The news is by your side.

সিএসএস এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | CSS NGO Job Circular 2022

www.cssbd.org job circular 2022

সিএসএস এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ : CSS NGO Job Circular 2022 সিএসএস একটি জনকল্যাণব্রতী স্বেচ্ছাসেবী সংস্থা। ১৯৭২ সাল থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংস্থার এমআরএ সনদ নং: ০২৫৭৮-০১৯৭৭-৮০১২১৯। হার মাইক্রোফাইন্যান্স (এমএফপি) প্রােগ্রামের জন্য নিম্ন বর্ণিত শর্ত সাপেক্ষে কর্মী নিয়ােগ করা হবে। সিএসএস এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ অনুসারে যোগ্যতাপূরণ সাপেক্ষে আবেদনের সুযোগ রয়েছে আপনারও । আপনি যদি স্বেচ্ছাসেবী সংস্থা সিএসএস NGO তে চাকরি প্রত্যাশী হন তবে দেরী না করে আজই আবেদনের প্রস্তুতি নিন ।

সিএসএস এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

পদের নামঃ লেন অফিসার
পদের সংখ্যাঃ ২০০ জন
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক/স্নাতকোত্তর

কর্মস্থলঃ বাংলাদেশের যেকোনাে এলাকা
চাকুরীর ধরনঃ ফুল টাইম
বয়সঃ সর্বোচ্চ ৩৫ বছর
বেতনঃ অস্থায়ী অবস্থায় (১৭,৭৫০-১৯,৮৩২) স্থায়ী হলে (১৯,৫০০-২১,৬০০)

CSS NGO Job Circular 2022

কাজের সংক্ষিপ্ত বিবরণ : জরিপের মাধ্যমে সদস্য ভর্তি, দলগঠন, ফণ বিতরণ, নির্ধারিত সময়ে ঋণের কিস্তি ও সঞ্চয় আদায় । প্রার্থীর যােগ্যতা ও অন্যান্য শর্তাবলী : প্রার্থীকে বাংলাদেশের যেকোনাে এলাকায় ও সিএসএস এর অভ্যন্তরীণ নীতিমালা এবং জব ডেসক্রিপশন অনুযায়ী কাজ করার মানসিকতা থাকতে হবে। মাইক্রোফাইন্যান্স প্রােগ্রামের উপর যেকোনাে ধরনের প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীদের সংস্থার চাহিদা মােতাবেক আইনগত অভিভাবকের নিকট হতে অঙ্গীকারনামা দিতে হবে। আবেদনপত্রে অবশ্যই প্রার্থীর মােবাইল নাম্বার উল্লেখ করতে হবে।

www.cssbd.org job circular 2022

সুযোগ সুবিধা : পিএচ সুবিধ, গ্রাচুইটি সুবিধা, বাৎসরিক ইনক্রিমেন্ট সুবিধা, ইনসেন্টিভ সুবিধা, বীমা সুবিধা, ক্রেড্রিট ভাতা, দূৰত্ব ভাতা, মেবাইল বিল, মােট বেতনের সমপরিমাণ ১টি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, পিকনিক ভাতা, কর্মী সহায়তা তহবিল, শিক্ষা সহায়তা তহবিল, জ্বালানি বিল প্রদান, পুরুষ কর্মীদের ফ্রি আবাসিক সুবিধা, বাত্সরিক ৩০ দিন ছুটি এবং বছরে ১২ দিন ছুটি রিজার্ল্ড করা যাবে যার বিপরীতে চাকুরী শেষে আর্থিক সুবিধা প্রদান, প্রতি বছরে পবিত্র ঈদ-উল-ফিতর, পবিত্র ঈদ-উল-আযহা এবং শারদীয়া দুর্গা পূজা উপলক্ষ্যে প্রত্যেকটি পর্বে ০৭ দিন/১ সপ্তাহ করে দুটি প্রদান, তাছাড়াও প্রযােজ্য ক্ষেত্রে পিতৃত্ব ও মাতৃত্বজনিত ছুটি।

See also  ম্যানেজার পদে চাকরি দিবে ব্র্যাক, কর্মস্থল : ঢাকা

CAREERS – CSS Bangladesh

প্রয়োজনীয় তথ্যঃ আগ্রহী প্রার্থীদের উল্লিখিত ঠিকানাগুলির যেকোনো একটি ঠিকানায় (যেখানে পরীক্ষা দিতে ইচ্ছা সেই ঠিকানাতে আগামী ৩১.৫.২০১২ তারিখের মধ্যে আযেন পত্রের সাথে ২ কপি পাসপাের্ট সাইজ সত্যায়িত দিন। ছবিসহ সকল কাগজপত্র (জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যােগ্যতা সনদপত্র, অভিজ্ঞতার সনদপত্র (যদি থাকে) ও অন্যান্য প্রয়ােজনীয় কাগজপত্র) এর সত্যায়িত ফটোকপি পরিচালক এইচআরএম অ্যান্ড্র পিএমইএল বরাবর পাঠাতে হবে। খামের উপরে প্রার্থীগণকে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।

সিএসএস এনজিও নিয়োগ 2022

আবেদনের ঠিকানাঃ সিএসএস উত্তরা ব্রাঞ্চ, বাড়ি নং-২৬, রােড় নং-১১, সেক্টর-৪, উত্তরা মডেল টাউন, উরা, ঢাকা । ২) সিএসএস বহদ্দারহাট , বাড়ি নং-৫৪৩, বিব্লক, রে’ নং-৮/এ চান্দগাঁও আবাসিক এলাকা, চট্রগ্রাম। ৩) সিএসএস কুমিল্লা সদর-০১ ব্রাঞ্চ, প্রিয়ম নিৰস, চম্পক নগর, সাতরা গাউছে পাক জামে মসজিদের পূর্ব পাশে, ডাকঘর-হালিমা নগর, উপজেলা-আলশ সল, জেলা-কুমিল্লা। আরাে বিস্তারিত জানতে www.bdjobs.com এবং www.cssbd.org সাইটে দেখুন।

আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখঃ ৩০ মে ২০২২ তারিখ।