The news is by your side.

বাংলাদেশের ডাক ও রেলওয়ে নিয়োগ পরিক্ষা এমসিকিউ -বহু নির্বাচনী প্রশ্ন

1

রেলওয়ে নিয়োগ প্রশ্ন ও সমাধান : বাংলাদেশের ডাক ও রেল ব্যবস্থা নিয়ে ১৫টি প্রশ্ন ও উত্তর । সামনে বাংলাদেশ ডাক বিভাগ ও পয়েন্টসম্যান পদে রেলওয়ের নিয়ােগ পরীক্ষা। এর পাশাপাশি চলমান অন্য সকল নিয়ােগ পরীক্ষায়ও বাংলাদেশের ডাকরেল ব্যবস্থা সংশ্লিষ্ট প্রশ্ন আসতে পারে। এমসিকিউ (বহু নির্বাচনী প্রশ্ন) পদ্ধতিতে চাকরির প্রস্তুতিমূলক মডেল টেস্টটি তৈরি করেছেন রাকিবুল ইসলাম

বাংলাদেশের ডাক ও রেলওয়ে নিয়োগ পরিক্ষা এমসিকিউ -বহু নির্বাচনী প্রশ্ন

রেলওয়ে নিয়োগ প্রশ্ন ও সমাধান ( এমসিকিউ ) মডেল টেস্টটি তৈরি করেছেন রাকিবুল ইসলাম এটি দৈনিক কালের কন্ঠ পত্রিকায় ৪ ডিসেম্বর ২০২১ তারিখে প্রকাশিত হয়েছে। আমরা আপনাদের সুবিধার জন্য ছক আকারে রেলওয়ে নিয়োগ প্রশ্ন ও সমাধান এমসিকিউ বহু নির্বাচনী প্রশ্ন পদ্ধতিতে চাকরির প্রস্তুতিমূলক মডেল টেস্টটি সেরা জবস ওয়েবসাইটে উপস্থাপন করেছি।

রেলওয়ে নিয়োগ প্রশ্ন ও সমাধান ২০২১

প্রশ্নউত্তর
১। কত সালে বাংলাদেশে পােস্টাল কোড চালু হয়?
ক) ১৯৭২ সাল খ) ১৯৮২ সাল
গ) ১৯৮৬ সাল ঘ) ১৯৯০ সাল।
গ) ১৯৮৬ সাল
২। দেশের একমাত্র পােস্টাল একাডেমি কোথায়?
ক) ঢাকা খ) রাজশাহী গ) চট্টগ্রাম ঘ) কুমিল্লা ।
খ) রাজশাহী
৩। বাংলাদেশে কখন প্রথম ডাকটিকিট চালু হয়?
ক) ২০ জুলাই ১৯৭১ খ) ২৩ জুলাই ১৯৭১
গ) ২৭ জুলাই ১৯৭১ ঘ) ২৯ জুলাই ১৯৭১।
ক) ২০ জুলাই ১৯৭১
৪। স্বাধীনতার প্রথম ডাকটিকিটে কিসের ছবি ছিল?
ক) শাপলা ফুল খ) রয়েল বেঙ্গল টাইগার ।
গ) শহীদ মিনার ঘ) দোয়েল পাখি।
গ) শহীদ মিনার
৫। ১৯৭১ সালের ৯ জুলাই মুজিবনগর সরকার আটটি ডাকটিকিট প্রকাশ করে, এগুলাের ডিজাইন কে করেন?
ক) বিমান মল্লিক খ) কামরুল হাসান।
গ) জয়নুল আবেদিন ঘ) নিতুন কুণ্ড
ক) বিমান মল্লিক
৬। ফিলাটোলি’ শব্দটি কোন বিভাগের সঙ্গে সম্পর্কিত?
ক) রেল বিভাগ খ) ডাক বিভাগ, গ) শ্রম বিভাগ ঘ) টেলিযােগাযােগ বিভাগ
খ) ডাক বিভাগ
৭। বাংলাদেশের প্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালু হয় কবে?
ক) ৪ জানুয়ারি ১৯৮৬ খ) ১০ জানুয়ারি ১৯৮৮
গ) ৪ জানুয়ারি ১৯৯০ ঘ) ১৫ জানুয়ারি ১৯৯২
গ) ৪ জানুয়ারি ১৯৯০
৮। ডাক অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন মােবাইল ব্যাংকিংয়ের নাম কী?
ক) বিকাশ খ) রকেট গ) নগদ ঘ) ইউক্যাশ
গ) নগদ
৯। বাংলাদেশে প্রথম রেললাইন চালু হয় কত সালে?
ক) ১৮৫৩ সালে খ) ১৮৫৭ সালে গ) ১৮৬০ সালে ঘ) ১৮৬২ সালে।
ঘ) ১৮৬২ সালে
১০। বাংলাদেশে প্রথম রেললাইন স্থাপন করা হয় কোন রুটে?
ক) কুষ্টিয়া-যশাের খ) কুষ্টিয়া-দর্শনা। গ) কুষ্টিয়া-ঈশ্বরদী ঘ)কুষ্টিয়া-সৈয়দপুর
খ) কুষ্টিয়া-দর্শনা
১১। কমলাপুর রেলস্টেশনের স্থপতি কে?
ক) এফ আর খান খ) লুই কান। গ) মইনুল হােসেন ঘ) বব বুই ও ড্যানিয়েল বার্নহ্যাম।
ঘ) বব বুই ও ড্যানিয়েল বার্নহ্যাম
১২। বাংলাদেশের সবচেয়ে বড় রেলওয়ে জংশন কোনটি?
ক) আখাউড়া খ) লাকসাম গ) ঈশ্বরদী ঘ) কুলাউড়া ।
গ) ঈশ্বরদী
১৩। বিশ্ব ডাক সংস্থার সদর দপ্তর কোন দেশে?
ক) ইংল্যান্ড খ) অস্ট্রিয়া গ) ইতালি ঘ) সুইজারল্যান্ড
ঘ) সুইজারল্যান্ড
১৪। বাংলাদেশের একমাত্র ডাক জাদুঘর কোথায়?
ক) রাজশাহী খ) গাজীপুর। গ) চট্টগ্রাম ঘ) ঢাকা
ঘ) ঢাকা
১৫। বাংলাদেশ ডাক অধিদপ্তরের জিপিও (জেনারেল পােস্ট অফিস) সংখ্যা কতটি?
ক) ৩টি খ) ৪টি গ) ৫টি ঘ) ৬টি
খ) ৪টি
বাংলাদেশ ডাক বিভাগ ও রেলওয়ের নিয়ােগ পরীক্ষা -সূত্রঃ কালর কন্ঠ পত্রিকা

