কানাডা ভিসা আবেদনের নিয়ম : (Canada Visa Application 2023) কানাডা যেতে চান? বাংলাদেশ থেকে কানাডার ভিসা পেতে কি করতে হবে, কানাডা ভিসা পেতে কোথায় আবেদন করতে হবে, কানাডা ভিসা পেতে কি কি লাগবে জেনে নিন এই আর্টিকেল থেকে। কানাডা উত্তর আমেরিকার একটি দেশ। কানাডার দশটি প্রদেশ এবং তিনটি অঞ্চল আটলান্টিক থেকে প্রশান্ত মহাসাগর এবং উত্তরে আর্কটিক মহাসাগর পর্যন্ত প্রসারিত, ৯.৯৮ মিলিয়ন বর্গ কিলোমিটার জুড়ে, এটি মোট আয়তনে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ।
Applicant rules in Canada
বাংলাদেশ থেকে প্রতি বছর অনেক নাগরিক কানাডায় ভ্রমনে যান। অনেকেই জানে না কানাডা ভিসা পেতে কোথায় আবেদন করতে হয়, কানাডা ভিসা পেতে কি কি লাগে, কানাডা ভিসা আবেদনের নিয়ম, আপনি যদি কানাডা ভিসা পেতে বা কানাডা ভিসা আবেদন প্রক্রিয়া সম্পর্কিত তথ্য জানতে চান তবে কানাডা ভিসা নামের এ আটিক্যাল শেষ পর্যন্ত পড়ুন।
কানাডা ভিসার আবেদন – Canada Visa Online
কানাডা ভিসা আবেদনের আগে প্রথমে যে বিষয়টিতে নজর দেয়া প্রয়োজন তা হলো নামের বানান ঠিক করা। আমাদের দেশে, অনেকেই নাম বিভিন্ন জায়গায় একেক ধরনের বানান করা হয়। তেমনি ভাবে, আমাদের নামের বানানে প্রচুর অসঙ্গতি রয়েছে। কারও নামের শুরুতে, মোঃ অন্যান্য জায়গায় মোহাম্মদ রয়েছে। সমস্ত নথির একই বানান থাকা উচিত, অন্যথায় আপনার আবেদন ফর্মটি বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। কেবল নিজের নাম নয়, এক ধরণের নাম থাকা গুরুত্বপূর্ণ।
কানাডা ভিসা আবেদনের নিয়ম
বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের স্বপ্ন কানাডায় স্থায়ীভাবে বাস করবে। কানাডার দেশ প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে গড়ে ১০,০০,০০০ লোককে টার্গেট করে থাকে। তবে সঠিক ভাবে আবেদন ফরম পূরণের অভাব এবং প্রকৃত নথি সরবরাহ না করার কারণে অনেক আবেদন ফর্ম বাতিল করা হয়। আজ আমরা জানব যে কোনও আবেদন করার জন্য ডকুমেন্টটি কী প্রয়োজন হবে।
কানাডা ভিসা ক্যাটাগরি
কানাডা ভিসা বিভিন্ন কানাডা ভিসা ক্যাটাগরির হয়ে থাকে। সাধারণত, ভিসা প্রসেসিংয়ের সময়কাল ভিসার ধরণ অনুযায়ী পরিবর্তিত হয়, সুতরাং আসুন আমরা কানাডার ভিসার ধরণ, সময় এবং কানাডা ভিসার মেয়াদ সম্পর্কে জেনে নেয়া যাক ।
কানাডা ভিজিট ভিসা প্রসেসিং টাইম
কানাডা ভিজিট ভিসা : প্রয়োজনীয় সকল কাগজপত্র সঠিক থাকলে কানাডা ভিজিট ভিসা প্রসেসিং হতে প্রায় ১৫ থেকে ২০ দিন সময় লাগে । কানাডা ভিজিট ভিসার মেয়াদ ৬ মাস থেকে ১০ বছর পর্যন্ত। How to apply for a visitor visa.
কানাডা স্টুডেন্ট ভিসা প্রসেসিং
কানাডা স্টুডেন্ট ভিসা প্রসেসিং : কানাডা স্টুডেন্ট ভিসা পেতে প্রয়োজনীয় সকল কাগজপত্র সঠিক থাকলে স্টুডেন্ট ভিসা প্রসেসিং হতে প্রায় ১ সপ্তাহ থেকে ১৬ সপ্তাহ সময় লাগে । স্টুডেন্ট ভিসার মেয়াদ প্রায় যতদিন শিক্ষার্থীদের স্টাডি প্রোগ্রাম চলবে ততদিন। কিছু সময় বাড়তি ৯০ দিন । Study permit: How to apply.
