The news is by your side.

প্রমি এগ্রো ফুডস লিমিটেড দুই পদে ১৬০ জনের চাকরি

Prome Agro Foods Job Circular 2022

প্রমি এগ্রো ফুডস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ : দেশের শীর্ষস্থানীয় খাদ্যপণ্য উৎপাদন, বিপণন ও জাতীয় রপ্তানিতে স্বর্ণপদক অর্জনকারী প্রতিষ্ঠান প্রমি এগ্রো ফুডস্ লিঃ এর পণ্য সামগ্রী দ্রুত বাজারজাত ও সরবরাহ করার লক্ষ্যে ঢাকা সহ দেশব্যাপী ডিলার/কমিশন ডিলার নিয়ােগ চলছে। এর পাশাপাশি সেলস্ এন্ড মার্কেটিং বিভাগে জরুরী ভিত্তিতে দুই পদে ১৬০ জনকে নিয়ােগ দিতে প্রমি এগ্রো ফুডস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশ করেছে । আগ্রহীদের পোষ্টের নিচে দেয়া ঠিকানায় উল্লেখিত তারিখে যোগাযোগ করতে বলা হলো ।

প্রমি এগ্রো ফুডস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

১। পদের নাম: এরিয়া সেলস ম্যানেজার (এ.এস.এম)
পদের সংখ্যা: ১০ জন (পুরুষ)
শিক্ষা যোগ্যতা: সাতক/সাতকোত্তর
অভিজ্ঞতা: খাদ্য পণ্য বিপণনকারী প্রতিষ্ঠানে সমমানের পদে নূন্যতম ৩-৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: ২৭ থেকে ৪০ বছর।

২। পদের নাম: সেলস অফিসার (এস.ও)
পদের সংখ্যা: ১৫০ জন (পুরুষ)
শিক্ষা যোগ্যতা: এস এস সি/এইচ এস সি
অভিজ্ঞতা: খাদ্য পণ্য বিপণনকারী প্রতিষ্ঠানে সমমানের পদে নূন্যতম ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আগ্রহী পরিশ্রমী,উদ্যমী ও নতুন প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
বয়স: ১৮-৩০ বছর।

প্রমি এগ্রো ফুডস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

আগ্রহী চাকুরী প্রত্যাশীগনকে জীবন বৃত্তান্ত, দুই কপি পাসপাের্ট সাইজ ছবি, সকল শিক্ষাগত যােগ্যতার সনদের ফটোকপি, জাতীয় সনদপত্র এবং অভিজ্ঞতার সনদের ফটোকপি সরাসরি  উপস্থিত হয়ে মৌখিক পরীক্ষায় অংশ গ্রহণের জন্য অনুরােধ করা হলাে।

Prome Agro Foods Job Circular 2022

প্রমি এগ্রো ফুডস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ সরাসরি সাক্ষাৎ এর স্থান ও তারিখ অফিসিয়াল নিয়োগ চিত্রে দেখুন ।

Prome Agro Foods Job Circular 2022

প্রমি গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

আগ্রহী চাকুরী প্রত্যাশীগনকে জীবন বৃত্তান্ত, দুই কপি পাসপাের্ট সাইজ ছবি, সকল শিক্ষাগত যােগ্যতার সনদের ফটোকপি, জাতীয় পরিচয়পত্র এবং অভিজ্ঞতার সনদের ফটোকপি সহ আগামী ১৯/০৭/২০২২ ইং থেকে ১২/০৮/২০২২ ইং পর্যন্ত শুধুমাত্র শুক্রবার সমূহে ঢাকা আব্দুল্লাহপুর, উত্তরা কার্যালয়ে এবং প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টার মধ্যে ঢাকার প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে মৌখিক পরীক্ষায় অংশ গ্রহণের জন্য অনুরােধ করা হলাে।

See also  হা-মীম গ্রুপে অফিসার পদে চাকরি, কর্মস্থল: ঢাকা

প্রমি গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, প্রমি এগ্রো ফুডস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, প্রমি গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, PROMI agro foods limited Job Circular 2022, প্রমি গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, প্রমি গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, প্রমি গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি

চাকরির খবর ২০২২, Govt Job Circular 2022, চাকরির খবর ২০২২, Chakrir Khobor 2022, সরকারি চাকরির খবর ২০২২, সরকারি চাকরির খবর ২০২২, সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, Govt Job 2022, সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ পেতে এই লিংকে প্রবেশ করুন

Source প্রথম আলো
Via সেরাজবস ডট কম