The news is by your side.

Bangladesh Bank Job Circular PDF File download | বাংলাদেশ ব্যাংক নিয়োগ ২০২২

Career Opportunity - eRecruitment Home - Bangladesh Bank

বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ : Bangladesh Bank Job Circular PDF File download ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত বেসিক ব্যাংক লিমিটেড এর নিম্নোক্ত পদসমূহে নিয়ােগের নিমিত্তে প্যানেল প্রস্তুতির জন্য প্রতিযােগিতামূলক পরীক্ষার মাধ্যমে পূরণের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে Online এ দরখাস্তের আহ্বান জানিয়ে বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশ করেছে ।

Latest Jobs Circular 2022ডাক ও টেলিযোগাযোগ বিভাগে ৬ পদে ২৫ জনের চাকরি, আবেদন অনলাইনে

Bangladesh Bank Job Circular PDF File download

সকল পদের জন্য শিক্ষাগত যােগ্যতার মান নির্ধারনী নির্দেশনা: গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের ০২/০৬/২০০৯ ও ০২/০৩/২০১০ তারিখের প্রজ্ঞাপন নং শিম/শাঃ১১/৫-১(অংশ)/৫৮২ এবং শিম/শাঃ১১/১৯- ১/২০০৭/১৭৪ অনুযায়ী বর্তমান প্রচলিত জিপিএ বা ক্ষেত্রমত, সিজিপিএ এর বিপরীতে পূর্বের ১ম ও ২য় বিভাগ/শ্রেণী নির্ধারিত হবে ।

বয়সসীমা: (০১/০৩/২০১২ তারিখে ১ এবং ২ ক্রমিক ডেপুটি ম্যানেজার (আইসিটি) পদের প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩৬ বছর। ১ (৩) থেকে ১ (৬) নং ক্রমিক সহকারী ব্যবস্থাপক (আইসিটি) পদসমূহের সকল সাধারন প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ ৩০ বছর এবং বীর মুক্তিযােদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর। ১ (৭) এবং ১ (৮) ক্রমিক অফিসার (আইসিটি) পদের প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩৩ বছর।

Bangladesh Bank Job Circular 2022

আবেদনপত্র দাখিল এবং ফি প্রদানের শেষ তারিখ ও সময় : ২৯/০৩/২০২২ তারিখ, রাত ১১.৫৯ মি। Verify Payment এবং Tracking Page সংগ্রহের শেষ তারিখ ও সময় : ৩১/০৩/২০২২ তারিখ, রাত ১১.৫৯ মি।

See also  ডিজিটাল প্রোডাক্ট ম্যানেজার পদে চাকরি দিবে বাংলালিংক

আবেদন ফি: পরীক্ষার ফি অফেরতযােগ্য টাকা ২০০/- (টাকা দুইশত মাত্র)। ডাচ বাংলা ব্যাংক লিমিটেড এর মােবাইল ফিনান্সিয়াল সার্ভিস ‘রকেট এর মাধ্যমে prepaid পদ্ধতিতে আবেদনকারীকে নিজের অথবা এজেন্ট একাউন্ট ব্যবহার করে ফি প্রদান করতে হবে।

আবেদন পদ্ধতি: Online Registration; কেবল বাংলাদেশ ব্যাংকের নিয়ােগ সংক্রান্ত এই ওয়েবসাইটের নির্ধারিত ছক পূরণের মাধ্যমে Online এ নিবন্ধনকরতঃ আবেদন করতে হবে। আবেদন দাখিলের বিস্তারিত নিয়ম ও শর্তাবলী ওয়েবসাইটেই পাওয়া যাবে।

Bangladesh Bank Job Circular

CV ID Number: বাংলাদেশ ব্যাংকের সিস্টেমে ইতঃপূর্বে নিবন্ধনকৃত প্রার্থীদের বিদ্যমান CV ID Number এবং Password ব্যবহার করে আবেদন দাখিল করতে হবে। নতুন প্রার্থীগণ Online এ নিবন্ধন সম্পন্ন করলে একটি CV ID Number এবং Password প্রাপ্ত হবেন যা ভবিষ্যতে ব্যবহারের জন্য অবশ্যই সংরক্ষণ করতে হবে।

বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

প্রার্থীর বিৰৱণ: প্রার্থীর নাম, পিতা ও মাতার নাম অবশ্যই এসএসসি অথবা সমমানের সনদ অনুযায়ী Online আবেদনে লিখতে হবে। ঘ, প্রার্থীর বর্তমান ঠিকানা: প্রার্থীর বর্তমান বসবাসের স্থান এবং নিয়ােগ সংক্রান্ত চিঠিপত্র পেতে ইচ্ছুক ঠিকানাকে বর্তমান ঠিকানা হিসেবে উল্লেখ করতে হবে ।

Job List – eRecruitment Home – Bangladesh Bank

প্রার্থীর স্থায়ী ঠিকানা: প্রার্থীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ পৌরসভার মেয়র/ ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত জাতীয়তা সনদে উল্লিখিত স্থায়ী ঠিকানাকে প্রার্থীর স্থায়ী ঠিকানা হিসেবে উল্লেখ করতে হবে। বিবাহিত মহিলা প্রার্থীগণ তাদের স্বামীর ঠিকানাকে নিজের স্থায়ী ঠিকানা হিসেবে ব্যবহার করতে পারবেন। তবে অবিবাহিত মহিলা প্রার্থীগণ আবেদন দাখিলের পরে বিবাহবন্ধনে আবদ্ধ হলে যথাযথ প্রমাণ সাপেক্ষে স্বামীর স্থায়ী ঠিকানার অনুকূলে নিজের স্থায়ী ঠিকানা পরিবর্তন করতে পারবেন।

Bangladesh Bank Job Circular 2022 – erecruitment.bb.org.bd

আবেদন ফি পদ্ধতি: আবেদন ফি’র Payment পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে এই ওয়েবসাইটটি ভিজিট করে আবেদন ফি প্রদানের পদ্ধতি জনাতে পারবেন । প্রত্যেক পদের জন্য পৃথকভাবে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড এর মােবাইল ফিনান্সিয়াল সার্ভিস ‘রকেট” এর Prepaid Payment পদ্ধতি ব্যবহার করে ফি প্রদান করতে হবে।

See also  ওয়ালটনে চাকরির সুযোগ, থাকছে প্রভিডেন্ট ফান্ড, ইন্স্যুরেন্স

Prepaid Payment পদ্ধতি: রকেট অ্যাপ্স বা ম্যানুয়াল উভয় ক্ষেত্রেই ফি প্রদানের জন্য Biller ID হিসেবে Bankers Selection Committee Secretariat অথবা 499 সিলেক্ট করতে হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে সংশ্লিষ্ট Job ID Number, নিজ CV ID Number এর ১ম অংশ (হাইফেনের (-) আগের অংশ}, ফি এর পরিমাণসহ প্রয়ােজনীয় তথ্য ব্যবহার করে ফি প্রদান করতে হবে। ফি প্রদান করলে প্রার্থী মােবাইলের মেসেজ অপশনে একটি Transaction ID (TxnID) নম্বর পাবেন। প্রাপ্ত TxnID নম্বরটি ব্যবহার করে প্রার্থীকে অবশ্যই পৃথকভাবে Payment Verify সম্পন্ন করতে হবে। অন্যথায় আবেদন অসম্পূর্ণ রয়ে যাবে।

bangladesh bank notice 2022

Verify Payment: প্রার্থীগণকে ফি প্রদানের পর প্রাপ্ত TxnID বাংলাদেশ ব্যাংকের erecruitment সাইটের নির্দিষ্ট ফিল্ডে বসিয়ে Payment Verify সম্পন্ন করতে হবে। কোনাে আবেদনকারী Payment Verify সম্পন্ন না করলে পরবর্তীতে Admit card ডাউনলােড করতে পারবে না। Tracking Page সংগ্রহ Payment Verify সম্পন্ন হওয়ার পর প্রার্থীকে Tracking ID Number সম্বলিত একটি Tracking Page প্রদান করা হবে।