কানাডা ওয়ার্ক ভিসা এপ্লিকেশন
কানাডা ওয়ার্ক ভিসা এপ্লিকেশন : কানাডা ওয়ার্ক ভিসা প্রসেসিং এর প্রয়োজনীয় কাগজপত্র সঠিক থাকলে ওয়ার্ক ভিসা প্রসেসিং হতে প্রায় ১ মাস থেকে ৯ মাস সময় লাগে। ওয়ার্ক ভিসার মেয়াদ থাকবে প্রায় ১ বছর থেকে ২ বছর সময় পর্যন্ত। Work permit: How to apply.
কানাডা ভিসা আবেদনে যা প্রয়োজন
- আবেদনকারীর এবং তার ডিপেন্ডেড (স্বামী/স্ত্রী, সন্তান)-এর মেশিন রিডেবল পাসপোর্ট। আবেদন প্রক্রিয়া চলার সময় কমপক্ষে ৬ মাস ভ্যালিড থাকতে হবে।
- আবেদন প্রক্রিয়া চলার মাঝে মেয়াদ শেষ হওয়ার কমপক্ষে ৬ মাস আগে পাসপোর্ট রিনিউ করে নিতে হবে।
- আবেদনকারী এবং তার ডিপেন্ডেডদের জন্মনিবন্ধন। জন্মনিবন্ধন হতে হবে সরকার কর্তৃক প্রদত্ত প্রকৃত জন্মনিবন্ধন।
- ১৮ বছরের উপরের সবার ভোটার আইডি কার্ড অথবা ন্যাশনাল আইডি কার্ড থাকতে হবে।
- বিবাহিতদের জন্য Marriage Certificate এবং নিকাহনামা থাকতে হবে। বাংলাদেশে এ দুটি ডকুমেন্ট এখনও বাংলাতে ইস্যু করা হয়। তবে যে কাজী আপনাকে বিয়ে পড়িয়েছেন তার কাছে আপনি যদি আপনার বাংলা ডকুমেন্ট নিয়ে যান তবে তিনি একটি নির্দিষ্ট ফি-এর বিনিময়ে তা ইংলিশে অনুবাদ করে দেবেন।
- প্রতিটি শিক্ষাগত যোগ্যতার সনদপত্র এবং মার্কশিট ক্রেডিনশিয়াল করতে হবে। আর এ ক্রেডিনশিয়াল করার গাইড লাইন কানাডার ইমিগ্রেশনের সরকারি ওয়েবসাইটে (http://www.cic.gc.ca/) দেয়া আছে।
- IELTS স্কোর-এর সার্টিফিকেট জমা দিতে হবে। মনে রাখতে হবে, আপনি যদি স্টুডেন্ট ভিসায় আসেন তবে আপনাকে একাডেমিক পরীক্ষা দিতে হবে আর প্রায় অন্যসব ভিসার জন্য আপনাকে IELTS জেনারেল দিতে হবে।
- পুলিশ ক্লিয়ারেন্স প্রয়োজন। সে ক্ষেত্রে আপনার লোকাল থানার মাধ্যমে দরখাস্ত করতে হবে।
Immigration and citizenship – Canada.ca
বাংলাদেশের ক্ষেত্রে কানাডিয়ান সরকারি ওয়েবসাইটে এ সংক্রান্ত গাইডলাইন দেয়া আছে তা অনুসরণ করবেন। আপনার ফেসবুক এবং অন্যসব সোশ্যাল মিডিয়া কানাডার ইমিগ্রেশন বিভাগ ঘাঁটাঘাঁটি করবে। সে ক্ষেত্রে আপনার দেয়া তথ্যগুলোর সঙ্গে আপনার সোশ্যাল মিডিয়ার প্রোফাইলের পার্সোনাল ইনফরমেশনগুলোর মিল অবশ্যই থাকতে হবে।
Canada Visa Application 2023
যেসব কাগজের ফটোকপি দেবেন তা নোটারি করে দিতে হবে; তবে যে ডকুমেন্টের আসল কপি (ব্যাংক স্টেটমেন্ট) দেবেন তা নোটারি করার প্রয়োজন নেই। মিথ্যা কাগজ বানিয়ে দেবেন না। কানাডিয়ান ইমিগ্রেশন বিভাগ কোনো না কোনোভাবে আপনার এ সব ডকুমেন্টের সত্যতা খুঁজে বের করবেই।
কানাডা ভিসা আবেদনের নিয়ম, Canada Visa Application 2023, কানাডা ভিসা অনলাইন আবেদন পদ্ধতি, কানাডা ভিসা আবেদনের নিয়ম, কানাডা ভিসা ২০২৩, কানাডা ভিসা আবেদনে কি প্রয়োজন
আরও পড়ুন : ফ্রান্সে ‘Full Free Scholarship’ নিয়ে বাংলাদেশিদের পড়ার সুযোগ