টাঙ্গাইল উপজেলা পরিবার পরিকল্পনা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ : প্রশাসনিক অনুমােদন সাপেক্ষে (প্রকল্প মেয়াদকালীন) দুর্গম ও কম অগ্রগতি সম্পন্ন এলাকায় LARC & PM কার্যক্রমের গতিশীলতা এবং মা ও শিশু স্বাস্থ্যসেবার মান উন্নয়নের লক্ষ্যে নিয়মিত মাঠকর্মীদের পাশাপাশি ১৫২৪ বছর বয়সি সক্ষম যুব দম্পতিদের মাঝে LARC & PM কার্যক্রম বাস্তবায়নের জন্য (১ বছরের জন্য) পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আওতাধীন শূন্য পদ পূরণের নিমিত্তে পদের পাশে উল্লিখিত সংশ্লিষ্ট ইউনিয়ন/ওয়ার্ড ইউনিটের কর্ম এলাকার ১৮-৩০ বছর বয়সি স্থায়ী (বিবাহিত মহিলা) বাসিন্দাদের নিকট হতে কাজ নাই, ভাতা নাই” ভিত্তিতে Paid Peer Volunteer হিসেবে কাজ করতে ইচ্ছুক প্রার্থীদের নিকট থেকে শর্ত সাপেক্ষে নিধারিত ছকে স্ব-হস্তে আবেদনপত্র আহ্বান জানিয়ে টাঙ্গাইল উপজেলা পরিবার পরিকল্পনা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশ করেছে ।
টাঙ্গাইল উপজেলা পরিবার পরিকল্পনা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
প্রতিষ্ঠানের নাম: উপজেলা পরিবার পরিকল্পনা অফিস টাঙ্গাইল
পদের নাম: Paid Peer Volunteer
পদের সংখ্যা: ১২ জন
প্রার্থীর ধরন : শুধুমাত্র (বিবাহিত মহিলা) প্রার্থীগণ আবেদন করতে পারবেন ।
বয়সসীমা: বয়স ১৮-৩০ বছর পর্যন্ত (আগামী ০২/১১/২০২২ খ্রিঃ তারিখে ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে ।
সুবিধাদি : “কাজ নাই, ভাতা নাই” ভিত্তিতে Paid Peer Volunteer দের জনপ্রতি সাধারণ এলাকায় দৈনিক যাতায়াত ভাতা বাবদ ৩০০ টাকা ও নাস্তা বাবদ ১০০ টাকা হিসেবে মােট ৪০০ (চারশত) টাকা হিসেবে পরিশােধ করা হবে। সরকারী বিধি মােতাবেক অন্যান্য সুবিধা পাবেন।
পরীক্ষা পদ্ধতি : ১০০ নম্বরের মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।
টাঙ্গাইল জেলা পরিবার পরিকল্পনা নিয়োগ
আবেদনের নিয়ম : আগামী ০১ নভেম্বর ২০২২ খ্রিঃ তারিখে অফিস চলাকালীন সময়ে মেডিক্যাল অফিসার (এমসিএইচ-এফপি) ও সদস্য সচিব, Paid Peer Volunteer নিয়ােগ ও বাছাই কমিটি, উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, ভূঞাপুর, টাঙ্গাইল বরাবরে নির্ধারিত ছকে ১৫ নভেম্বর ২০২২ খ্রিঃ তারিখের মধ্যে আবেদন করতে হবে। আবেদন ফরম উপজেলা। পরিবার পরিকল্পনা কার্যালয়, ভূঞাপুর হতে সংগ্রহ করতে হবে। আবেদনপত্রের খামের উপর পদের নাম এবং ইউনিয়ন ইউনিটের নম্বর মােটা অক্ষরে লিখতে হবে।
যাচাই-বাছাই শেষে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, ভূঞাপুর থেকে ১৭ নভেম্বর২০২২ খ্রিঃ তারিখ সকাল ১০.০০ ঘটিকা হতে প্রবেশপত্র প্রদান করা হবে।