The news is by your side.

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ড্রাইভার পদে চাকরি

4

সরকারি ড্রাইভার নিয়োগ 2021 : নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১, কক্সবাজার এ গাড়ী চালক (ড্রাইভার) এর নিম্নলিখিত শূন্যপদে অস্থায়ীভাবে জনবল নিয়ােগের নিমিত্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হইতে নিম্নলিখিত শর্তসাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাইতেছে।

সরকারি ড্রাইভার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

আপনি যদি সরকারি ড্রাইভার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ -এর সন্ধান করে থাকেন ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নিয়োগ অনুসারে ড্রাইভার পদে চাকরির যোগ্য ও অভিজ্ঞ হন তাহলে পোষ্টটি ভালো ভাবে পড়ে সঠিক নিয়মে ড্রাইভার পদে সরকারি চাকরির আবেদন করুন।

Good news for job seekers : Coming 44th BCS, post 1 thousand 610, BCS Exam Procedure, BCS preparation strategy : বিসিএস পরীক্ষা পদ্ধতি | বিসিএস ক্যাডার পদে নিয়োগ তথ্য পড়ুন।

ড্রাইভার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

পদের নাম : গাড়ী চালক (ড্রাইভার)
পদের সংখ্যা : ০১ (এক)টি
শিক্ষাগত : যে কোন স্বীকৃত বাের্ড হইতে ন্যূনতম অষ্টম শ্রেণী বা তার সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যােগ্যতা : মটর গাড়ী (Light and Heay) । চালনার বৈধ লাইসেন্স ধারী হইতে অভিজ্ঞদর অগ্রাধিকার দেয়া হবে।
বেতন স্কেল : (গ্রেড-১৬ জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী) ৯,৩০০/- ২২,৪৯০/ টাকা ।

ড্রাইভার পদে সরকারি চাকরি ২০২১

ড্রাইভার পদে নিয়োগে আগ্রহী প্রার্থীকে চেয়ারম্যান, নিয়ােগ সংক্রান্ত বাছাই কমিটি ও যুগ্ম জেলা জজ ১ম আদালত, জেলা জজ আদালত ভবন, কক্সবাজার বরাবর নিজ স্বাক্ষরযুক্ত আবেদনপত্র দাখিল করিতে হইবে।

ড্রাইভার পদে সরকারি চাকরি

বয়সসীমা : প্রার্থীর বয়স ২৫.০৩.২০২০ খ্রিঃ তারিখে ১৮-৩০ বৎসরের মধ্যে হইতে হইবে। তবে, প্রার্থী যদি মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধার সন্তান হন সেক্ষেত্রে তাদের বয়সসীমা ৩২ (বত্রিশ) বৎসর পর্যন্ত শিথিলযােগ্য। বয়সের ক্ষেত্রে কোন হলফনামা গ্রহণ করা হইবে না।

ড্রইভার চাকরির আবেদন ফি : পরীক্ষার ফি বাবদ ১০০/- টার অফেরতযােগ্য পােস্টাল অর্ডার যুগ্ম জেলা জজ, ১ম আদালত, কক্সবাজার বরাবর দাখিল করিতে হইবে।

সরকারি ড্রাইভার নিয়োগ ২০২১
সরকারি ড্রাইভার নিয়োগ ২০২১

সরকারি ড্রাইভার নিয়োগ ২০২১ আবেদনের ঠিকানা ও সময়সীমা : আবেদনপত্র আগামী ১২.১২.২০২১ খ্রিঃ তারিখ বিকাল ৫.০০ ঘটিকার মধ্যে অফিস চলাকালীন সময় ডাকযােগে অথবা সরাসরি চেয়ারম্যান, নিয়ােগ সংক্রান্ত বাছাই কমিটি, যুগ্ম জেলা জজ ১ম আদালত, জেলা জজ আদালত ভবন, কক্সবাজার বরাবর পৌছাইতে হইবে। নির্ধারিত তারিখ ও সময়ের পর কোন আবেদনপত্র গ্রহণ করা হইবে না। সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন

Government Driving Job in Bangladesh

Related searches সরকারি ড্রাইভার নিয়োগ বিজ্ঞপ্তি 2021 পরিবহন পুল ড্রাইভার নিয়োগ ২০২১, পুলিশ ড্রাইভার নিয়োগ, সরকারি ড্রাইভার নিয়োগ, পরিবহন পুল ড্রাইভার নিয়োগ বিজ্ঞপ্তি, ড্রাইভার নিয়োগ, ড্রাইভার নিয়োগ 2021, ড্রাইভার নিয়োগ ২০২১ এছাড়াও ড্রাইভার নিয়োগ ২০২ -এর সকল খবর জানতে ড্রাইভার নিয়োগ বিজ্ঞপ্তি এই পেইজে প্রবেশ করুন।

4 Comments
  1. Onal das says

    আমি একজন ড্রাইভার আমি একটি চাকরি চাই

    1. সেরা জবস says

      নিয়োগে উল্লেখ করা নিয়মে আবেদন করুন

  2. মোঃ হাসানুর রহামান says

    আমি করতে ইচ্ছুক

    1. সেরা জবস says

      আবেদনের নিয়ম দেয়া আছে । আপনি যোগ্যতানুযায়ী পদে সঠিক নিয়মে আবেদন করুন।

Leave A Reply

Your email address will not be published.