Bank Job Circular 2022

Tracking Page টি ভবিষ্যতে ব্যবহারের জন্য সংরক্ষণ করতে হবে। Tracking Page সংরক্ষণ করলেই কেবল প্রার্থীর আবেদন সম্পন্ন হয়েছে বলে বিবেচিত হবে। নির্ধারিত সময়ের পরে কোনাে অবস্থাতেই Tracking Page এর Duplicate Copy সরবরাহ করা হবে না।

Online আবেদনে প্রার্থীর নাম, পিতা ও মাতার নাম, স্থায়ী জেলা, জন্ম তারিখ, ছবি, স্বাক্ষরসহ অন্যান্য তথ্য অত্যন্ত সতর্কতার সাথে নির্ভুলভাবে পূরণ করতে হবে। আবেদনে প্রদত্ত সার্বিক তথ্য, ছবি, স্বাক্ষর ইত্যাদি verification সাপেক্ষে প্রাথমিকভাবে যােগ্য প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের সুযােগ প্রদান করা হবে। অসম্পূর্ণ ভুল তথ্য সম্বলিত দরখাস্ত কোনাে প্রকার যােগাযােপ ব্যতিরেকেই বাতিল করা হবে। প্রার্থীদেরকে Online এ আবেদনের পাশাপাশি শিক্ষাগত যােগ্যতা, পেশাগত যােগ্যতা ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত ফটোকপিসহ স্বহস্তে লিখিত আবেদনপত্র আগামী ১৩/০৪/২০২২ তারিখের মধ্যে বিএসসিএস বরাবর ডাকযােগে অথবা সরাসরি দাখিল করতে হবে।

See also  মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজে অনার্সে ভর্তি চলছে

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত বেসিক ব্যাংক লিমিটেড এর প্রকাশিত Bangladesh Bank Job Circular 2022 pdf Download করতে ডাউনলোড বাটনে ক্লিক করুন ।

Bangladesh Bank Job Circular 2022 pdf Download

[wp-embedder-pack width=”100%” height=”400px” download=”all” download-text=”” attachment_id=”19483″ /]

প্রাথমিকভাবে যােগ্য প্রার্থীদের প্রবেশপত্র ও নির্বাচনী পরীক্ষার তারিখ সংক্রান্ত বিজ্ঞপ্তি যথাসময়ে বাংলাদেশ ব্যাংকের নিয়ােগ সংক্রান্ত ওয়েবসাইট ও দৈনিক জাতীয় পত্রিকায় প্রকাশ করা হবে। প্রার্থীদেরকে প্রযােজ্য ক্ষেত্রে প্রাথমিক নির্বাচনী, লিখিত,ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। প্রার্থীদেরকে Online আবেদনের সময় কোনেরূপ কাগজপত্র প্রেরণ করতে হবে না।

Career Opportunity – eRecruitment Home – Bangladesh Bank

Bangladesh Bank Job Circular PDF File download : লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণকে অনলাইন আবেদনে প্রদত্ত প্রতিটি তথ্যের স্বপক্ষে যথাযথ সনদ/প্রত্যয়নপত্র মৌখিক পরীক্ষার দিন দাখিল করতে হবে। Online আবেদনে প্রার্থী কর্তৃক প্রদত্ত তথ্যের সঠিকতা যাচাইয়ান্তে কোনাে substantive ক্রটি ধরা পড়লে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না। তাছাড়া, মৌখিক পরীক্ষা শেষে প্যানেল প্রতিকালে কোনাে প্রকার ক্রটি পরিলক্ষিত হলেও প্রার্থীকে প্যানেলভুক্ত করা হবে না।

Latest Jobs Circular 2022যমুনা অয়েল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | Jamuna Oil Company Job Circular 2022

Source erecruitment.bb.org.bd
Via সেরাজবস ডট কম