেন্দ্রে বিনাখরচে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে ভর্তি চলছে।

Skills for Employment Investment Program

প্রশিক্ষণের সুবিধাদি
বিনাখরচে হাতে-কলমে প্রশিক্ষণ
দৈনিক ১৫০ টাকা ভাতা
অনগ্রসর জনগােষ্ঠীর প্রশিক্ষণার্থীদের এককালীন ৫০০০ টাকা বৃত্তি
সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারীদের কমপক্ষে ৬০% চাকরির সুযােগ ।

যাদের জন্য প্রশিক্ষণ
বয়সসীমা ১৮ থেকে ৪৫ বছর বয়সী নারী ও কর্মক্ষম যুবক
শিক্ষাগত যােগ্যতা ট্রেডভেদে পঞ্চম শ্রেণি থেকে এইচএসসি পাশ ।

প্রশিক্ষণে অগ্রাধিকার পাবেন
কমপক্ষে ৩০ শতাংশ আসন নারীদের জন্য সংরক্ষিত
ক্ষুদ্র নৃ-গােষ্ঠী, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত জনগােষ্ঠীর অগ্রাধিকার।

সারাদেশের ৩৪৭টি সরকারি-বেসরকারি প্রশিক্ষণ কেন্দ্রে বিনাখরচে হাতে-কলমে প্রশিক্ষণ

প্রশিক্ষণের বিষয়
ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রনিক্স, ওয়েল্ডিং, ড্রাইভিং, বিউটিফিকেশন ,গ্রাফিক্স ডিজাইন/ওয়েব ডিজাইন ও ফ্রিজ/এসি মেরামত ও প্লাম্বিং/মেশন. গার্মেন্টস ফুড এন্ড বেভারেজ সহ ১৪০টি বিষয়ে প্রশিক্ষণ ।

আপনার নিকটস্থ প্রশিক্ষণ কেন্দ্রের তথ্য জানতে যােগাযােগ করুন।
হটলাইন: ০১৩২১২০১১৩৮
অথবা ভিজিট করুন www.seip-fd.gov.bd/course-locator/

See also  চাকরির ডাক ২৫ ফেব্রুয়ারি ২০২২ | Chakrir Khobor 2022 Today PDF