পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ নিবে ০৬ পদে ২৫০ জন
পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ নিয়োগ ২০২১ : ( পিজিসিবি এর কাজ কি ) পিজিসিবি তার সঞ্চালিত ট্রান্সমিশনকৃত ভোল্টেজের উপর ভোল্ট প্রতি একটি নির্দিষ্ট চার্জ আদায় করে থাকে, যাকে বলা ফ্রি হুইলিং চার্জ। বিভিন্ন ট্রান্সমিশন ভোল্টের জন্য এই রেইট ভিন্ন হয়ে থাকে। পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো পিজিসিবিকে ফ্রি হুইলিং চার্জ প্রদান করে থাকে। সম্প্রতি পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ নিয়োগ প্রকাশ করেছে।
Job Notice – পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিঃ
প্রতিষ্ঠানের নাম | পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) লিমিটেড |
চাকরির ধরন | সরকারি চাকরি |
পদ সংখ্যা | ০৬ পদে ২৫০ জন |
আবেদনের শেষ তারিখ | ২৬-১২-২০২১ |
আবেদনের মাধ্যম | অনলাইন |
পিজিসিবিতে নিয়ােগ যােগ্য শূণ্য পদের বিপরীতে নিম্নোক্ত পদসমূহ পূরণের লক্ষ্যে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে। পিজিসিবি কর্তৃপক্ষ নিয়োগ ২০২১ -তে চাকরি প্রত্যাশীরা নিয়োগ পেলে চাকুরী বিধিমতে প্রযােজ্য অন্যান্য ভাতা/সুবিধাও পাবেন। পিজিসিবি সম্পর্কে বিস্তারিত : পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) লিমিটেড দেশব্যাপী জাতীয় বিদ্যুৎ গ্রিড পরিচালন, সংরক্ষণ ও উন্নয়ন কাজে নিয়ােজিত।
পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ চাকরি ২০২১
জুনিয়র হিসাব সহকারী
পদসংখ্যা: ০৯টি
বেতন গ্রেড-১১
বেতন স্কেল-২৩,০০০/-
পিজিসিবি চাকরির সুবিধা : চাকুরী বিধিমতে প্রযােজ্য অন্যান্য ভাতা/সুবিধা প্রধান করা হবে।
পদের নাম: জুনিয়র ব্যক্তিগত সচিব
পদসংখ্যা: ১৫টি
বেতন গ্রেড-১১
বেতন স্কেল- ২৩,০০০/-
পিজিসিবি চাকরির সুবিধা : চাকুরী বিধিমতে প্রযােজ্য অন্যান্য ভাতা/সুবিধা প্রধান করা হবে।
পিজিসিবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
জুনিয়র ভান্ডার রক্ষক
পদসংখ্যা: ০৩টি
বেতন গ্রেড-১১
বেতন স্কেল-২৩,০০০/-
পিজিসিবি চাকরির সুবিধা : চাকুরী বিধিমতে প্রযােজ্য অন্যান্য ভাতা/সুবিধা প্রধান করা হবে।
জুনিয়র নিরাপত্তা পরিদর্শক
পদসংখ্যা: ১৫টি
বেতন গ্রেড-১১
বেতন স্কেল-২৩,০০০/-
পিজিসিবি চাকরির সুবিধা : চাকুরী বিধিমতে প্রযােজ্য অন্যান্য ভাতা/সুবিধা প্রধান করা হবে।
কারিগরী সহায়ক
পদসংখ্যা: ২০০টি
বেতন গ্রেড-১৫
বেতন স্কেল-১৪,৫০০/-
পিজিসিবি চাকরির সুবিধা : চাকুরী বিধিমতে প্রযােজ্য অন্যান্য ভাতা/সুবিধা প্রধান করা হবে।
কারিগরী সহায়ক
পদসংখ্যা: ০৮টি
বেতন গ্রেড-১৫
বেতন স্কেল-১৪,৫০০/-
পিজিসিবি চাকরির সুবিধা : চাকুরী বিধিমতে প্রযােজ্য অন্যান্য ভাতা/সুবিধা প্রধান করা হবে।
পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ নিয়োগ ২০২১
বয়সসীমা: ২৫ মার্চ ২০২০ তারিখে যাদের বয়স ৩০ (ত্রিশ) বছর এর মধ্যে রয়েছে এমন প্রার্থীগণ আবেদন করতে পারবেন। বীর মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধাদের পুত্র-কন্যাদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ (বত্রিশ) বছর। তবে বীর | মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধাদের পুত্র-কন্যার পুত্র-কন্যা প্রার্থীর ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩০ (ত্রিশ) বছর। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৪০ (চল্লিশ) বছর পর্যন্ত শিথিলযােগ্য।
আবেদন ফি: বর্ণিত পদসমূহে আবেদনের ক্ষেত্রে ৫০০/- (পাঁচশত) টাকা টেলিটক বাংলাদেশ লিঃ এর যে কোন মােবাইল সংযােগ হতে এসএমএস এর মাধ্যমে htpp://pgcb.teletalk.com.bd অথবা www.pgcb.gov.bd ওয়েব সাইটে বর্ণিত নির্দেশনা অনুযায়ী প্রেরণ করতে হবে।
পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ নিয়োগ ২০২১ -এর শিক্ষাযোগ্যতা পদভেদে আলাদা, পিজিসিবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন ।

যেভাবে আবেদন: আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। টেলিটক বাংলাদেশ লিঃ এর ওয়েবসাইট htop://pgcb.teletalk.com.bd অথবা পিজিসিবি’র ওয়েব সাইট www.pgcb.gov.bd এ উল্লেখিত নির্ধারিত লিংক এর মাধ্যমে ০৬-১২-২০২১ হতে ২৬-১২-২০২১ তারিখের (রাত্রি ১১:৫৯ ঘটিকা পর্যন্ত) মধ্যে প্রকাশিত “আবেদনপত্র পূরণ করার নিয়মাবলী অনুসরণ পূর্বক আবেদন করা যাবে।