রেলওয়ে নিয়োগ পরিক্ষার প্রশ্ন ২০২১

পরীক্ষার তারিখ
MCQ প্রশ্নের সমাধান – Photo by Green Chameleon

বাংলাদেশ রেলওয়ে নিয়োগ পরিক্ষার লিখিত ও MCQ প্রশ্নের সমাধান ( বহু নির্বাচনী প্রশ্ন) পদ্ধতিতে চাকরির প্রস্তুতিমূলক মডেল টেস্টটি চলমান বাংলাদেশ ডাক বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ও চলমান বাংলাদেশ রেলওয়ে নিয়োগ ২০২১ সার্কুলার -এ যারা আবেদন করেছেন তাদের জন্য সহায়ক হবে।

পয়েন্টসম্যান পদে ৭৬২ জনকে চাকরি দিবে বাংলাদেশ রেলওয়ে

রেলওয়েতে পয়েন্টসম্যান পদে আবেদনের সময়সীমা শেষ হবে আগামী ২৮ ডিসেম্বর ২০২১ । প্রকাশিত রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ অনুসারে ‘পয়েন্টসম্যান’ পদে মোট ৭৬২ জন যোগ্য চাকরিপ্রত্যাশীগণ বাংলাদেশ রেলে চাকরির সুযোগ পাবেন। তাই আগ্রহ ও যোগ্যতা থাকলে রেলওয়ে পয়েন্টসম্যান নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ এর পয়েন্টসম্যান পদে চাকরির পেতে আজই আবেদন করুন। রেলওয়ে নিয়োগ দেখতে এখানে ক্লিক করুন ।

ডাক বিভাগের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান

চট্টগ্রাম পোস্টমাস্টার জেনারেল কার্যালয় নিয়োগ ২০২১, পদসংখ্যা ৮৭

পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় চট্টগ্রামে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজস্ব খাতের ৮টি পদে মোট ৮৭ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পদগুলোতে  যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ। অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হয়েছে। চট্টগ্রাম পোস্টমাস্টার জেনারেল কার্যালয় নিয়োগে আবেদন করা যাবে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত। চট্টগ্রাম পোস্টমাস্টারের কার্যালয়ে নিয়োগটি দেখতে এখানে ক্লিক করুন ।

See also  শুক্রবার এক দিনেই ১৪ চাকরির পরীক্ষা, বিপাকে প্রার্থীরা
Leave A Reply

Your email address will not be published.