জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২১ : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ০১ (এক) জন সহকারী প্রকৌশলী (সিভিল), ০২ (দুই) জন ‘সেকশন অফিসার গ্রেড-২)’ শূন্য পদে নিয়ােগের লক্ষ্যে যােগ্যতা সম্পন্ন বাংলাদেশী নাগরিকদের নিকট হতে online-এ আবেদনপত্র আহবান করা যাচ্ছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২১
উল্লিখিত পদসমূহের জন্য ৪০০.০০ (চারশত) টাকা করে SuerCash/Nagad/Rocket- এর মাধ্যমে Payment করতে হবে।
সকল শিক্ষাগত যােগ্যতার মূল সনদ, নম্বরপত্র, অভিজ্ঞতার প্রমাণপত্র (প্রযােজ্য ক্ষেত্রে), জাতীয় পরিচয়পত্র-এর সত্যায়িত প্রতিলিপি এবং সদ্য তােলা পাসপাের্ট আকারের ৩ (তিন) কপি সত্যায়িত রঙিন ছবি সম্বলিত আবেদনপত্র যুক্ত করে online-এ দাখিলকৃত আবেদন ফরম-এর প্রিন্ট কপিসহ ০৮(আট) সেট পূর্ণাঙ্গ আবেদনপত্র ২০/১২/২০২১ তারিখের মধ্যে (সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ব্যতীত অফিস চলাকালীন সময় সকাল ৮.০০ টা হতে ৪.০০ টা পর্যন্ত) নিম্নস্বাক্ষরকারীর দপ্তরে (ডাকযােগে/কুরিয়ার সার্ভিস/সরাসরি) পৌছাতে হবে।

জাবি নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২১
শিক্ষাগত যােগ্যতা, অভিজ্ঞতা, বেতন স্কেল ও সাধারণ শর্তাবলীর পূর্ণাঙ্গ নিয়ােগ বিজ্ঞপ্তি এবং আবেদন ফরম পূরণের বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.hrm.erp.jnu.ac.bd/employee_online_ application) থেকে পাওয়া যাবে।