The news is by your side.

সিসিডিবি এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ | CCDB Job Circular 2023

Christian Commission for Development in Bangladesh: CCDB

CCDB Job Circular 20223: সিসিডিবি জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা, এমআরএ সনদ নম্বর-২৯৫। বিভিন্ন জেলায় সংস্থার উন্নয়নমূলক কার্যক্রমের পাশাপাশি সিসিডিবি’র মাইক্রো ফাইন্যান্স প্রােগ্রাম পরিচালনার জন্য শাখা ব্যবস্থাপক ও মাঠ সংগঠক’ পদে লােক নিয়ােগের লক্ষ্যে সিসিডিবি এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশ করেছে ।

CCDB Job Circular 2023

১। পদের নাম: শাখা ব্যবস্থাপক
কাজের প্রকৃতি: স্বাধীনভাবে ক্ষুদ্রঋণ কার্যক্রমের শাখা পর্যায়ের যাবতীয় কর্মকাণ্ড পরিচালনা করা।
আবেদন যােগ্যতা ও অন্যান্য: স্নাতকোত্তর পাশসহ (৩টি দ্বিতীয় বিভাগ) ক্ষুদ্রঋণ শাখা ব্যবস্থাপক হিসেবে কমপক্ষে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। মােটর সাইকেল চালানাের বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
বয়স: অনূর্ধ্ব ৩৮ বছর।
বেতন: শিক্ষানবিশকালে সর্বসাকুল্যে মাসিক বেতন ২৫,০০০/= টাকা।

২। পদের নাম: মাঠ সংগঠক
কাজের প্রকৃতি: ক্ষুদ্রঋণ কার্যক্রমে ঋণ বিতরণ ও আদায়ের কাজ পরিচালনা করা।
আবেদন যােগ্যতা ও অন্যান্য : ন্যূনতম এইচএসসি পাশ। দুটো পরীক্ষায় দ্বিতীয় বিভাগ অথবা ২.৫ জিপিএ থাকতে হবে। জাতীয় পর্যায়ের এমআরএ’র সনদপ্রাপ্ত এনজিওতে ঋণ কার্যক্রমে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বাইসাইকেল চালানাে বাধ্যতামূলক।
বয়সসীমা: ২২-৩২ বছর।
বেতন: সর্বসাকুল্যে মাসিক বেতন ১৭,০০০/= টাকা।

সিসিডিবি এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

প্রয়োজনীয় তথ্য: উক্ত পদগুলোয় ৬ মাস পর স্থায়ীকরণ করা হবে এবং সংস্থার প্রচলিত বেতন স্কেল অনুযায়ী অন্যান্য সুযােগ-সুবিধাদি প্রদান করা হবে। এছাড়া প্রার্থীদের যােগদানের সময় ৩০০ টাকার নিন-জুডিশিয়াল স্ট্যাম্পে জামানতনামা, সর্বশেষ শিক্ষাবর্ষের মূল সনদপত্র এবং ১নং পদের জন্য ১৫,০০০ টাকা এবং ২ নং পদের জন্য ১০,০০০ টাকা সিকিউরিটি মানি (সুদসহ ফেরতযােগ্য) হিসেবে জমা দিতে হবে।

এনজিও চাকরির খবর ২০২২

সিসিডিবি এনজিও নিয়োগ ২০২২

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের আগামী ৩১ ডিসেম্বর ২০২২ তারিখের মধ্যে স্বহস্তে লিখিত দরখাস্ত, সদ্য তােলা পাসপাের্ট সাইজের এক কপি রঙিন ছবি ও জীবন-বৃত্তান্তসহ (অভিজ্ঞতার বিবরণসহ) এইচআরএমডি বিভাগ, সিসিডিবি, ৮৮ সেনপাড়া পর্বতা, মিরপুর-১০, ঢাকা-১২১৬ -এই ঠিকানায় মােবাইল নম্বর উল্লেখ করে আবেদন পাঠাতে হবে ।

See also  হিসাব মহানিয়ন্ত্রক কার্যালয়ের কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের মৌখিক পরীক্ষার সূচি

চাকরির খবর ২০২২ থেকে :ব্র্যাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি 2022 | Assistant Engineer, Electrical, Construction