The news is by your side.

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ ২০২১

1

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ ২০২১ : কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ জনবল নিয়োগের লক্ষ্যে নতুন নিয়োগ নোটিশ প্রকাশ করেছে। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ ২০২১ অনুসারে প্রতিষ্ঠানটি ১০ পদে মোট ১৬ জনকে নিয়োগ দিবে। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ চাকরিতে যোগ্যতাপূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন আপনিও। তাই আগ্রহী ও যোগ্যতা থাকলে শেষ সময়ের জন্য অপেক্ষা না করে আজই কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ cox’s bazar নিয়োগে আবেদন করুন।

প্রতিষ্ঠানের নামকক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ
চাকরির সরকারি চাকরি
পদসংখ্যা১০ পদে ১৬জন
আবেদনের সময়সীমা২১/১০/২০২১
আবেদনের মাধ্যমঅনলাইন
সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ ২০২১

পদের নামঃ সিস্টেম এনালিস্ট
শূন্য পদঃ ০১টি
বেতন গ্রেডঃ ০৬
শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অনুন্য ২য় শ্রেণি বা সমমান ডিগ্রী।
অভিজ্ঞতাঃ কম্পিউটার প্রোগ্রামার/এনালিস্ট/কম্পিউটার অপারেশন পদে ৩ বছরের কাজের অভিজ্ঞতা।
বয়সঃ সর্বোচ্চ ৪০ বছর

পদের নামঃ আইন কর্মকর্তা
শূন্য পদঃ ০১টি
বেতন গ্রেডঃ ০৭
শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।
অভিজ্ঞতাঃ আইন পরামর্শক বিষয়ে ৫ বছরের অভিজ্ঞতা।
বয়সঃ সর্বোচ্চ ৩৫ বছর

পদের নামঃ সহকারী পরিচালক (এস্টেট)
শূন্য পদঃ ০১টি
বেতন গ্রেডঃ ০৯
শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক (সম্মান)
বয়সঃ সর্বোচ্চ ৩০ বছর

পদের নামঃ সহকারী পরিচালক (অর্থ ও হিসাব)
শূন্য পদঃ ০১টি
বেতন গ্রেডঃ ০৯
শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতি বা হিসাব বিজ্ঞান বিষয়ে স্নাতক (সম্মান)
বয়সঃ সর্বোচ্চ ৩০ বছর

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ

পদের নামঃ সহকারী প্রকৌশলী
শূন্য পদঃ সিভিল ০১টি, ইলেকট্রেশিয়ান ০১টি = ২টি
বেতন গ্রেডঃ ০৯
শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সিভিল প্রকৌশল বা ইলেকট্রিক্যাল বিষয়ে স্নাতক ডিগ্রি।
বয়সঃ সর্বোচ্চ ৩০ বছর

পদের নামঃ সহকারী নগর পরিকল্পনাবিদ
শূন্য পদঃ ০১টি
বেতন গ্রেডঃ ০৯
শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে নগর ও অঞ্চল পরিকল্পনা বিষয়ে স্নাতক ডিগ্রি
বয়সঃ সর্বোচ্চ ৩০ বছর

পদের নামঃ ইমারাত পরিদর্শক
শূন্য পদঃ ২টি
বেতন গ্রেডঃ ১০
শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্থাপত্য বা সিভিল প্রকৌশল বিষয়ে ডিপ্লোমা
বয়সঃ সর্বোচ্চ ৩০ বছর

পদের নামঃ উপ-সহকারী প্রকৌশলী
শূন্য পদঃ ১টি
বেতন গ্রেডঃ ১০
শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত ইনষ্টিটিউট হতে মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল প্রকৌশল বিষয়ে ডিপ্লোমা।
বয়সঃ সর্বোচ্চ ৩০ বছর

পদের নামঃ পিএ/সেকশন অফিসার (গোপনীয়)
শূন্য পদঃ ১টি
বেতন গ্রেডঃ ১৪
শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমান
বয়সঃ সর্বোচ্চ ৩০ বছর

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষে চাকরি ২০২১

পদের নামঃ সার্ভেয়ার
শূন্য পদঃ ১টি
বেতন গ্রেডঃ ১৫
শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি পাশ, দুই বছর মেয়াদী সার্ভে জরিপ কোর্স সার্টিফিকেট
বয়সঃ সর্বোচ্চ ৩০ বছর

পদের নামঃ অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
শূন্য পদঃ ৪টি
বেতন গ্রেডঃ ১৬
শিক্ষাগত যোগ্যতাঃ এইচএসসি পাশ, কম্পিউটার পরিচালনায় দক্ষ, বাংলা ৩০, ইংরেজী ৩৫ শব্দ প্রতি মিনিটে গতি থাকতে হবে।
বয়সঃ সর্বোচ্চ ৩০ বছর

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগে আবেদন ফি: ১ হইতে ৬নং পদের জন্য ৮৯৬ টাকা, ৭ হইতে ১১নং পদের জন্য ৪৪৮/-টাকা টেলিটকের মাধ্যমে পাঠাতে হবে।

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ পরিক্ষা সংক্রান্ত তথ্য: পরিক্ষায় অংশগ্রহনে যোগ্য ও আগ্রহীরা Apply Online এর মাধ্যমে অংশ নিতে পারবেন। পরিক্ষা সংক্রান্ত সকল তথ্য পেতে http://www.coxda.gov.bd/ এখানে প্রবেশ করুন।

আবেদনপত্র শুরু ও জমাদানের তারিখ: ২১/১০/২০২১
আবেদন জমাদানের শেষ তারিখ: ১১/১১/২০২১

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ cox’s bazar নিয়োগ বিজ্ঞপ্তি প্রয়োজনীয় আরও তথ্য জানতে অফিসিয়াল নিয়োগ চিত্রটি দেখুন।

অন্যান্য চাকরি থেকে আরও

1 Comment
  1. […] অফিস সহকারি কাম-কম্পিউটার অপারেটর পদে আবেদন শেষ তারিখ আগামী ১০ নভেম্বর […]

Leave A Reply

Your email address will not be published.