মেরিন ক্যাডেট প্রশিক্ষণ কোর্সে ভর্তি ২০২২-২০২৩ – Merin Academy Admission Circular 2023
Merin Academy Admission Circular 2023
মেরিন ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩ : বাংলাদেশ মেরিন একাডেমি, চট্টগ্রাম সহ সরকারি/বেসরকারি মেরিটাইম শিক্ষা প্রতিষ্ঠানে মেরিন ক্যাডেট প্রশিক্ষণ কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩ সালের নটিক্যাল / ইঞ্জিনিয়ারিং ক্যাডেট হিসেবে যােগদানে আগ্রহীদের ৩১ জুলাই ২০২২ তারিখের মধ্যে আবেদন করতে হবে। মেরিন ক্যাডেট প্রশিক্ষণ কোর্সে ভর্তি ২০২২-২০২৩ ক্যাডেট ভর্তির জন্য অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে।
চাকরির খবর ২০২২ : গার্মেন্টস চাকরি নারায়ণগঞ্জ ২০২২ – Sr. IE Executive (Garments Sewing)
মেরিন ক্যাডেট প্রশিক্ষণ কোর্সে ভর্তি ২০২২-২০২৩
মেরিন ক্যাডেট প্রশিক্ষণ কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩ অনুসারে মেরিন একাডেমির না ও আসন সংখ্যা: প্রয়ােজনীয়তা বিবেচনা করে সরকার আসন সংখ্যা কম বেশি করতে পারে।
- ১. বাংলাদেশ মেরিন একাডেমি, চট্টগ্রাম (আসন সংখ্যা: পুরুষ-১৪০ জন ও মহিলা-২০ জন।
- ২. বাংলাদেশ মেরিন একাডেমি, পাবনা (আসন সংখ্যা: পুরুষ-৫০ জন )।
- ৩, বাংলাদেশ মেরিন একাডেমি, বরিশাল (আসন সংখ্যা: পুরুষ-৫০ জন)।
- ৪, বাংলাদেশ মেরিন একাডেমি, রংপুর (আসন সংখ্যা: পুরুষ-৫০ জন)।
- ৫. বাংলাদেশ মেরিন একাডেমি, সিলেট (আসন সংখ্যা: পুরুষ-৫০ জন )।
- ৬. মেরিন ফিশারিজ একাডেমি, চট্টগ্রাম (আসন সংখ্যা: পুরুষ-৬৫ জন ও মহিলা ০৫ জন)।
- ৭, ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমি, ঢাকা (আসন সংখ্যা: পুরুষ-৮০ জন )।
- ৮. ওয়েষ্টার্ণ মেরিটাইম একাডেমি, ঢাকা (আসন সংখ্যা: পুরুষ-৪০ জন )।
- ৯, মাস মেরিন একাডেমি, চট্টগ্রাম (আসন সংখ্যা: পুরুষ-৪০ জন )।
Merin Academy Admission Circular 2022 – 2023
আবেদনের যােগ্যতা:
বয়স: ৩০-০৬-২০২২ ইং তারিখে সর্বোচ্চ ২২ বছর (পুরুষ/মহিলা)। আবেদনকারীদের যােগ্যতা “বাংলাদেশ নৌ-বাণিজ্যিক জাহাজ অফিসার ও নাবিক প্রশিক্ষণ, সনদায়ন, নিয়ােগ, কর্মঘন্টা এবং ওয়াচকিপিং বিধিমালা, ২০১১ অনুসারে নির্ধারিত হবে অথবা সমমানের হবে।
আবেদনকারীদের শিক্ষাগত যােগ্যতা:
এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে প্রথম বিভাগ অর্থাৎ ৬০% নম্বর অথবা জিপিএ ৩.৫০ প্রাপ্ত হয়ে উত্তীর্ণ হতে হবে এবং এইচএসসি পরীক্ষায় পদার্থবিদ্যা ও গণিতসহ প্রথম বিভাগ অর্থাৎ ৬০% নম্বর বা জি.পি.এ-৩.৫০ থাকতে হবে এবং পদার্থবিদ্যা ও গণিত বিষয়ে আলাদাভাবে ৬০% নম্বর এবং ইংরেজী বিষয়ে ৫০% নম্বর প্রাপ্ত হয়ে উত্তীর্ণ হতে হবে; ইংরেজী ৫০% নম্বর বা জিপিএ ৩.০০ এর ঘাটতি থাকলে IELTS পরীক্ষায় সামগ্রিক ভাবে ৫.৫ স্কোর থাকতে হবে। ইংলিশ মিডিয়াম পাঠ্যক্রমের ক্ষেত্রে পদার্থবিদ্যা ও গণিতসহ C গ্রেডে A-Level সনদপ্রাপ্ত এবং পদার্থবিদ্যা, গণিত, ইংরেজীসহ ন্যূনতম ৫টি বিষয় নিয়ে C গ্রেডে O-Level সনদপ্রাপ্ত অথবা সমমানের হতে হবে। উচ্চতাঃ পুরুক্ষ-৫’ ৪” এবং মহিলা ৫’ ২” ; ওজন: বিশ্ব স্বাস্থ্য সংস্থার BMI চার্ট মােতাবেক হতে হবে। (BMI নূ্যনতম ১৭ এবং সর্বোচ্চ ২৫ যেমন- ৫’ ৪”; ৪৫-৬৬ কেজি বা ৫’ ৬”: ৪৮-৭০ কেজি। দৃষ্টিশক্তি নটিক্যাল ক্যাডেটদের জন্য ৬/৬ ইঞ্জিনিয়ারিং ক্যাডেটদের জন্য ৬/১২ (চশমাসহ অবশ্যই ৬/৬ হতে হবে)।
