বিদেশে কর্মী নিয়োগ 2022 : বিদেশে কর্মী নিয়ােগ প্রক্রিয়ায় বােয়েসেলের কোন এজেন্ট/ সাব এজেন্ট/ দালাল বা প্রতিনিধি নেই। স্বল্প খরচে সরকারিভাবে জর্ডানে গার্মেন্টস এ দক্ষ মহিলা কর্মী নিয়ােগে সরাসরি সাক্ষাৎকার । বোয়েসেলের মাধ্যমে জর্ডানের Victorious Apparels Mfg Co.Ltd. এর অধীনে নিম্নবর্ণিত পদে শুধু দক্ষ মহিলা কর্মী নিয়ােগ করা হবে । আগ্রহীদের বাংলাদেশ জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, মিরপুর-২, ঢাকা ১১ মার্চ ২০২২ তারিখ শুক্রবার, সকাল ৮.০০ টায় উপস্থিত থাকতে হবে ।
বিদেশে কর্মী নিয়োগ 2022
পদের নাম: মেশিন অপারেটর (Sewing Operator)
পদের সংখ্যা: ৪৭ জন
মাসিক বেতন: ১৭৬.৫৫ ইউ.এস ডলার
পদের নাম: কিউসি (QC)
পদের সংখ্যা: ০৩ জন
মাসিক বেতন: ১৭৬.৫৫ ইউ.এস ডলার
প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা এবং বয়স ২০-৩০ এর মধ্যে হতে হবে।
বোয়েসেল নিয়োগ বিজ্ঞপ্তি 2022
চাকরির শর্তাবলি:
১) দৈনিক ৮ (আট) ঘন্টা ডিউটি, সপ্তাহে ৬ (ছয়) দিন এবং ওভারটইম (স্বেচ্ছাধীন)
২) চাকরির চুক্তি ৩ (তিন) বৎসর (নবায়নযোগ্য)
৩) নিয়ােগকর্তা কর্তৃক থাকা, খাওয়া ও প্রাথমিক চিকিৎসা এবং পরিবহনের ব্যবস্থা করা হবে ।
৪) চাকরিতে যােগদানের বিমান ভাড়া এবং তিন বছর চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া নিয়ােগকর্তা বহন করবে ।
৫) অন্যান্য শর্ত জর্ডানের শ্রম আইন অনুযায়ী প্রযােজ্য হবে ।
৬) যাদের বিরুদ্ধে দেশে বা জর্ডানে কোনাে মামলা আছে, তারা নিয়ােগের অযােগ্য হবে ।
বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিঃ (বোয়েসেল) সার্ভিস চার্জ ও অন্যান্য খরচ : নির্বাচিত মেশিন অপারেটর/চেকারস কর্মীর ১৮,২৪০/- (আঠারাে হাজার দুইশত চল্লিশ) টাকা “বােয়েসেল, ঢাকা” নামে সােনালী ব্যাংক মাবাজার শাখা হতে একটি পে-অর্ডার করে বােয়েসেল অফিসে জমা দিতে হবে (যা জর্ডানে যাওয়ার ০৩ মাস পরে কোম্পানি ফেরত দিবে)। মেডিক্যাল ফি বাবদ ১০০০/- (এক হাজার) টাকা এবং ফিঙ্গার প্রিন্ট বাবদ ২০০/ (দুইশত) টাকা খরচ হবে।
সাক্ষাক্তারের সময় যা অবশ্যই সঙ্গে আনতে হবে :
১) ৪ (চার) কপি পাসপাের্ট সাইজ রঙিন ছবি
২) মূল পাসপাের্ট ও মূল পাসপাের্টের ছবিযুক্ত অংশের ০১ (এক) সেট রঙিন ও চার সেট সাদাকালাে ফটোকপি
৩) বর্তমান অফিসের পরিচয়পত্র/হাজিরা কার্ড
৪) শিক্ষাগত/ অভিজ্ঞতার সনদ (যদি থাকে)।
Boesl Notice Board 2022
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের উল্লেখিত কাগজপত্রসহ ১১ মার্চ ২০২২ খ্রি, শুক্রবার, সকাল ৮.০০ টায় সাক্ষাৎকার/টেস্ট প্রদানের জন্য বাংলাদেশ জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, মিরপুর-২, ঢাকা এ উপস্থিত থাকতে অনুরােধ করা হয়েছে। এ সংক্রান্ত যে কোনাে তথ্যের জন্য ০২-৪৮৩১৯১২৫ ও ০২-৪৮৩১৭৫১৫ টেলিফোন নম্বরে যােগাযােগ করা যেতে পারে।
উল্লেখ্য যে, প্রার্থীদের কোনাে Bio-data (জীবন বৃত্তান্ত) সঙ্গে আনার প্রয়ােজন নেই। বােয়েসেল কোনাে নগদ অর্থ গ্রহণ করে না বিধায় কাউকে কোনাে নগদ অর্থ প্রদান করবেন না।