The news is by your side.

বন অধিদপ্তরের লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ, পরীক্ষার্থী ২৬০০

বন অধিদপ্তরের উচ্চমান সহকারী পদের লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে। বাছাইকৃত ২ হাজার ৬০০ প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নিতে পারবেন। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।

বন অধিদপ্তরের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ

বন অধিদপ্তরের উচ্চমান সহকারী পদের লিখিত পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে উচ্চমান সহকারী পদের লিখিত পরীক্ষা আগামী ৪ মার্চ অনুষ্ঠিত হবে। রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে এ পরীক্ষা নেওয়া হবে।

বন অধিদপ্তরের উচ্চমান সহকারী পদের লিখিত পরীক্ষার প্রবেশপত্র প্রার্থীর বর্তমান ঠিকানায় ডাকযোগে পাঠানো হয়েছে। লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ বা ডিএ দেওয়া হবে না। পরীক্ষাকেন্দ্রে কোনো প্রকার যোগাযোগ যন্ত্র ও ক্যালকুলেটর আনা যাবে না।

কলম, পেনসিল, স্কেল ইত্যাদি সঙ্গে আনতে হবে। মাস্ক পরা, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার, সামাজিক দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্যবিধি মেনে লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। প্রবেশপত্র, জাতীয় পরিচয়পত্রের মূল কপিসহ পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে।

আরও পড়ুনপ্ল্যান ইন্টারন্যাশনালে নিয়োগ ২০২২। Plan International Jobs Opportunity 2022

See also  ব্র্যাক ব্যাংকে 'অ্যাসোসিয়েট ম্যানেজার' পদে চাকরি