The news is by your side.

রুরাল ডেভেলপমেন্ট সংস্থায় একাধিক পদে চাকরি

রুরাল ডেভেলপমেন্ট সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ : রুরাল ডেভেলপমেন্ট সংস্থা (আরডিএস) একটি জাতীয় পর্যায়ের বে-সরকারী উন্নয়নমূলক সংস্থা। শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর জেলাসহ প্রত্যন্ত অঞ্চলে দরিদ্র মানুষের সার্বিক উন্নয়নে কাজ করে আসছে।

রুরাল ডেভেলপমেন্ট সংস্থা নিয়োগ ২০২৩

এমআরএ সনদ নং- ০০১৯৩-০০০২৮-০০৩৭৪, এনজিও ব্যুরো’র সনদপ্রাপ্ত এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক সহায়তায় পরিচালিত ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে নিয়োগ ও প্যানেল তৈরী করার লক্ষ্যে আগ্রহী, কর্মঠ, বুদ্ধিদীপ্ত ও অধুমপায়ী বাংলাদেশের ঢাকা, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগের স্থায়ী বাসিন্দা পুরুষ প্রার্থীদের নিকট থেকে নিম্নোক্ত পদের জন্য দরখাস্তের আহবান জানিয়ে রুরাল ডেভেলপমেন্ট সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশ করেছে।

রুরাল ডেভেলপমেন্ট সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

১। পদের নাম : প্রোগ্রাম ম্যানেজার (মাইক্রোক্রেডিট)
পদ সংখ্যা : ২ টি
আবেদন যোগ্যতা : স্নাতকোত্তর/স্নাতক পাসসহ ঋণ কার্যক্রমে পিকেএসএফ এর অর্থায়নকৃত প্রতিষ্ঠানে উল্লেখিত পদে ন্যূনতম ৮-১০টি শাখা পরিচালনার ন্যূনতম ৫ বৎসরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটারে MS word, excel & Internet Browsing) এ কাজ, সমন্বিত মাসিক রিপোর্ট তৈরী, মাসিক/ত্রৈমাসিক/ ষান্মাসিক ও বাৎসরিক পরিকল্পনা তৈরী করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
প্রার্থীর ধরন : (পুরুষ)।
বয়স: ৪০-৫০ বছর।
বেতন ভাতা : আলোচনা সাপেক্ষে।

Rural Development Organization (RDS)

২। পদের নাম : প্রশিক্ষক ও প্রকাশনা কোর্ডিনেটর
পদ সংখ্যা- ২ টি।
বয়স: ৪০-৫০ বছর।
আবেদন যোগ্যতা : স্নাতকোত্তর/স্নাতক পাসসহ প্রশিক্ষণ ও প্রকাশনায় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। MS word, excel, PowerPoint & Internet Browsing) এ কাজ জানা থাকতে হবে। পিকেএসএফ এর অর্থায়নকৃত প্রতিষ্ঠানে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থদের অগ্রাধিকার দেয়া হবে।
প্রার্থীর ধরন : (পুরুষ)
বেতন ভাতা : আলোচনা সাপেক্ষে।

See also  জেনে নিন, কোন কলেজে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে

NGO Job Circular 2023

আগ্রহী প্রার্থীদের আগামী ৩০/০৪/২০২৩ ইং তারিখের মধ্যে https://www.rds-bd.org/cv/ এর মাধ্যমে আবেদন করতে হবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে।

চাকুরী স্থায়ীকরণের পর সংস্থার নীতিমালা অনুযায়ী বেতন ভাতা ও অন্যান্য সুবিধা প্রদান করা হবে। সকল পদের জন্য বাৎসরিক ৩টি উৎসব ভাতা, ইন্সেন্টিভ বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, অসুস্থতাজনিত ছুটি, অভোগকৃত ছুটির বিপরীতে ভাতা, বীমা ও চিকিৎসা সুবিধা ও সংস্থা প্রদত্ত অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

যোগদানের সময় সংস্থার অনুকূলে ১০,০০০/- টাকা জামানত (ফেরতযোগ্য) হিসাবে জমা দিতে হবে, যার বিপরীতে নির্ধারিত হারে সুদ প্রদান করা হবে।

পিকেএসএফ এর সহযোগী প্রতিষ্ঠানে ঋণ কর্মসূচিতে অভিজ্ঞ প্রার্থীকে অগ্রধিকার এবং শিক্ষানবীশকাল শিথিলযোগ্য।

প্রার্থীদের মোটর সাইকেল চালানো জানতে হবে এবং তাদের বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

সরাসরি যোগাযোগের জন্য আবেদনপত্রে অবশ্যই প্রার্থীর মোবাইল/টেলিফোন ন¤¦র উল্লেখ করতে হবে। পরীক্ষায় অংশ গ্রহণের জন্য কোন প্রকার টি.এ/ডি.এ প্রদান করা হবে না। কর্তৃপক্ষ কোন কারণ ছাড়াই যে কোন দরখাস্ত বাতিলের অধিকার সংরক্ষণ করেন।

আরডিএস এর চাকুরী থেকে অব্যহতি পেয়েছে অথবা চাকুরী থেকে বরখাস্ত করা হয়েছে এমন প্রার্থীর আবেদন করার প্রয়োজন নেই।

অধ্যয়নরত প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। যে কোন তদবির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে।

rds-bd org Job Circular 2023

আবেদন যেভাবে : আরডিএস সম্পর্কে বিস্তারিত জানার জন্য সংস্থার ওয়েবসাইট www.rds-bd.org ভিজিট করুন। তাছাড়া নিন্মোক্ত ঠিকানা হতে সরাসরি তথ্য সংগ্রহ করা যাবে। দরখাস্ত পাঠানোর ঠিকানা- নির্বাহী পরিচালক, রুরাল ডেভেলপমেন্ট সংস্থা (আরডিএস), ৪৯ গৃর্দ্দানারায়নপুর, শেরপুর টাউন, শেরপুর-২১০০।

Latest Job Newsটেকনিক্যাল অফিসার নিবে, Worldfish