কর্মসংস্থান ব্যাংক এর MCQ পরীক্ষার ফলাফল : কর্মসংস্থান ব্যাংকে সরাসরি নিয়ােগযােগ্য সহকারী অফিসার (সাধারণ) পদে ৬২ টি ও সহকারী অফিসার (ক্যাশ) পদে ৬৫ টিসহ সর্বমােট ১২৭ (একশত সাতাশ) টি শূন্য পদে জনবল নিয়ােগের লক্ষ্যে ১৯.১১.২০২১ তারিখে অনুষ্ঠিত MCQ Test এ অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে হতে সহকারী অফিসার (সাধারণ) পদে ১০৫৭ জন এবং সহকারী অফিসার (ক্যাশ) পদে ১০৭৬ জনসহ সর্বমােট ২১৩৩ জন প্রার্থী লিখিত পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হয়েছেন। লিখিত পরীক্ষার জন্য যােগ্য বিবেচিত প্রার্থীদের রােল নম্বর নিম্নে প্রদত্ত হলাে :
অনলাইনে আবেদনকৃত প্রার্থীদের মধ্যে যোগ্য প্রার্থীগণের এমসিকিউ পরীক্ষার ফলাফল করা হয়েছে। যারা আবেদন করেছেন তারা গত ১৯/১১/২০২১ তারিখে অনুষ্ঠিত পরীক্ষার ফলাফল দেখুন। কর্মসংস্থান ব্যাংক (Karmasangsthan Bank KB Bank) ওয়েবসাইট থেকে তারা খুব সহজেই নিম্নের প্রক্রিয়ায় প্রবেশপত্র (Admit Card) ডাউনলোড করতে পারবেন।
লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ পরবর্তীতে কর্মসংস্থান ব্যাংক ও বিডিজবস.কম লি: এর ওয়েবসাইটসহ দৈনিক পত্রিকায় এবং সংশ্লিষ্ট প্রার্থীদের মােবাইলে এসএমএস- এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে।