হামদর্দ ল্যাবরেটরীজে চাকরির সুযোগ
Hamdard Laboratories Bangladesh Job
হামদর্দ ল্যাবরেটরীজ বাংলাদেশ নিয়োগ ২০২২ : ন্যাচারাল মেডিসিনের জনপ্রিয়তা বিশ্বজুড়ে ক্রমবিকাশমান। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের পাশাপাশি বাংলাদেশে ন্যাচারাল মেডিসিন আধুনিকায়নের পথ প্রদর্শক হিসেবে কাজ করছে হামদর্দ বাংলাদেশ। শতাব্দীব্যাপী নিরবচ্ছিন্ন গবেষণা ও সর্বাধুনিক বৈজ্ঞানিক প্রযুক্তির সমন্বয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন ও জি.এম.পি অনুসরণ করে হামদর্দ বাংলাদেশ ইউনানী, আয়ুর্বেদিক এবং হারবাল ওষুধকে আধুনিক পরিবেশনায় উৎপাদন ও বাজারজাত করছে।
চাকরি থেকে আরও : বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ ২০২২ সার্কুলার | নাবিক ও এমওডিসি(নৌ) ভর্তি বি-২০২২ ব্যাচ
হামদর্দ ল্যাবরেটরীজ বাংলাদেশ নিয়োগ ২০২২
সম্প্রতি হামদর্দ হলিস্টিক প্রােডাক্ট এবং হলিস্টিক চিকিৎসা সেবা দেশের সকল মানুষের দোরগােড়ায় দ্রুত পৌছে দেয়া ও মার্কেট সম্প্রসারণের লক্ষ্যে নিম্নোক্ত পদসমূহে নিয়ােগের জন্য সৎ, উদ্যমী, গতিশীল, পরিশ্রমী ও টার্গেট অর্জনে দৃঢ় প্রত্যয়ী প্রার্থীদের নিকট থেকে দরখাস্তের আহ্বান জানিয়ে হামদর্দ ল্যাবরেটরীজ বাংলাদেশ নিয়োগ ২০২২ প্রকাশ করেছে ।
Hamdard Laboratories Bangladesh Job
পদের নাম: মেডিকেল প্রতিনিধি (Medical Representative)
শিক্ষাগত যােগ্যতা: স্নাতক (সম্মান/পাস)/সমমান (বিজ্ঞান বিভাগের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে)
কাজের স্থান: বাংলাদেশের যেকোন স্থানে
বয়স সর্বোচ্চ ৩০ বছর।
বেতন: আকর্ষনীয় বেতন ও অন্যান্য সুযােগ সুবিধা প্রধান করা হবে ।
পদের নাম: বিক্রয় প্রতিনিধি (Sales Representative)
শিক্ষাগত যােগ্যতা: এইচএসসি/সমমান (বিজ্ঞান বিভাগের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে)
কাজের স্থান: বাংলাদেশের যেকোন স্থানে
বয়স সর্বোচ্চ ৩০ বছর।
বেতন: আকর্ষনীয় বেতন ও অন্যান্য সুযােগ সুবিধা প্রধান করা হবে ।
চাকরির খবর ২০২২ | নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
প্রয়ােজনীয় তথ্য: সকল শিক্ষাগত যােগ্যতার সনদপত্র, মার্কশীট, অভিজ্ঞতার সনদপত্র (যদি থাকে), জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি, সদ্যতােলা ৩ কপি পাসপাের্ট সাইজের রঙ্গিন ছবি ও পূর্ণ জীবন বৃত্তান্ত।
হামদর্দ ল্যাবরেটরীজ নিয়োগ ২০২২
নােট: প্রার্থীর স্বহস্তে লিখিত আবেদনপত্র নিম্ন ঠিকানায় পরিচালক মানব সম্পদ উন্নয়ন বরাবরে ডাকযােগে অথবা সরাসরি প্রেরণ করতে হবে। আবেদনের শেষ তারিখ: ১৯ ফেব্রুয়ারী, ২০২২ইং। উক্ত পদসমূহে ফেরতযােগ্য জামানত আবশ্যক।
প্রতিষ্ঠানের ঠিকানা: হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াকফ) বাংলাদেশ রূপায়ন ট্রেড সেন্টার, লেভেল: ১২-১৩
ফোন : (০২) ৪৮৩১১৩০১-৬। ১১৪ কাজী নজরুল ইসলাম এভিনিউ বাংলামটর, ঢাকা-১০০০।
ইমেইল : hrd@hamdard.com.bd
ওয়েব : www.hamdard.com.bd
চাকরি থেকে আরও : সেতু এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | SETU NGO Job Circular 2022