লিটল ম্যাগাজিন প্রদর্শনী ও সম্মাননা ২০২৩ : Little Magazine Awards 2023 বুদ্ধিবৃত্তিক ও সৃজনশীল শিল্প-সাহিত্য চর্চার বিকাশে লিটল ম্যাগাজিনের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বাংলাদেশ শিল্পকলা একাডেমি দ্বিতীয় লিটল ম্যাগাজিন প্রদর্শনী আয়ােজন এবং সম্মাননা প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে।
লিটল ম্যাগাজিন প্রদর্শনী ও সম্মাননা ২০২৩
সে লক্ষে বাংলাদেশের লিটলম্যাগ সম্পাদকদের নিকট থেকে প্রকাশিত লিটল ম্যাগাজিনের প্রতিটি সংখ্যার (Issue) একটি করে কপি আহ্বান করতে লিটল ম্যাগাজিন প্রদর্শনী ও সম্মাননা ২০২৩ প্রকাশিত হয়েছে।
আবেদন যে ঠিকানায়: লিটল ম্যাগাজিন ৩০ নভেম্বর ২০২২ এর মধ্যে মহাপরিচালক, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, সেগুনবাগিচা, রমনা, ঢাকা বরাবর পাঠাতে হবে।
প্রয়ােজনে: shilpakalabd@gmail.com, soumyasalek87@gmail.com, Tel: 0222 3382836 ।