মেরিন ভর্তি বিজ্ঞপ্তি ২০২২
আবেদনকারীকে বাংলাদেশী নাগরিক এবং অবিবাহিত হতে হবে। তবে বিদেশী নাগরিক ভর্তির ক্ষেত্রে সরকারের সংশ্লিষ্ট নিয়মনীতি/শর্তাদি প্রযােজ্য হবে।
চূড়ান্ত নির্বাচন পদ্ধতির ধাপসমূহ:
ক) এস,এস,সি ও এইচ,এস,সি এর জিপিএ এবং ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থীকে মূল্যায়ন করা হবে। এস,এস.সি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ১৫ গুন= ৭৫ নম্বর (সর্বোচ্চ); এইচ, এস,সি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ২৫ গুন = ১২৫ নম্বর (সর্বোচ্চ); ভর্তি পরীক্ষা নৈবত্তিক (MCQ পদ্ধতি) = ১০০ নম্বর; সর্বমােট = ৩০০ নম্বর; ভর্তি পরীক্ষা: নৈব্যক্তিক (MCQ পদ্ধতি) = ১০০ নম্বর এর বিষয় ভিত্তিক নম্বর বিভাজন: পদার্থবিজ্ঞান-১৫, গণিত-২৫, বাংলা-১০, ইংরেজী-২৫ ও সাধারণ জ্ঞান-১৫)। পরীক্ষায় মােট ২০০টি প্রশ্ন থাকবে।
(খ) ভর্তি পরীক্ষায় পাশ নম্বর ৪০%।
Admission – Bangladesh Marine Academy
(গ) পরীক্ষার ফলাফল ও পছন্দের ক্রমানুসারে নির্বাচিত প্রার্থীরা নির্ধারিত প্রতিষ্ঠানে প্রাথমিক শারীরিক পরীক্ষায় অংশগ্রহণ করবে এবং প্রাথমিক শারীরিক যােগ্যতা পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশগ্রহন করবে।
প্রশিক্ষণ:
চূড়ান্তভাবে মনােনীত ক্যাডেটগণ বিভিন্ন সরকারি ও বেসরকারি মেরিন একাডেমিতে প্রশিক্ষণ শেষে একাডেমি প্রদত্ত প্রি-সী নটিক্যাল সাইন্স অথবা প্রি-সী মেরিন ইঞ্জিনিয়ারিং এবং বিশ্ববিদ্যালয়ের অধিভূক্তিতে ব্যাচেলর অব মেরিটাইম সাইন্স (অনার্স) ডিগ্রী সনদপ্রাপ্ত হবেন।
অনলাইন আবেদন পদ্ধতি:
নৌপরিবহন অধিদপ্তরের ওয়েবসাইট: www.dos.gov.bd এর মাধ্যমে অনলাইনে আবেদন গ্রহন করা হবে। আবেদনের নির্দেশিকা বর্ণিত ওয়েবসাইটে প্রদান করা হয়েছে। প্রয়ােজনে যােগাযােগ: ০১৮১০০০১১৯০।
আবেদন ও লিখিত পরীক্ষার তারিখ/সময়/কেন্দ্র লিখিত পরীক্ষার তারিখ/সময় কেন্দ্র পরবর্তীতে মােবাইলে এসএমএস এর মাধ্যমে জানানাে হবে ।
Admission & Application – Bangladesh Marine Academy
আবেদনের শেষ তারিখ: ৩১ জুলাই ২০২২ খ্রিঃ।
বিশেষ নির্দেশনা :সরকারি মেরিন একাডেমি কর্তৃক পাশকৃত সকল ক্যাডেটদের চাকরির বিষয়ে স্ব স্ব একাডেমি সকল ধরনের সহযােগিতা প্রদান করবে। বেসরকারি মেরিন একাডেমি ক্যাডেট ভর্তির ক্ষেত্রে তাদের নিজস্ব নিয়মাবলী অনুসরণ করবে। বেসরকারি মেরিন একাডেমি কর্তৃপক্ষ ক্যাডেটদের জাহাজে চাকরি দিতে বাধ্য থাকবে। বাংলাদেশ মেরিন একাডেমি, চট্টগ্রাম ও মেরিন ফিশারিজ একাডেমিতে মহিলা ক্যাডেট ভর্তির ব্যবস্থা রয়েছে।
সতর্কবাণী :কোন ব্যক্তি ভর্তির নিশ্চয়তা দিয়ে আপনার নিকট অর্থ দাবী করলে নিশ্চিত জেনে রাখুন যে আপনি প্রতারিত হচ্ছেন। যে কোন প্রকার সুপারিশ প্রার্থীর অযােগ্যতা হিসেবে বিবেচিত হবে।
চাকরির খবর ২০২২ :JJS Job Circular 2022 – Jagrata Juba Shangha job Circular 2022