The news is by your side.

Akij Cement Job Circular 2022 | আকিজ সিমেন্ট কোম্পানি নিয়োগ ২০২২

Akij Cement Company LTD – Akij Group Website

akij cement job circular 2022 : আকিজ রিসাের্সেস-এর অঙ্গ প্রতিষ্ঠান আকিজ সিমেন্ট কোম্পানি লিমিটেড-এর বিপনণ (সেলস) বিভাগে জরুরী ভিত্তিতে নিম্নবর্ণিত পদে সংশ্লিষ্ট কাজে যােগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের নিকট থেকে দরখাস্তের আহবান জানিয়ে আকিজ সিমেন্ট কোম্পানি নিয়োগ ২০২২ akij cement job circular 2022 প্রকাশ করেছে।

Akij Cement Job Circular 2022

পদের নাম : সেলস্ অফিসার
শিক্ষাগত যােগ্যতা: প্রার্থীকে যেকোনাে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক/সমমানের ডিগ্রিসহ শিক্ষা জীবনের সকলস্তরে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা শ্রেণি থাকতে হবে।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে সিমেন্ট ইন্ডাস্ট্রিতে ১/২ বছরের অভিজ্ঞতা অথবা অন্যান্য ইন্ডাষ্ট্রিতে সেলস এ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। তবে ফ্রেশার্সদের ও আবেদন করার জন্য উৎসাহিত করা হয়েছে।

আকিজ গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

পদের নাম : টেরিটরি সেলস অফিসার
শিক্ষাগত যােগ্যতা: প্রার্থীকে যেকোনাে পাবলিক বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর/সমমানের ডিগ্রিসহ শিক্ষা জীবনের সকলস্তরে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা শ্রেণি থাকতে হবে।
অভিজ্ঞতা: ৩/৫ বছর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের আবেদনের জন্য উৎসাহিত করা হলাে, তবে সংশ্লিষ্ট কাজে সিমেন্ট ইন্ডাষ্ট্রিতে ১/২ বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে।

akij cement job circular

বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর (১৫ আগস্ট, ২০২২ ইং তারিখ পর্যন্ত)।

পদগুলোয় আবেদনে আগ্রহী প্রার্থীকে অবশ্যই ভেলিড ড্রাইভিং লাইসেন্সসহ মােটরসাইকেল চালানাের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলাদেশের যেকোন অঞ্চলে কাজ করার মানসিকতা থাকতে হবে।

আবেদনে যা প্রয়োজন: আগ্রাহী যােগ্যতাসম্পন্ন প্রার্থীদেরকে পূর্ণ জীবন বৃত্তান্ত, এক কপি পাসপাের্ট সাইজের রঙ্গিন ছবি, অভিজ্ঞতা (যদি থাকে) ও শিক্ষাগত যােগ্যতার সত্যায়িত সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ খামের উপর পদের নাম উল্লেখ পূর্বক বিজ্ঞপ্তি প্রকাশের ১০ (দশ) দিনের মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে ।

See also  চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি, আবেদন ফি ৫০০/-

আকিজ গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি 2022

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: এইচ.আর বিভাগ, আকিজ সিমেন্ট কোম্পানী লিঃ, আকিজ হাউজ, ১৯৮ বীর উত্তম মীর শওকত সড়ক, গুলশান-তেঁজগাও লিংক রােড, তেজগাঁও, ঢাকা-১২০৮ এর বরাবর দরখাস্ত পাঠানাের জন্য অনুরােধ জানিয়েছে।

akij cement job circular 2022 akij cement job circular cement job circular 2022 আকিজ সিমেন্ট কোম্পানি নিয়োগ ২০২২