The news is by your side.

উপব্যবস্থাপনা পরিচালক পদে চাকরি দিবে রাজশাহী ওয়াসা

Deputy Managing Director (Engineering)

1

রাজশাহী ওয়াসা নিয়োগ ২০২২ : রাজশাহী ওয়াসা ‘উপব্যবস্থাপনা পরিচালক (প্রকৌশল)’  পদে চুক্তিভিত্তিক নিয়ােগ ১জনকে নিয়োগ দিবে । রাজশাহী ওয়াসা নিয়োগ ২০২২ তথ্যমতে চুক্তির মেয়াদ ০৩ বছর । আপনি যদি রাজশাহী ওয়াসা নিয়োগে  Deputy Managing Director (Engineering) পদে যোগ্য ও আগ্রহী এবং বাংলাদেশী নাগরিক হন তাহলে এই পোষ্টে দেয়া নিয়ম অনুসরন করে সঠিক পদ্ধতিতে আবেদন করুন ।

চাকরির খবর ২০২২ : বাংলাদেশ সেনাবাহিনী ১০তম ও ২০তম গ্রেডে একাধিক পদে চাকরি দিবে

রাজশাহী ওয়াসা নিয়োগ ২০২২

পদের নাম: উপব্যবস্থাপনা পরিচালক (প্রকৌশল)
পদের সংখ্যা: ০১টি

আবেদন যোগ্যতা ও অভিজ্ঞতা
প্রার্থীদের বিএসসি ইঞ্জিনিয়ারিং বা সমমানের ডিগ্রির সাথে বাণিজ্যিক অথবা পাবলিক ইউটিলিটিস এর অধীনে
পরিচালিত পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন এবং স্টর্ম ওয়াটার ও নর্দমার ফ্যাসিলিটিসমূহের ডিজাইন বাস্তবায়নসহ অপারেশন ও রক্ষণাবেক্ষণ-এর ক্ষেত্রসমূহে দেশে বিদেশে ন্যূনতম ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

রাজশাহী ওয়াসা নিয়োগ 2022

বৈদেশিক অর্থায়নে বাস্তবায়িত প্রকল্পে কাজ করার অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেয়া হবে। এছাড়া LGED/DPHE/WASA -তে কাজ করার অভিজ্ঞতাকে অতিরিক্ত Weightage হিসাবে গণ্য করা হবে। স্নাতকোত্তর /পিএইচডি ডিগ্রি অতিরিক্ত যােগ্যতা হিসেবে বিবেচিত হবে। কম্পিউটার এপ্লিকেশন ও সংশ্লিষ্ট প্রফেশনাল সফটওয়্যার ব্যবহারের ক্ষেত্রে দক্ষতা থাকতে হবে।

Rajshahi Wasa Job Circular 2022

বয়সসীমা ও অন্যান্য: প্রার্থীদের সর্বনিম্ন বয়স ৫০ বছর হতে হবে। বয়সের প্রমাণস্বরূপ এসএসসি সার্টিফিকেটের কপি প্রদান করতে হবে। আবেদনকারী সর্বশেষ যে প্রতিষ্ঠানে কর্মরত আছেন /ছিলেন সে প্রতিষ্ঠান প্রধান অথবা তার নিয়ােগকারী কর্তৃপক্ষ থেকে “অতীত চাকুরীকাল সন্তোষজনক” মর্মে প্রত্যয়নপত্র দাখিল করতে হবে। চাকুরীরত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদনপত্র দাখিল করতে হবে এবং চূড়ান্ত নির্বাচিত হলে রাজশাহী ওয়াসায় যােগদানের সময় প্রার্থীর মূল সংস্থা অথবা কর্তৃপক্ষের ছাড়পত্র /লিয়েনাদেশ দাখিল করতে হবে। অসত্য বিভ্রান্তিকর তথ্য ও ডকুমেন্টস দাখিল করা হলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।

চাকরির খবর ২০২২ : ডিজিটাল প্রোডাক্ট ম্যানেজার পদে চাকরি দিবে বাংলালিংক

রাজশাহী ওয়াসা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

বেতন-স্কেল: ন্যাশনাল পে স্কেল এর সাথে সামঞ্জস্য রেখে রাজশাহী ওয়াসা বাের্ড কর্তৃক বেতন ভাতা ও অন্যান্য সুবিধাদি নির্ধারণ করা হবে।

চাকরির খবর ২০২২ : স্নাতক পাসে গ্রামীণফোনে ‘ব্র্যান্ড স্ট্রাটেজিস্ট’ পদে চাকরি

আবেদন ফি: ব্যবস্থাপনা পরিচালক, রাজশাহী ওয়াসা বরাবর ১০০০ (এক হাজার) টাকার পে অর্ডার ব্যাংক ড্রাফট ও সংশ্লিষ্ট সকল ডকুমেন্টসমূহ সংযুক্ত করে আগামী ০৯.০২.২০২২ খ্রিঃ তারিখ বিকেল ৫:০০ টার মধ্যে রাজশাহী ওয়াসা দপ্তরে আবেদনপত্র দাখিল করতে হবে। শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত (short listed) প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানাে হবে।

Govt Job Circular 2022 | All Government Job in Bangladesh

মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন টিএ/ডিএ প্রদান করা হবে না। রাজশাহী ওয়াসা বাের্ড কোন কারণ ব্যতিরেকেই যে কোন /সকল আবেদন বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে। কোন সরকারী /আধা-সরকারী /স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হতে বরখাস্ত (ডিসমিসড) বা কোন ফৌজদারী আদালতে সাজাপ্রাপ্ত ব্যক্তি উক্ত পদের জন্য অযােগ্য বলে বিবেচিত হবেন।

আবেদনের সময়সীমা: ০৯ ফেব্রুয়ারি ২০২২ তারিখ

চাকরির খবর ২০২২ : ঢাকা বোট ক্লাবে ‘সিকিউরিটি গার্ড’ পদে ৬ জনের চাকরি

ওয়াসা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ : ওয়াসা নিয়োগ বিজ্ঞপ্তি 2022, ঢাকা ওয়াসা পাম্প অপারেটর নিয়োগ ২০২২, খুলনা ওয়াসা নিয়োগ বিজ্ঞপ্তি 2022, চট্টগ্রাম ওয়াসা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, ঢাকা ওয়াসা নিয়োগ প্রশ্ন বিগত সালের, ওয়াসা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, ওয়াসা নিয়োগ বিজ্ঞপ্তি 2022, চট্টগ্রাম ওয়াসা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, ঢাকা ওয়াসা রাজস্ব পরিদর্শক নিয়োগ ২০২২, চট্টগ্রাম ওয়াসা নিয়োগ বিজ্ঞপ্তি 2022, ঢাকা ওয়াসা পাম্প অপারেটর নিয়োগ ২০২২, খুলনা ওয়াসা নিয়োগ বিজ্ঞপ্তি 2022, রাজশাহী ওয়াসা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ সহ ওয়াসা নিয়োগ বিষয়ক প্রয়োজনীয় সকল তথ্য পেতে ভিজিট করুন WASA | JOB PORTAL ওয়েবসাইটের এই পৃষ্ঠাটি ।

Latest job Hiring 2022 | সর্বশেষ চাকরির খবর ২০২২

Source বাংলাদেশ প্রতিদিন
1 Comment
  1. […] Job Circular 2022 : উপব্যবস্থাপনা পরিচালক পদে চাকরি দিবে… […]

Leave A Reply

Your email address will not be published.